৫ই সেপ্টেম্বর ২০১১, সোমবার, তারিখে ক্ষমতা আরোহণের পর থেকে নিজস্ব “অর্জনের” বিষয়াবলি উপস্থাপনের জন্য মরোক্কো সরকার একটি প্রচারণার শুরু করেছে। এর জন্য পোস্টার তৈরি করা হয়েছে এবং বাছবিচারহীন ভাবে সবাইকে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। এতে রক্ষণশীল এম আব্বাস এল ফাসি সরকারের ক্ষমতায় আরোহণের চার বছর পর তাঁর সরকারের “অর্জিত সাফল্যের” প্রশংসা করা হয়।
মাকাসিব.মা ( মাকাসিব মানে অর্জন), একটি ওয়েব সাইট যা, এই প্রচারণার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটি সংসদ নির্বাচনের মাত্র দুই মাস আগে ইন্টারনেটে দৃশ্যমান হল। ২৫ নভেম্বর, ২০১১-এ এই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। সরকারে দাবীকে পরিহাস করার জন্য মরোক্কোর টুইটার ব্যবহারকারীরা এই প্লাটফর্ম ব্যবহার করেছে।
ব্লগার ফেরইয়াতেলিখেছে [আরবী ভাষায়]:
খানিকটা হাস্যরস এবং যথেষ্ট বিদ্রুপ মিশিয়ে মরোক্কোর টুইটার ব্যবহারকারীর #মাকাসিব নামের একটি হ্যাশট্যাগ এর জন্য উৎসর্গ করেছে। এতে সরকার যে সব সাফল্যের দাবী করেছে, সেই বিষয়ে বিদ্রুপ করা হয়েছে। তারা সে সব টুইট করেছে নীচে তাঁর কিছু নমুনা প্রদান করা হল:
ওমর এল হাইওয়ানি (@ও_এল হাইওয়ানি):
@ও_এল হাইওয়ানি : ” যদি আপানরা তাদের আস্থা অর্জন করতে না পারেন, তাহলে তাদের বিভ্রান্ত করুন” #মাকাসিব
ইয়াসসিন (@ইয়াস্টচ):
আদিল আমুরি (@আদিল আমুরি):
@AdilAmouri: En consultant #Makassib .ma, j'allais presque croire qu'on a plus de problèmes au Maroc !
নাওফেল (@ নাওফেল):
@nawfal: Ce qui est intéressant dans #makassib c'est que le web s'impose définitivement comme canal officiel de com au Maroc.Ça c'est un vrai makssab
সানা গুয়েসাউস (@এস গুয়েসাউস) এক গণতন্ত্রপন্থী একটিভিস্ট তরুণীর তৈরি ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে সে আগামী রোববার জীবনযাত্রার মান নিয়ে এক বিক্ষোভের আহ্বান জানাচ্ছে। সে টুইট করেছে:
@sguessous: Et pan dans ta face, #Makassib !
ভিডিওটি এখানে তুলে ধরা হল: