- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পানামা: উইকিলিকস পানামা সরকারের দুর্নীতি উন্মোচন করল

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, পানামা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, রাজনীতি

এ পোস্টটি হচ্ছে আমাদের বিশেষ কাভারেজ উইকিলিকস ও বিশ্ব [1] এর অংশবিশেষ।

উইকিলিকস এ ধারাবাহিকভাবে প্রকাশিত কুটনৈতিক তারবার্তা গুলি বিশ্ব রাজনীতিতে ঝড় তুলেছে। পানামাও এর ব্যতিক্রম নয়। গত কয়েক সপ্তাহে বর্তমান প্রশাসনের কিছু সদস্যের কলঙ্কজনক কাজ ও সন্দেহজনক আচরণ প্রকাশিত হয়েছে। বিশেষ করে একটি তারবার্তার মাধ্যমে কলম্বিয়ান মাদক ব্যবসায়ী ডেভিড মার্সিয়ার সাথে বর্তমান সরকার ডেমোক্রেটিক চেঞ্জ [2] (সি.ডি.) এর সম্পর্ক প্রকাশিত হওয়ায় তা পানামাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

লা প্রেসনা [3] [3] জানায়:

Investigaciones llevadas a cabo por este diario, así como información contenida en cables de Wikileaks entregados a La Prensa, revelan una serie de hechos que vinculan a altos cargos de la actual administración, con el colombiano convicto David Murcia Guzmán o su socio local Ernesto Chong Coronado.

এ বিবরণী দ্বারা সম্পন্ন অনুসন্ধান এবং লা-প্রেসনা কাগজে প্রকাশিত উইকিলিকস তারবার্তা থেকে প্রাপ্ত তথ্য এটিই প্রমাণ করে যে প্রশাসনের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার সাথে কলম্বিয়ান অপরাধী ডেভিড মার্সিয়া গুজমান ও তার পানামা অঞ্চলের সহযোগী আর্নেস্তো চং করোনাডো এর সাথে সম্পর্ক আছে।

আসিও আর্বানো ই দমিচিলিয়ারিও এর প্রধান এনরিকে হো হার্নান্দেজ স্পষ্টতই কলম্বিয়ান সরকার হতে ঘুষ গ্রহণ করেছে। লা প্রেসনা জানায়:

Ho, quien en las elecciones de mayo de 2009 manejó las finanzas de la campaña del hoy presidente, Ricardo Martinelli –según declaró ayer a este diario Alma Cortés–, fue citado en una asistencia judicial que pidió a Panamá un juzgado del Principado de Andorra, por presunto blanqueo de capitales, en el que se vinculaba a Chong Coronado y a su padre Ernesto Chong De León.

হো বর্তমান প্রেসিডেন্ট রিকার্ডো মার্তিনেল্লি এর ২০০৯ সালে মে মাসের নির্বাচনে তহবিল উত্তোলনের দায়িত্বে ছিলেন। আলমা কোর্তেজের ভাষ্যমতে, চং করোনাডো ও তার পিতা আর্নেস্তো চং দি লিয়নকে আ্যান্ডোরা রাজ্যের আদালত পানামা সরকারের মাধ্যমে অনুমিত টাকা লন্ডারিং এর অপরাধে ডেকে পাঠিয়েছে।

এ বিষয় পানামীয় জনতার ক্ষোভ বিভিন্ন উপায় প্রকাশ পেয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

[4]মেইয়ান আ্যাডামস মোরালেস (@মেইয়ানআ্যাডামস [5]) মনে করেন যে এই তথ্য প্রেসিডেন্ট মার্তিনেল্লি ও তার প্রশাসনের গূঢ় ভূমিকা প্রকাশ করে দিয়েছে:

Los #WikiLeaks han desenmascarado al gobierno de @rmartinelli #Panama. La verdad ha de prevalecer ante la mentira

#উইকিলিকস্ #আরমার্তিনেল্লি #পানামা এর সরকারের মুখোশ খুলে দিয়েছে। মিথ্যার উপরে সর্বদা সত্যের জয় হয়!

কিন্তু রিকার্ডো জানেত্তি (@রিকার্ডোজানেত্তি [6]) মনে করেন যে মার্সিয়ার মতো লোকের ব্যবসা ছলনা নয়, টাকা লন্ডারিং, এটা বিশ্বাস করা শক্ত:

Quien le va a creer a un tipo que su ‘negocio’ era MENTIRLE A LO PANAMEÑOS? #Panama #Murcia #Martinelli

কে সেই মানুষকে বিশ্বাস করবে যার একমাত্র কাজই ছিল পানামাবাসীদের সাথে শঠতা করা? #পানামা #মার্সিয়া #মার্তিনেল্লি

অন্যদিকে ডিয়েগো বারিয়া (@ডিয়েগোঅরলান্ডবি [7]) মনে করেন যে উইকিলিকস এর তারবার্তা সত্যি নয়:

#panama [8] los wikileaks es un grupo de cobardes que los ambiciosos medios utilizan para subir sus ratings! Deberian hacer las acusaciones.

#পানামা [8] উইকিলিকস এর ভিতর কিছু কাপুরুষ লোক আছে, ভালো রেটিং পাওয়ার জন্য অর্থলিপ্সু মিডিয়া যাদেরকে ব্যবহার করে! তাদের সরাসরি আদালতে অভিযোগ করা উচিত।

প্রেসিডেন্ট রিকার্ডো মার্তিনেল্লি তার (@আরমার্তিনেল্লি [9]) ব্যবহার করে জাহির করেছেন যে, প্রত্যেকটি দুঃখজনক ঘটনায় তাকে দোষারোপ করাটা আসলে একটি বড় ষড়যন্ত্রের অংশবিশেষ।

Esta es una campana sistemática para desacreditar al cd más la gente cercana al presidente y acusarlos de todos los males del universo

প্রত্যেকটি দুঃখজনক ঘটনায় সি.ডি ও প্রেসিডেন্টের কাছের লোকদের দোষারোপ করাটা হচ্ছে তাদের সুনাম নষ্ট করার অপচেষ্টার লক্ষ্য।

তিনি এছাড়াও তার আগের টুইটটিতে [10] এ অপচেষ্টাটি ক্ষমতার লোভে পাগল লোকদের মস্তিষ্কপ্রসূত বলে মন্তব্য করেন:

Hay una campaña orquestada para acabar con la credibilidad del gobierno. Ellos quieren el poder para olvidarse del pueblo por sus intereses

এটি একটি প্রচারণা যা সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্টের লক্ষ্যে করা হচ্ছে। তারা ক্ষমতা চায় যাতে তারা জনগনের স্বার্থ ভুলে যেতে পারে।

হোয়াও কিউ তার ব্লগ মেদিও সেরাদোতে [11] প্রেসিডেন্ট এর উপর ক্ষোভ প্রকাশ করেছেন কারণ তিনি তার নিজের ভুলের দায়িত্ব না নিয়ে অন্যের উপর তা চাপানোর চেষ্টা করছেন:

ya sabemos que Martinelli cada vez que puede arremete contra la izquierda (que casi ni existe en Panamá), contra el PRD (que está manga por hombro de la juventud para arriba, y para abajo también) y contra los medios (que mal que bien hacen su trabajo), pero bueno, como dice Manuel Vázquez Montalbán [12]: Lo peor para un paranoico es que en verdad lo persigan.

আমরা এর মধ্যেই জানি যে, যখনি মার্তিনেল্লির দোষ চাপানোর প্রয়োজন হয়, তিনি দোষ চাপান বামপন্থীদের উপর- যারা পানামায় অদৃশ্য এক দলবিশেষ, পি.আর.ডি এর উপর (যা এরই মাঝে তরুণ জনগোষ্ঠির উপর প্রভাব ফেলতে শুরু করেছে) এবং মিডিয়ার উপর (যারা প্রতিকুল পরিবেশ থাকা সত্বেও নিজেদের কাজ ঠিকমত করে থাকে), ঠিক যেভাবে মানুয়েল ভাসকেজ মনতালবান বলেছেন [12] – “বাস্তব দ্বারা তাড়া খাওয়া একজন ভ্রমগ্রস্থ ব্যক্তির সর্বনিকৃষ্ট অবস্থা”।

উইকিলিকস এ প্রকাশিত তারবার্তাগুলি পানামাকে নাড়িয়ে দিয়ে গেছে, বহু রাজনীতিকদের দুশ্চরিত্র উন্মোচিত হয়েছে এবং মানুষ এর জবাব ও ন্যায়বিচার দেখতে প্রবলভাবে আকাঙ্খী।

এ পোস্টটি হচ্ছে আমাদের বিশেষ কাভারেজ উইকিলিকস ও বিশ্ব [1] এর অংশবিশেষ।