গল্পগুলো মাস 21 সেপ্টেম্বর 2011
কসোভো, সার্বিয়া: কসোভোর প্রধানমন্ত্রী মানব অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগে অভিযুক্ত হলেন
কসোভো নেতৃত্বের যুদ্ধকালীন সময়ে মানব অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের সাথে জড়িত থাকার তথাকথিত অভিযোগ প্রথম হয়েছিল ২০০৮ সালে- এবং এখন সেটা পুনরায় উঠে এসেছে, ইউরোপীয় পার্লামেন্টারি এসেম্বলি কাউন্সিল এর অনুসন্ধানকারীর প্রতিবেদনে। সিনিসা বলজানভিচ অতীত ও বর্তমানে কিছু নেট-নাগরিকদের প্রতিক্রিয়া অনুবাদ করেছেন।