- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের কার্যকলাপের হালনাগাদ: অ্যাক্টিভিস্টদের সাথে পরিচিত হউন

বিষয়বস্তু: ওশেনিয়া, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, সাব সাহারান আফ্রিকা, অস্ট্রেলিয়া, উগান্ডা, কেনিয়া, গাম্বিয়া, তান্জানিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, নেপাল, বাংলাদেশ, ব্রাজিল, উন্নয়ন, খাদ্য, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রযুক্তি, যুবা, লিঙ্গ ও নারী, ঘোষণা

গ্লোবাল ভয়েসেস [1] এর ১০ জন ব্লগার (মেন্টর) গত এক মাস ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের [2] তরুণদের জন্য নেটওয়ার্ক ‘অ্যাক্টিভিস্টা [3]‘ এর নতুন ‘ব্লগার সোয়ার্ম [4]‘ প্রকল্পের দশটি ভিন্ন ভিন্ন দেশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের প্রশিক্ষণের বিষয় হচ্ছে ব্লগিং, নেটওয়ার্কিং ও অনলাইন সক্ষমতা বৃদ্ধি।

A group photo of the Blogger Swarm [4]

অ্যাক্টিভিস্টার ব্লগার সোয়ার্ম নামক কর্মশালার সদস্যরা (এখানে ছবিতে তাদের দেখা যাচ্ছে), যাদের প্রত্যেকের সাথে গ্লোবাল ভয়েসেস এর একজন ব্লগার (মেন্টর বা শিক্ষক হিসেবে) কাজ করবে

এর আগের পোস্টটিতে [5] আমরা সব অংশগ্রহণকারীদের পরিচয় দিয়েছি, এখন অ্যাক্টিভিস্টার ইউটিউব চ্যানেলের [6] মাধ্যমে আমরা আপনাদের এ ব্যাপারে জড়িত অ্যাক্টিভিস্টদের সম্পর্কে আরও জানাতে চাই। এখানে উগান্ডার কদিলি জানিয়েছে কেন সে একজন অ্যাক্টিভিস্ট হলো এবং সে জানিয়েছে ব্লগার সোয়ার্ম প্রকল্পটি নিয়ে তার প্রেরণা আর প্রত্যাশার কথা:

 

সোয়ার্মটিকে অনুসরণ করুন!

ব্লগার সোয়ার্ম প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ও জলবায়ুর বিষয় ন্যায়-বিচারের জন্য যে আলোচনা হচ্ছে তার অগ্রভাগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। এ ইস্যুর উপর ভিত্তি করে অ্যাক্টিভিস্টরা তাদের কাজ ও গবেষণা চালিয়ে যাচ্ছে।

গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের (মেন্টরদের) সাহায্যে তারা তাদের ব্লগিং দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ও তার পাশাপাশি ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারে আরও স্বচ্ছন্দ হচ্ছে এবং তারই মাধ্যমে তারা সহযোগিতামূলক কাজ ও অনলাইন নেটওয়ার্কিং এর কাজ করছে। এখানে তাদের সর্বশেষ ব্লগ পোস্টগুলোর একটি তালিকা দেয়া হলো:

সবসময় হালনাগাদ রাখতে আমাদের ব্লগার সোয়ার্ম ব্লগে [4] সাবস্ক্রাইব করুন, অথবা টুইটারে আমাদের মেন্টরস ও মেন্টিস লিস্টটি [17] অনুসরণ করুন।

এই উদ্যোগকে সমর্থনের জন্য ধন্যবাদ!