- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

স্বচ্ছতার জন্য প্রযুক্তি: চূড়ান্ত প্রতিবেদন

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, ইউক্রেইন, ইজরায়েল, ইন্দোনেশিয়া, উগান্ডা, কলম্বিয়া, কিরগিজস্তান, কুয়েত, কেনিয়া, কোস্টা রিকা, ক্যাম্বোডিয়া, ক্রোয়েশিয়া, গুয়াতেমালা, ঘানা, চিলি, চীন, চেক রিপাব্লিক, জর্ডান, জিম্বাবুয়ে, তান্জানিয়া, তিউনিশিয়া, থাইল্যান্ড, পানামা, পুয়ের্টো রিকো (us), পূর্ব তিমুর, পেরু, পোল্যান্ড, প্যারাগুয়ে, ফিলিপাইনস, বাংলাদেশ, বুরুন্ডি, ব্রাজিল, ভারত, ভেনেজুয়েলা, মরোক্কো, মালয়েশিয়া, মেক্সিকো, রাশিয়া, রুয়ান্ডা, লাইবেরিয়া, লেবানন, শ্রীলন্কা, সিঙ্গাপুর, সুদান, স্লোভাকিয়া, হং কং (চীন), হাঙ্গেরি, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, সরকার, টেকনলজি ফর ট্রান্সপারেন্সী নেটওয়ার্ক

টেকনলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক (স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি) [1] গর্বের সাথে জানাচ্ছে যে তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন ‘স্বচ্ছতা ও [2]দায়বদ্ধতার [2] জন্য প্রযুক্তির বৈশ্বিক নকশা [2]‘ প্রকাশ করেছে।

এই প্রতিবেদনটি প্রকাশ করেছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগ [3] (@টিএইনিশিয়েটিভ [4])। এর সাথে তারা প্রায় এক ডজনের মতো আন্তর্জাতিক স্বচ্ছতা আন্দোলনের উপর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন গুলিতে তিনটি মূল গবেষণা ক্ষেত্রের উপর আলোকপাত করা হয়েছে- প্রভাব থেকে শিক্ষা [5], নতুন প্রযুক্তিসমূহ [6]প্রবর্তিত নীতিসমূহ [7]

আমাদের কাজে সহায়তা করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ স্বচ্ছতা ও দায়বদ্ধতা উদ্যোগকে, আমাদের চমৎকার গবেষক দলকে [8] এবং ডেভিড সাসাকিকে, যিনি স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি আরম্ভ করেছেন এবং এর প্রারম্ভিক পর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন [9], যা এই প্রতিবেদনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

প্রতিবেদন প্রাপ্তি

[2]

নির্বাহী পর্যায়ের সংক্ষিপ্ত বিবরণ

এই প্রতিবেদনটিতে ১০০ এর বেশি প্রকল্পের মূল ফলাফলের পর্যালোচনা এবং মধ্য ও পূর্ব ইউরোপ, পূর্ব এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সাব-সাহারান আফ্রিকার ডজন ডজন প্রয়োগকারীর সাক্ষাৎকার যোগ করা হয়েছে যারা স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির উপায় হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহার করেন। এই বিবরণটি স্বচ্ছতা ও দায়বদ্ধতা আন্দোলনের বর্তমান পর্যায় সম্পর্কে ধারণা দেয় এবং এর প্রভাব মাপার জন্য উদ্দীপক সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ পূর্বাভাস ও প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেয়।

স্বচ্ছতা ও দায়বদ্ধতা যারা অনুশীলন করেন তাদের জন্য উদীয়মান প্রযুক্তি সমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার কার্যকর কাঠামোতে নিয়ে আসার জন্য অন্তত চারটি উপায়ের প্রয়োজন:

অন্যান্য ফলাফল

আমরা যে প্রকল্পের উপর কাজ করেছি তার বেশিরভাগই সরকারের [11] নির্বাহী [12] অথবা বিধানিক [13] শাখার উপর। অল্প সংখ্যক প্রকল্প বিচারিক শাখা [14], গণমাধ্যম [15], বেসরকারি খাত [16]দাতাদের [17] উপর আলোকপাত করেছে।

প্রায় অর্ধেক প্রকল্প নির্বাচন পর্যবেক্ষণের [18] উপর আলোকপাত করছে। যদিও অনেকেই এক্ষেত্রে উশাহিদি [19] ব্যবহার করছে, অনেকে নিজেরা নিজেদের উপায়ে অগ্রসর হয়েছে যেমন অনেকে বিভিন্ন সুত্র হতে প্রাপ্ত নির্বাচন বিষয়ক খবরের সমষ্টি একটি সাইটে প্রবেশ করিয়েছে এবং গুগল ম্যাপস [20]এ নির্বাচন নিয়ে সরকারী প্রতিবেদনগুলি চিহ্নিত করছে।

একাধিক প্রকল্প বিভিন্ন অঞ্চলের আইনসভার স্বচ্ছতা [13] উপর আলোকপাত করেছে। এক্ষেত্রে তারা প্রত্যেক প্রতিনিধির বিধানিক বিল অনুসরণ করেছে এবং প্রত্যেক প্রতিনিধির পরিলেখ বানিয়েছে যেখানে তাদের জীবনবৃত্তান্ত ও ভোটের নথি যোগ করেছে। অনেকে রাজনৈতিক দলগুলিরও পরিলেখ তৈরি অথবা বিধানিক খরচের নথি তৈরি করেছে।

আমরা অর্ধেকেরও বেশি যে প্রকল্পগুলি [21] নথিভুক্ত করেছি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ভিজ্যুয়ালাইজেশন ও নেভিগেশন যন্ত্র, এছাড়াও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের [22] বিভিন্ন উপায়। প্রায় এক-তৃতীয়াংশ প্রকল্প বাস্তবায়নে কোনও না কোনোভাবে মুঠোফোনের [23] ব্যবহার হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তা টেক্সট মেসেজিং সুবিধা ব্যবহার করে নাগরিকদের তথ্য প্রদান বা তথ্য গ্রহণের মাধ্যমে।

পরবর্তীতে কি?

স্বচ্ছ নেটওয়ার্কের জন্য প্রযুক্তি ওয়েবসাইট [1] খোলা থাকবে এমন একটি সাইট হিসেবে যেখানে আমরা প্রকল্প, যন্ত্রপাতি ও নতুন ধারণা সকলের সাথে ভাগ করতে পারবো, সফল উদ্যোগগুলোর আসর হিসেবে ব্যবহার করতে পারবো এবং যারা অন্যের কাজ দেখে শিখতে চায় তাদের উপকার করতে পারবো। আপনি আমাদের মেইলিং লিস্টের [24] গ্রাহক করতে পারেন, অনলাইনে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ প্রবন্ধ [25] পড়তে পারেন কিংবা অবদান রাখতে পারেন। এবং আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন (@টেকট্রান্সপারেন্ট [26]) এবং ফেসবুকে [27] লাইক করতে পারেন। এ ক্ষেত্রটি কেবল উদিত হওয়া শুরু হয়েছে, এবং আমরা সহযোগিতা ও সীমান্ত পেরিয়ে যোগাযোগের মাধ্যমে এ বৈশ্বিক প্রচেষ্টাকে সযত্নে লালন করতে চাই।