সিরিয়াঃ সরকারি ওয়েবসাইটে এ্যানোনিমাস নামক হ্যাকারদের হামলা

এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সিরিয়ার প্রধান প্রধান শহর সংক্রান্ত প্রতিটি সরকারি ওয়েবসাইট ( এই লিঙ্কটিতে এই সমস্ত সাইটের মিরর সাইট যুক্ত করা হয়েছে। মিরর সাইট হচ্ছে সেই সমস্ত সাইট যা প্রচণ্ড চাহিদা সম্পন্ন সাইটের একেবারে অবিকল সাইট হিসেবে তৈরি করা হয়, মূল সাইটের উপর চাপ কমানোর জন্য তা তৈরি করা হয়।) হ্যাক করে ফেলা হয়েছে। এ্যানোনিমাস নামক হ্যাকারগ্রুপ বা হ্যাকটিভিস্টরা তাদের অপারেশন সিরিয়া নামক কর্মকাণ্ডের অংশ হিসাবে এই ঘটনা ঘটালো। টুইটারে, নেট নাগরিকরা #অপসিরিয়া নামক হ্যাশট্যাগের অধীনে এর স্ক্রিন বা ছবি ধারণ করে তা একে অন্যের মাঝে বিনিময় এবং প্রদর্শন করছে।

এ্যানোনিমাস, সিরিয়ার সরকারি ওয়েবসাইটের মূল পাতা সরিয়ে, সেখানে সিরিয়ার একটি সক্রিয় (ইন্টারঅ্যাকটিভ) মানচিত্র স্থাপন করেছে। এই মানচিত্রে, মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে শাসকদের হাতে নিহত নাগরিকদের নাম, বয়স এবং তাদের মৃত্যুর তারিখ প্রদর্শিত হচ্ছে।

বাক স্বাধীনতা কর্মী জিলিয়ান ইয়র্ক সংবাদ প্রদান করছে:

@জিলিয়ানসিইয়র্ক:এ্যানোনিমাস নামক গ্রুপটি সিরিয়ার প্রধান প্রধান সব শহরের জন্য নির্মিত ওয়েবাসাইট সমূহ হ্যাক বা দখল করে ফেলেছে। তারা সিরিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা কৌশল প্রদান করেছে। http://homs-city.gov.sy/।

নাদের, যে নিজকে বৈরুতে বেড়ে ওঠা এক আরব হিসেবে বর্ণনা করেছে, সে উল্লেখ করছে:

@ডার্থনাদের: এ্যানোনিমাস দলের হ্যাক করে ফেলার কারনে সিরিয়ার প্রধান প্রধান শহরের জন্য নির্মিত সাইট সমূহ এখন আর কাজ করছে না।

এপ্রাউডসিরিয়ান আরো ব্যাখ্যা করছে:

@এপ্রাউডসিরিয়ান : কেন আসাদ খতম হয়ে গেছে তার ২,৩১৬ টি কারণ রয়েছে, #অপসিরিয়া। সরকারি ওয়েবসাইটে তারা একটি বার্তা রেখে গেছে। http://bit.ly/nZxLVc ,#এ্যানোনিমাস#অপসিরিয়া#সিরিয়া

A screen grab of the Tartous city defaced website

হামলায় মুছে যাওয়া তারতোস শহরের ওয়েবসাইটের বর্তমান চেহারার স্ক্রিনশট

২,৩১৬ সংখ্যাটি সিরিয়ার শাসকদের হাতে নিহতদের স্মরণে উল্লেখ করা হয়েছে। মার্চ মাসে আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হবার পর থেকে এ পর্যন্ত ২,৩১৬ জন সিরীয় নাগরিক নিহত হয়েছে। যখনই আপনি সিরিয়ার মানচিত্রের উপর মাউস নড়াবেন, তখনই নিহতদের নাম, বয়স এবং তাদের মৃত্যুর তারিখ সেখানে দৃশ্যমান হবে।

এই প্রবন্ধটি সিরিয় বিক্ষোভ ২০১১ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .