- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কেনিয়া: শান্তিতে চিরনিদ্রা যাও #ওয়াঙ্গারীমাথাই

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, কেনিয়া, উন্নয়ন, নাগরিক মাধ্যম, পরিবেশ

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ওয়াঙ্গারী মাথাই-এর সম্মানে টুইটারে একের পর এক টুইট [1] আসছে। ওয়াঙ্গারী মাথাই [2] কেনিয়ার এক পরিবেশবিদ এবং রাজনৈতিক কর্মী, যিনি ক্যান্সারের সাথে লড়াই করে গত সপ্তাহে মৃত্যুবরণ করেন [3]

@ক্যাপিটালএফএম_কেনিয়া জানাচ্ছে ওয়াঙ্গারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে:

@ক্যাপিটালএফএম_কেনিয়া [4]: রাষ্ট্রপতি #কিবাকি ঘোষণা দিয়েছেন যে অধ্যাপক ওয়াঙ্গারী #মাথাইকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে; তার সম্মানে আগামীকাল এবং শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

[5]

ওয়াঙ্গারীমাথাই। ছবি ফ্লিকার ব্যবহারকারী ই প্যান্টস-এর। (সিসি বাই ২.০).


@ইকোইংগ্রীন, ওয়াঙ্গারীমাথাই-এর একটি উদ্ধৃতি তুলে ধরেছে:

@ইকোইংগ্রীন [6]:“এমন এক সময় আসবে… যখন আমরা আমাদের ভয়কে লুকিয়ে ফেলব এবং একে অন্যকে আশা প্রদান করব। সেই সময়টা এখন চলে এসেছে”-ওয়াঙ্গারী মাথাই #হিরো#বিবোল্ড

আমার কাছে যে ওয়াঙ্গারীর মাথাই স্বাক্ষরিত যে বইটি ছিল, তা কোথায়?:

@@গিব্রুন্সকি [7]: আমি হতাশ …আমার কাছে ডঃ #ওয়াঙ্গারী মাথাই স্বাক্ষরিত যে বইটি ছিল, তা আমি পাগলের মত খুঁজছি।

অধ্যাপিকা ওয়াঙ্গারী মাথাই, আপনি শান্তিতে চিরনিদ্রা যান:

@@এমবুগানজিহি [8]:“আসুন আমরা জীবনের জন্য কিছু একটা করি, যাতে আমাদের মৃত্যুর সময় কবর খননকারীরাও শোকার্ত হয়”-মার্ক টোয়েন। অধ্যাপিকা ওয়াঙ্গারী মাথাই, আপনি শান্তিতে চিরনিদ্রা যান।

বেদনার্ত………

@উইথাশ [9]:#ওয়াঙ্গারীমাথাই, শোকার্ত এবং তার চাইতে খারাপ বিষয় হচ্ছে আমি কখনো তার অসুস্থতার কথা শুনিনি।@কেনিয়াগেটার #ক্যান্সার

তার সম্মানে কেনিয়ার নাগরিকরা আগামী মাসে বৃক্ষ রোপন করবে:

@কে২৪টিভি [10]: মহান অধ্যাপিকা #ওয়াঙ্গারীমাথাই-এর সম্মানে কেনিয়ার নাগরিকরা, শনিবার, ১ অক্টোবরে, সকাল ১০ট থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারুরা বনে বৃক্ষ রোপন করবে।

এটা হছে আমাদের করা সামান্য এক কাজ যা এক পার্থক্য গড়ে দেবে :

@অফিসিয়ালকিমোরা [11]: নাগরিকরা এই সামান্য এক কাজ করেছে, এটা এক পার্থক্য গড়ে দেবে। আমার সামান্য কাজ হচ্ছে চারা রোপন করা। শান্তিতে চিরনিদ্রা যান #ওয়াঙ্গারীমাথাই#আফ্রিকা

@রবার্টআলাই বলছে:

@রবার্টআলাই [12]:ওয়াঙ্গারী মাথাই-এর সম্মানে নাইরোবি নদীটিকে পরিষ্কার করে ফেলা উচিৎ

@স্টেটডেপ্ট বলছে:

@স্টেটডেপ্ট [13]: ওয়াঙ্গারী মাথাই, স্থানীয় এবং বৈশ্বিক সমস্যার মাঝে যে গভীর সম্পর্ক তা বুঝতে পেরেছিলেন এবং সাধারণ নাগরিকদের কণ্ঠস্বর প্রদানে সাহায্য করেছিলেন।

ওয়াঙ্গারী মাথাই-এর জন্য সর্বোত্তম শ্রদ্ধা:

@মিসবাওয়ালেয়া [14]:ওয়াঙ্গারী মাথাই-এর জন্য সর্বোত্তম শ্রদ্ধা। “তিনি এলেন, লড়াই করলেন এবং জিতে গেলেন”