এই প্রবন্ধটি তিউনিশিয়া বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
স্বৈরশাসক বেন আলীর পতনের আট মাস পার হয়ে গেছে, কিন্তু তারপরেও তিউনিশিয়ার পুলিশ এখনো মানবাধিকারের প্রতি তাদের নির্মমতা এবং সহিংসতা প্রদর্শন বন্ধ করেনি।
বুধবারে, তিউনিশিয়ার ব্লগার আজইয়াজ আমামইয়াকে (@আজইইয়োজ) পুলিশ গ্রেফতার এবং প্রহার করে, আর এর কারণ ছিল সে এক পুলিশ স্টেশনের কাছে কলা নিয়ে একটা কৌতুক বলেছিল। সেদিনই তাকে ছেড়ে দেওয়া হয়।
কেউ জানে না আমামইয়ার কৌতুকটি কি ছিল, কিন্তু মনে হচ্ছে তা পুলিশ কর্মকর্তাকে উত্তেজিত করে তোলে। গত সপ্তাহে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বেজিই চিয়াদ সেবসি জাতীর উদ্দেশ্য ভাষণ দেন। এই ভাষণে তিনি বলেন যে “ দেশের জাতীয় প্রহরীদের শতকরা ৯৭ শতাংশ উত্তম, বাকীরা হচ্ছে বানর। এই মন্তব্য পুলিশ বাহিনীতে ক্ষোভের সঞ্চার করে, তারা দাবী করে এই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।
এই বিষয়টি হয়ত ব্যাখ্যা করতে পারে, কেন পুলিশ আমইয়ায়মের কৌতুকে নির্মম প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।
লিলিওপাট্রা সংবাদ প্রাদন করছে:
Cet après midi, 14 septembre 2011, soit 8 mois après la fuite du dictateur ben ali, la police continue à agir comme des voyous :Le militant Aziz Amami alias @Azyyoz a été arreté par la police parce qu'il aurait sorti une voyous sur les bananes devant un poste de police.Il a été emmené au poste de police rue Yougoslavie et il a été violemment tabassé.
Rappel: Aucune loi en Tunisie n'autorise la police à tabasser-violenter ou même insulter un citoyen même s'il est CRIMINEL. Merci de noter toute atteinte aux droits de l'homme de la part de la police hors la loi.
১৪ সেপ্টেম্বের বিকেলে, বেন আল পালিয়ে যাবার ৮ মাস পরেও, এখনো পুলিশ এক গুণ্ডার ভুমিকা পালন করে যাচ্ছে। পুলিশ থানার সামনে কলা নিয়ে কৌতুক করার কারনে বিপ্লবী আজইয়াজ আমামইয়াকে (@আজইয়োজ) গ্রেফতার করা হয়। তাকে থানায় (যুগোশ্লাভিয়া সড়কের) নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্মমভাবে পেটানো হয়।
বিশেষ তথ্য: তিউনিশিয়ায় এমন কোন আইন নেই, যার ফলে নাগরিক এবং এমনকি কোন অপরাধীকে পুলিশ প্রহার বা এমনকি অপমান করতে পারে। পুলিশ যে সমস্ত বিষয়ে মানবাধিকার লঙ্ঘন করছে এবং যে সব ঘটনায় তারা আইন অনুসারে কাজ করছে না, দয়া করে সে সব তথ্যের রেকর্ড রাখুন।
আমামইয়ার প্রতি এই আঘাতের ঘটনায় নেট নাগরিকরা ক্ষুব্ধ, তারা আরো একবার স্মরণ করিয়ে দেন যে প্রাক্তন রাষ্ট্রপতি পালিয়ে গেলেও বাক স্বাধীনতার জন্য যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি।
এই ঘটনার উপর আসা টুইটারের কিছু প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হল:
@slim404:Azyz @azyyoz vient de m'appeler. il est arrêté au poste de police rue Yougoslavie. Je vais le voir.
@slim404 Les policiers disent qu'ils ont relâché @azyyoz . Son téléphone est occupé.
@FaresAzzabi D'après des pages fb @azyyoz est arrêté pour avoir sorti une blague sur les bananes devant un policier! Qui confirme? @Zinga_ @Slim404
@Beheeddine: j'espère que @azyyoz portera plainte contre ses agresseurs .. blague ou pas .. ils n'ont pas le droit de le toucher .. #Tunisie
@slim404: Je viensd'avoir @azyyoz au tel. Il a ete relâché. Il s'est fait tabasse. Il va porter plainte.
@MiDovSkyTN: Solidaire avec @Azyyoz
@emnamejri: j'aimerai savoir nokta eli 9alha @Azyyoz 3al banane
আমামইয়া নামক ব্লগারের প্রতি একাত্মতা প্রদর্শন করে ইনসানে একটি কবিতা [আরবী ভাষায়] তার প্রতি উৎসর্গ করেছে। এখানে কবিতার সারাংশ প্রদান করা হল:
فيق يا عون يا ضابط يا رفيق ، فيق يا مدير : يا حسرة على زمان التغيير ، تضرب عزيز ينبتلك ألف عزيز ، أحنا اليوم نقرروا المصير قدّاش من عزيز وقدّاش من ثورة تلزمك باش تولي إنسان ؟
!
এই প্রবন্ধটি তিউনিশিয়া বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।