ক্যাম্বোডিয়াঃ দেশের বন রক্ষার জন্য অবতার শোভাযাত্রা

অবতার নামক চলচ্চিত্রের না’ভি উপজাতিদের মত পোশাকে সজ্জিত হয়ে, ক্যাম্বোডিয়ার গ্রামবাসীরা, প্রে লাং নামক বনভূমি চাষাবাদ এবং খনির জন্য পরিষ্কার করার প্রতিবাদে অংশ নিয়েছে। প্রে লং হচ্ছে দেশটির “প্রাথমিক নিম্ন অঞ্চলের সর্ববৃহৎ শুকনো সবুজ চিরহরিৎ বন। ক্যাম্বোডিয়া এবং ইন্দোচীন উপত্যকায় এখনো যা অবশিষ্ট রয়েছে।

যৌক্তিক ভাবে বলা যায় প্রে লাং ক্যাম্বোডিয়ায় সবচেয়ে বিশাল আদি এক বনভূমি, যা এখনো অক্ষত রয়েছে। এটা মেকং এবং স্টুনাং সেন নামক দুই নদীর মাঝখানে অবস্থিত, ক্যাম্বোডিয়ার চারটি প্রদেশ জুড এই বনভুমি বিস্তৃত (পেরাহ বিহার, কাম্পং থম, ক্রাটিয়ে এবং স্টুং ট্রেং প্রদেশ জুড়ে)।
প্রায় ২০০,০০০ জন মানুষ, যাদের মধ্যে বেশীর ভাগই কোই আদিবাসী জনগোষ্ঠীর, তারা বনের কাছে ছড়িয়ে থাকা ৬ টি জেলায় বাস করে। বৃহত্তর প্রে লাং এলাকায় সব মিলিয়ে প্রায় ৩৫০,০০০ জন লোক বাস করে।

'Avatar' protesters

এই প্রচারণায় আরো বেশি সমর্থনের জন্য, অবতার প্রতিবাদ, সাইবার জগতের সর্বোচ্চ ব্যবহার করেছে। এই প্রচারণা বন রক্ষার জন্য কেবল অনলাইনে দরখাস্ত প্রদান করেনি, তার সাথে প্রার্থনা অনুষ্ঠান এবং প্রচারপত্র বিতরণের মত বিষয়গুলোর তাজা সংবাদ জনসম্মুখে তুলে ধরার জন্য তারা একটি,ব্লগ তৈরি করেছে।

প্রে লাং নেটওয়ার্ক-এর পক্ষ থেকে ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থা গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, প্রে লাং নামক বনভূমি ধ্বংস হয়ে গেলে যারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে।

প্রে লাং থেকে মিনহা নেই: “এই শান্তিপূর্ন আন্দোলনের মাধ্যমে আমি আশা করব যে পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই বনটিকে রক্ষা করতে পারব এবং প্রচার মাধ্যম এবং জনতাকে জানতে পারব যে, বন সেই সব মানুষদের জন্য কতটা গুরুত্বপুর্ণ, যারা এই বনে বাস করে এবং আরো বিশেষ করে পরিবেশের জন্য।.”

পহক হং, আদিবাসী কোই জনগোষ্ঠীর একজনঃ যদি আমি প্রে লাং হারিয়ে ফেলি, আমি আমার জীবনকে হারিয়ে ফেলব, প্রতিদিন আমি প্রে লাং হারানোর আশঙ্কায় শঙ্কিত। আমি উদ্বিগ্ন যে জমির দলাল এবং কোম্পানীর এসব ধ্বংস করে ফেলবে এবং আমি আমার জীবন ধারণের উপায় হারিয়ে ফেলব। যদি আমরা প্রে লাং হারিয়ে ফেলি তাহলে আমরা বনটাকে হারিয়ে ফেলব,, আমরা ওষুধি গাছের চিকিৎস পদ্ধতি হারিয়ে ফেলব। এই ঘটনায় বন্য পশু এবং সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ঐতিহ্য চলে এসেছে তা ধ্বংস হয়ে যাবে। আজ আমি বিশ্বের জন্য প্রার্থনা করব, তারা যে প্রে লাং -এর গুরুত্ব অনুভব করেছে তার প্রশংসা করে এবং আমাদের সাহায্য করার জন্য এবং এই দ্বন্দ্বের সমাপ্তির জন্য।”

সেনাং সোকেহং হচ্ছেন কমিউনিটি পিস বিল্ডিং নেটওয়ার্কের একজন প্রতিনিধি “এই ঘটনার প্রভাব হবে অভূতপূর্ব এবং এটি যে প্রে লাং-এর জন্য কতটা হুমকি স্বরূপ তা এখনো পুরোমাত্রায় বোঝা যাচ্ছে না। ভূমি নিয়ে সকল সংঘর্ষ তাদের জীবন হরণ করে যাদের জীবন প্রাকৃতিক সম্পদের ধ্বংসের ঘটনায় প্রভাবিত হয় এবং তা বনভূমি এলাকা পরিবেশগত পরিবর্তন ঘটায়, যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে। ভুমির বিষয়ে যে অন্যায় হচ্ছে তার জন্য সম্প্রদায় সমূহকে এক হতে দেখে দারুণ লাগছে এবং বিশেষ করে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে।”

Protest to save Prey Lang forest

প্রে লাং অবতার

এখানে যে সব প্রতিবাদ অনুষ্ঠিত হয় সে গুলো সাধারণ শান্তিপূর্ণ হয়ে থাকে কিন্তু সম্প্রতি প্রে লাং অবতার বিষয়ক যে কার্যক্রম তার সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রার্থনা এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অর্ন্তভুক্ত ছিল, যে কার্যক্রমে নম পেনের স্থানীয় কর্তৃপক্ষ বাঁধা প্রদান করেছে। প্রায় ১০০ জনের বেশী বিক্ষোভকারীকে আটক করা হয় এবং তাদের বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেফতারেরছবি এবং ভিডিও ক্যাম্বোডিয়ার মানবাধিকার সংস্থার পোর্টাল, সিথিতে দেখতে পাবেন।

প্রে লাং-এর উপর একটি তথ্য চিত্র তৈরি করা হয়েছে, যার নাম “ এক বনভূমি, এক ভবিষ্যৎ (ওয়ান ফরেস্ট, ওয়ান ফিউচার)”, এটি তৈরি করেছে জোসেলিল এবং বেন পেড্রিক।

এই প্রে লাং এলাকায় বসবাসকারী আদিবাসীদের লড়াইয়ে যারা তাদের সমর্থন করে, তাদের ক্যাম্বোডিয় সরকারের কাছে লিখতে উৎসাহ জানানো হচ্ছে। নীচে প্রধানমন্ত্রী হুনসেনকে উদ্দেশ্য করে লেখা এক নমুনা চিঠির সারংশ রয়েছে।

প্রিয় প্রধানমন্ত্রী সামদেচ হুন সেন,

আমি প্রে লাং নামক বনভূমি রক্ষার জন্য আপনার ক্ষমতার সবটুকু ব্যবহারের অনুরোধ জানাচ্ছি, যে বনভূমি ক্যাম্বোডিয়া জনগণের, দক্ষিণপূর্ব এশিয়া, এবং বিশ্বের গুরুত্বপুর্ণ সম্পদ।

আমি আপনাকে নীচের কার্যক্রমসমূহ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি:

– বৃহত্তর প্রে লাং এলাকায় যে সমস্ত বৃক্ষ নিধন এবং খনি অনুসন্ধানের কাজ চলছে, সে সব বাতিল করা।

– প্রে লাং এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা এবং তার নিরাপত্তা বিধান করা

– বনভূমির যে সমস্ত এলাকার গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে, সেখানে বৃক্ষ রোপণ করা

– প্রে লাং কমিউনিটি নেটওয়ার্ক-এর সাথে মিলিত ভাবে গ্রহণযোগ্য ভাবে বনের সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .