গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের কার্যকলাপের হালনাগাদ: অ্যাক্টিভিস্টদের সাথে পরিচিত হউন

গ্লোবাল ভয়েসেস এর ১০ জন ব্লগার (মেন্টর) গত এক মাস ধরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের তরুণদের জন্য নেটওয়ার্ক ‘অ্যাক্টিভিস্টা‘ এর নতুন ‘ব্লগার সোয়ার্ম‘ প্রকল্পের দশটি ভিন্ন ভিন্ন দেশের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের প্রশিক্ষণের বিষয় হচ্ছে ব্লগিং, নেটওয়ার্কিং ও অনলাইন সক্ষমতা বৃদ্ধি।

A group photo of the Blogger Swarm

অ্যাক্টিভিস্টার ব্লগার সোয়ার্ম নামক কর্মশালার সদস্যরা (এখানে ছবিতে তাদের দেখা যাচ্ছে), যাদের প্রত্যেকের সাথে গ্লোবাল ভয়েসেস এর একজন ব্লগার (মেন্টর বা শিক্ষক হিসেবে) কাজ করবে

এর আগের পোস্টটিতে আমরা সব অংশগ্রহণকারীদের পরিচয় দিয়েছি, এখন অ্যাক্টিভিস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এ ব্যাপারে জড়িত অ্যাক্টিভিস্টদের সম্পর্কে আরও জানাতে চাই। এখানে উগান্ডার কদিলি জানিয়েছে কেন সে একজন অ্যাক্টিভিস্ট হলো এবং সে জানিয়েছে ব্লগার সোয়ার্ম প্রকল্পটি নিয়ে তার প্রেরণা আর প্রত্যাশার কথা:

 

সোয়ার্মটিকে অনুসরণ করুন!

ব্লগার সোয়ার্ম প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে খাদ্য ও জলবায়ুর বিষয় ন্যায়-বিচারের জন্য যে আলোচনা হচ্ছে তার অগ্রভাগে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। এ ইস্যুর উপর ভিত্তি করে অ্যাক্টিভিস্টরা তাদের কাজ ও গবেষণা চালিয়ে যাচ্ছে।

গ্লোবাল ভয়েসেস এর প্রশিক্ষকদের (মেন্টরদের) সাহায্যে তারা তাদের ব্লগিং দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ও তার পাশাপাশি ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহারে আরও স্বচ্ছন্দ হচ্ছে এবং তারই মাধ্যমে তারা সহযোগিতামূলক কাজ ও অনলাইন নেটওয়ার্কিং এর কাজ করছে। এখানে তাদের সর্বশেষ ব্লগ পোস্টগুলোর একটি তালিকা দেয়া হলো:

সবসময় হালনাগাদ রাখতে আমাদের ব্লগার সোয়ার্ম ব্লগে সাবস্ক্রাইব করুন, অথবা টুইটারে আমাদের মেন্টরস ও মেন্টিস লিস্টটি অনুসরণ করুন।

এই উদ্যোগকে সমর্থনের জন্য ধন্যবাদ!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .