- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মেসিডোনিয়া: অভ্যন্তরীন জাতিগত দাঙ্গায় অংশগ্রহণকারীদের কারাভোগ থেকে অব্যাহতি

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, ম্যাসেডোনিয়া, আইন, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

২০১১ এর ফেব্রুয়ারিতে স্কপিয়ে (কেল [1]) দূর্গে সংঘটিত সহিংস জাতিগত দাঙ্গায় [2] অংশগ্রহণকারী হিসেবে যাদেরকে চিহ্নিত ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদেরকে এক গোপন বিচারে অব্যাহতি দেয়া হয়েছে।

শত শত তরুণ ও মধ্যবয়সী এক ভয়াবহ রাতে এই ধ্বংসাত্মক গৃহযুদ্ধে অংশ নিয়েছিল যা মেসিডোনিয়ার জোট সরকারের অধীনে একটি গির্জা সদৃশ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আলবেনিয়ান সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয়েছিল।

স্কপিয়ে দূর্গ কেল, ইয়েমক থেকে সংগৃহীত, উইকিপিডিয়া [3]

স্কপিয়ে দূর্গ কেল, ইয়েমক থেকে সংগৃহীত, উইকিপিডিয়া (উন্মুক্ত ডোমেইন)

গত ২২শে আগস্ট কর্তৃপক্ষ একটি বিচারের ঘোষণা করে এবং চার মাস অনুসন্ধানের পর সরকারি অভিশংসন কার্যালয়ে ৫১ জনের বিরুদ্ধে দাঙ্গা ও পুলিশি কাজে বাধা প্রদানের জন্য অভিযোগপত্র আদালতে পাঠানো হয়। এটি একটি জবানবন্দির ভিত্তিতে প্লাস ইনফোর [4] [মেসিডোনিয়ান ভাষায়] মত কিছু মাধ্যম দ্বারা প্রচারিত হয়। ইউত্রিনস্কি ভেসনিকের [5] [মেসিডোনিয়ান ভাষায়] তথ্য অনুসারে মূল আদালত স্কপিয়ে ১, মুখপাত্রের বিচারক ভ্লাদিমির তুফেগজিকের মতামত অনুসারে নিশ্চিত করা হয়।

এমনকি সরকারি ডিইউই [6]ভিএমআর-ডিপিএমএনই [7] -এর উচ্চপদস্থ কর্মকর্তাদের একাংশ যাদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঐ ঘটনায় অংশ নিয়েছেন, তারপরও শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আরতান গ্রুবি (আরো তথ্য গ্লোবাল ভয়েসেসের সাম্প্রতিক পোস্টগুলোতে [8]) মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এসেছেন যিনি জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ডিইউই এর মনোনয়ন পেয়েছেন।

২৪শে আগস্ট, আদালত মিডিয়ার [9] [মেসিডোনিয়ান ভাষায়] মাধ্যমে ঘোষণা দেয় যে, ১৭ আগস্টে ইতোমধ্যে একটি সিদ্ধান্ত হয়ে গেছে, ঐ দিন অভিশংসক প্রমাণপত্র জমা দেন এবং একটি বিচারের ঘোষণা দেন। আদালত জনসম্মুখে বিচার না করার এবং প্রাপ্তবয়স্কদের ৩ মাস কারাদন্ড দেয়ার সিদ্ধান্ত নেন। ছয় সন্দেহভাজন কিশোরের জন্য আলাদা বিচার হবে। এই বিচারের অর্থ হল, আগামী দুই বছরে তারা কোন গুরুতর অপরাধ না করা পর্যন্ত তাদেরকে কারাগারে যেতে হবে না।

একটি এই আইনের মাধ্যমে ছয় দিনের মধ্যে একটি অভিযোগ দায়েরের সম্ভাবনা দেখা দিয়েছে যা জনসাধারণের অজ্ঞাত ছিল। এই সিদ্ধান্তটি সাত দিন পরে জনসাধারণকে জানানো হয়। এর সাথে জানানো হয় যে, কোন অভিযোগই আনীত হয় নি।

এমনকি এ ধরণের সমাধান আইনত স্বীকৃত হলেও, প্রকৃতপক্ষে, গণসচেতনতার অভাবে এবং সঠিক সমাপ্তি ও সরকারি কর প্রদানের জন্য মেসিডোনিয়ান জনগণ উচ্চবাচ্য করে নি। এই ছুটিতে সময়ের সঠিক ব্যবহার ও অধিকাংশ বাণিজ্যিক মাধ্যমের আত্মতুষ্টি নিশ্চিত করে যে, একই মতাদর্শের রাজনৈতিক দলগুলোর সমালোচকগণ বিচারবিভাগের উপর প্রভাব বিস্তার করেছেন, উদাহরণস্বরূপ, ইউত্রিনস্কি ভেসনিক পরিচালিত দি ওয়ান [10] [মেসিডোনিয়ান ভাষায়] – এ সাংবাদিক জর্ডানা ডুভজাক এ বিষয়ে চুপ থেকেছেন। তিনি দেখিয়েছেন যে, এই ঘটনা চারজন নিরীহ পথচারী ও দুইজন পথচারী ও দুইজন পুলিশের শারীরিক ক্ষতিসাধন করেছে যাদের এই সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ হয় নি।

ব্লগার নিউট্রালেকের (নিষ্ক্রিয়) মত খুব কম লোকই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে এই উন্নয়ন ও ঘৃণ্য বক্তৃতা [8] যেগুলো ঐ সময়ে মাধ্যমগুলোতে প্রচারিত হলে আসন্ন নির্বাচনের পূর্বে দেশপ্রেমের অভিনেতাদের সম্পর্কে জানা যেত, সে সম্পর্কে নির্দেশ করেছেন: [11] [মেসিডোনিয়ান ভাষায়]

ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্তকে কলঙ্কজনক মনে করি, কারণ, গোস সলিউনস্কি (ফেসবুকে) হিসেবে পরিচিত মূল পরিকল্পনাকারী অথবা কেলে সংঘটিত ঘটনার মূল প্রচারক সাশা পেতকোভস্কিকে (গ্রীক সামরিক শ্লোগানের [মেসিডোনিয়ান ও আলবেনিয়ান] বিরুদ্ধে প্রতিবাদের উদ্যোক্তা ছিলেন), যিনি ঐ ঘটনার ১৫ দিন পরে পুলিশের অনুমতি সাপেক্ষে স্কপিয়েতে অংশ নিয়েছিলেন, তাদেরকে খোঁজার কোন উদ্যোগই ছিল না। আলবেনিয়ার নাগরিকরা এই খবর প্রকাশের পর পরই পুলিশের অনুমতির অপেক্ষায় না থেকে বা কোন নির্দেশকের নির্দেশনায় না থেকে বিক্ষোভ করেছে। মনে হয় সে জন্যই আলবেনিয়া আমাদের চেয়ে এগিয়ে।

আমি এখনো মনে করি, কেলের ঘটনা দুই ক্ষমতাসীন দলের ক্ষমতার পরিমাপের জন্য সম্পাদিত।

দূর্গটি জনসাধারণের জন্য এখন বন্ধ [12] [mk] করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের একটি সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, বিনা বিচারের খবর প্রকাশের সাথে সাথে ঐ এলাকায় নতুন ভবন [13] [মেসিডোনিয়ান ভাষায়] এবং এর সাথে ঐ এলাকায় অবস্থিত গির্জা সদৃশ জাদুঘর, [14] [মেসিডোনিয়ান ভাষায়]: অটোমান মিনার ও একটি প্রাগৈতিহাসিক বাড়ি পুনর্নির্মাণ করা হবে যা বহুজাতিক দর্শনীয় স্থানে পরিণত হবে।