মিশরীয় ব্লগার জেইনোবিয়া ইজিপশিয়ান ক্রনিকলে লিখে থাকেন। তিনি মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি মুবারকের বিচারের শুনানী নিয়ে এখানে সরাসরি লাইভব্লগিং (সরাসরি ব্লগের মাধ্যমে জানানো) করেছেন। এটি ছিল এই মামলার চতুর্থ শুনানী এবং মুবারকের বিরুদ্ধে ২৫ জানুয়ারিতে বিপ্লব শুরু হবার পর থেকে ৮৫০ জনের বেশী বিক্ষোভকারীকে খুন করার আদেশ প্রদানের অভিযোগ আনা হয়েছে।