মরোক্কো: টুইটার নামক বিরোধী দল

৫ই সেপ্টেম্বর ২০১১, সোমবার, তারিখে ক্ষমতা আরোহণের পর থেকে নিজস্ব “অর্জনের” বিষয়াবলি উপস্থাপনের জন্য মরোক্কো সরকার একটি প্রচারণার শুরু করেছে। এর জন্য পোস্টার তৈরি করা হয়েছে এবং বাছবিচারহীন ভাবে সবাইকে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। এতে রক্ষণশীল এম আব্বাস এল ফাসি সরকারের ক্ষমতায় আরোহণের চার বছর পর তাঁর সরকারের “অর্জিত সাফল্যের” প্রশংসা করা হয়।

মাকাসিব.মা ( মাকাসিব মানে অর্জন), একটি ওয়েব সাইট যা, এই প্রচারণার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটি সংসদ নির্বাচনের মাত্র দুই মাস আগে ইন্টারনেটে দৃশ্যমান হল। ২৫ নভেম্বর, ২০১১-এ এই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। সরকারে দাবীকে পরিহাস করার জন্য মরোক্কোর টুইটার ব্যবহারকারীরা এই প্লাটফর্ম ব্যবহার করেছে।

ব্লগার ফেরইয়াতেলিখেছে [আরবী ভাষায়]:

«لقد أصبح التويتو ما» -أي مستعملو التويتر المغاربة- هو الحزب المعارض الأول للحكومة» […] زوار هذا الموقع الاجتماعي، شنوا هجوما شرسا على الحملة التي أطلقتها الحكومة مؤخرا لتعداد إنجازاتها.
” মরোক্কোর টুইটার জগৎ এক সরকার বিরোধী দলে পরিণত হয়েছে। সরকার যে তার তথাকথিত অর্জনের বিষয়াবলী প্রদর্শনের জন্য যে প্রচারণার উদ্যোগ নিয়েছে, টুইটার ব্যবহারকারীরা তাঁর বিরুদ্ধে এক ঝটিকা আক্রমণ চালিয়েছে।

খানিকটা হাস্যরস এবং যথেষ্ট বিদ্রুপ মিশিয়ে মরোক্কোর টুইটার ব্যবহারকারীর #মাকাসিব নামের একটি হ্যাশট্যাগ এর জন্য উৎসর্গ করেছে। এতে সরকার যে সব সাফল্যের দাবী করেছে, সেই বিষয়ে বিদ্রুপ করা হয়েছে। তারা সে সব টুইট করেছে নীচে তাঁর কিছু নমুনা প্রদান করা হল:

ওমর এল হাইওয়ানি (@ও_এল হাইওয়ানি):

@ও_এল হাইওয়ানি : ” যদি আপানরা তাদের আস্থা অর্জন করতে না পারেন, তাহলে তাদের বিভ্রান্ত করুন” #মাকাসিব

ইয়াসসিন (@ইয়াস্টচ):

@yastoch: مكاسب قوم عند قوم مصائب ‎#makassib

@ইয়াস্টচ : কারো কোন কিছু অর্জন, অন্যদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় #মাকাসিব

আদিল আমুরি (@আদিল আমুরি):

@AdilAmouri: En consultant #Makassib .ma, j'allais presque croire qu'on a plus de problèmes au Maroc !

@ আদিলআমুরি: #মাকাসিব ওয়েবসাইটে ব্রাউজ করার পর আমার মনে হল মরোক্কোতে আর কোন সমস্যা নেই!

নাওফেল (@ নাওফেল):

@nawfal: Ce qui est intéressant dans #makassib c'est que le web s'impose définitivement comme canal officiel de com au Maroc.Ça c'est un vrai makssab

@নাওফেল : #মাকাসিব যা প্রদর্শন করছে, সেটি হচ্ছে ওয়েব আসলে এখন দেশের সরকারের আনুষ্ঠানিক এক যোগাযোগের মাধ্যমে পরিণত হয়েছে, আর এটা হচ্ছে সত্যিকারের এক অর্জন।

সানা গুয়েসাউস (@এস গুয়েসাউস) এক গণতন্ত্রপন্থী একটিভিস্ট তরুণীর তৈরি ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে সে আগামী রোববার জীবনযাত্রার মান নিয়ে এক বিক্ষোভের আহ্বান জানাচ্ছে। সে টুইট করেছে:

@sguessous: Et pan dans ta face, #Makassib !

@ এসগুসেয়াস:#মাকাসিব, এটা তোর মুখে ছুঁড়ে মারা হল #!

ভিডিওটি এখানে তুলে ধরা হল:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .