পানামায় সামাজিক মিডিয়া দিবস

গত ৩০শে জুন, ২০১১ বৃহষ্পতিবার পানামায় সামাজিক মিডিয়া দিবস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের জন্যে তৈরি সাইট সামাজিকমিডিয়াপিটিওয়াই জানিয়েছে:

El Social Media Day es un evento que se realizará mundialmente, hasta ahora en 1374 ciudades alrededor del planeta. Es muy interesante ver todo lo que está generando esta celebración en todos lados, y afortunadamente Panamá también está haciendo bulla con nuestra propia celebración el Social Media Day Panamá, en Twitter seguido bajo el hashtag #SMDayPTY.

সামাজিক মিডিয়া দিবস বিশ্বব্যাপী একটা অনুষ্ঠান যা এই পর্যন্ত বিশ্বজুড়ে ১৩৭৪টি শহরে অনুষ্ঠিত হয়েছে। এটা খুব মজার দেখার বিষয় যে এই সব অনুষ্ঠানে কি হচ্ছে সব জায়গায় আর সৌভাগ্যক্রমে পানামা তাদের নিজেদের টুইটার উৎসব সামাজিক মিডিয়া দিবস পানামা নিয়ে প্রচারণা করছে, যা হ্যাশট্যাগ #এসএমডেপিটিওয়াই ব্যবহার করে অনুসরণ করা যাচ্ছে।
সামাজিক মিডিয়া উৎসবে অংশগ্রহণকারীরা

উৎসবে অংশগ্রহণকারীরা, ছবি @মনোএসজির সৌজন্যে, অনুমতিক্রমে ব্যবহৃত

টুইটার ব্যবহারকারী আর ব্লগারদের উপস্থিতি আশাহত করেনি। প্রচুর লোক সমাগম হওয়া এই অনুষ্ঠানের জন্য যথাযথ পারস্পরিক আদান প্রদানমূলক পরিবেশ ছিল। সামাজিক মিডিয়া দিবস পানামা ২০১১ অনুষ্ঠিত হয় সিউদাদ দেল সাবের কনভেনশন সেন্টারে।

অনুষ্ঠানটি খুব ভালোভাবে আয়োজিত হয়েছে আর খুব ভালো ওয়াই-ফাই সংযোগ ছিল যার ফলে অনুষ্ঠান স্থল হতে অনেক টুইট এসেছে। এসব বার্তায় অংশগ্রহণকারীরা বক্তব্যের গুরুত্বপূর্ন দিকের উপরে জোর দিয়েছেন আর অনুষ্ঠান নিয়ে তাদের সন্তুষ্টি জানিয়েছেন।

এডসন গোমেজের ক্ষেত্রে (@বারুলাকো) যিনি হুয়ান ক্রুজ সোয়ারেজের দেয়ার বক্তব্যের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন তার টুইটে (@মনোএসজি):

#SMdayPTY @monosg: “siempre ponganse del lado de las personas que los va a leer”

#এসেমডেপিটিওয়াই @ মনোসগ: “সবসময় যারা পড়ছে তাদের সাথে”

অথবা লিলানি গঞ্জালেজ (@লিলানি) এর কথাই ধরুন যিনি শিক্ষার একটা অংশের সারসংক্ষেপ করেছেন নিচের টুইট দিয়ে:

“La técnica está por encima de la plataforma. La creatividad está por encima de la tecnología.”

“প্লাটফর্মের উপরে প্রযুক্তির স্থান। সৃজনশীলতা প্রযুক্তির উপরে।“

অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ আমার হয়েছে আর আমি পুরোপুরি উৎসাহ আর চ্যালেঞ্জ নিয়ে ফিরে এসেছি। আমার ব্যক্তিগত ব্লগ কন্ট্রাপুন্তোতে এর অংশ বিশেষ আমি তুলে ধরেছি:

Tomando en cuenta que hoy en día manejar la red es un asunto vital me sentí muy orgulloso de ver cómo se levanta una nueva ola de jóvenes (y no tan jóvenes) interesados en hacer las cosas de una forma diferente, aprovechando el estar vivos en el 2011. Ya va siendo hora que nuestra presencia en el mundo virtual marque una diferencia para Panamá en el mundo real.

এটা হিসাবে রেখে যে আজকাল নেট বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি খুব গর্বিত হয়েছি দেখে তরুণদের নতুন একটা ধারা দেখে। (আর খুব তরুণ না এমনও) মানুষ যারা বিভিন্নভাবে জিনিষ করতে আগ্রহী, ২০১১তে জীবিত থাকতে সব কিছু চেষ্টা করছে। এখন সময় ভার্চুয়াল বিশ্বে আমাদের অস্তিত্বের আর আসল বিশ্বে পানামার জন্য আলাদা কিছু করার।

সিউদাদ দেল সাবের সাইট তাদের নিজেদের উপসংহারে পৌঁছেছে:

Es por eso que se acabó la era en que las grandes compañías hablan y la gente escucha; ahora la gente tiene su voz y es a través de las redes sociales donde se escuchará.

এই কারনে সেই যুগ যখন বড় কোম্পানিরা কথা বলত আর লোকে শুনত শেষ হয়েছে; এখন মানুষের কণ্ঠ আছে আর সামাজিক মিডিয়ার মাধ্যমে তাদের শোনা যায়।

উপসংহারে সামাজিক মিডিয়া পার্টি সব দিক থেকে সফল হয়েছে। আশা করা যাচ্ছে শিক্ষাগুলো প্রয়োগ করা হবে আর পানামাতে আমাদের আরো ভালো আর বেশী সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী পাওয়া যাবে। আর্গেনিস বোলিভার (@আর‌গেনিসবলিভার) এই অনুষ্ঠানের একজন বক্তা, অংশগ্রহনের পরে টুইট করেছেন:

http://ow.ly/i/dHom éxito total #SMDayPty, con quien tenemos q hablar para pedir el estadio nacional para el 2012? Gracias a todos!! #smday

http://ow.ly/i/dHom পুরোপুরি সফল #এসএমডেপিটিওয়াই, কার সাথে আমাদের কথা বলতে হবে ২০১২ এর জন্য জাতীয় স্টেডিয়াম পেতে হলে? ধন্যবাদ সকলকে! #এসএমডে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .