স্বাগত বিশ্ব!
গ্লোবাল ভয়েসেস-এর এই সংখ্যায় আপনারা আরব গণজাগরণের ছড়িয়ে পড়া প্রভাব সম্বন্ধে শুনতে পাবেন। এখানে আপনারা জানতে পারবেন ডিজিটাল মেন্টর বলতে কি বুঝায় এবং কিছু চিন্তার বিষয়ে আলোচনা করা হবে, যে চিন্তা সুন্দর নৈতিকতার এক নীতিমালা তৈরি করে।
প্রথমে আমার আপনাদের এ বছরের প্রথম দিকে যা ঘটেছে সে সম্বন্ধে খানিকটা স্মরণ করিয়ে দেই। এ বছর তিউনিশিয়া এক বিপ্লব প্রত্যক্ষ করেছে এবং মিশরীয় বিক্ষোভকারীরা দেশটির স্বৈরশাসককে ক্ষমতা থেকে উৎখাত করেছে
মিশরের আওয়াজ
আমাদের অন্যতম এক লেখিকা, মারিয়া গ্রাবোস্কি সম্প্রতি কায়রোতে গিয়েছিলেন মানুষের বিপ্লব পরবর্তী দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য। মারিয়া, মিশরের এক বিক্ষোভকারীর চলমান সাক্ষ্য গ্রহণ করেছেন এবং তিনি সিরিয়ার দুতাবাসের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ দর্শন করেন, যেখানে জনতা সিরিয়ার আন্দোলনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে।
কিভাবে আন্দোলন সীমান্ত পাড়ি দেয় এটি তার একটি উদাহরণ। কিন্তু এই আন্দোলনের প্রভাব কত দুর পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেমন এ বছর আরব বিপ্লবের দেখা মিলেছে, তেমনি মহাদেশের বাকী অংশে কি আফ্রিকা বিপ্লবের বসন্ত দর্শন করা গেছে?
আফ্রিকার গণজাগরণ?
এনদেসাঞ্জো মাচো হচ্ছে আমাদের সাব সাহারা এলাকার সম্পাদক। সে তানজানিয়ার নাগরিক কিন্তু বর্তমানে জাম্বিয়ায় বাস করে। সে বলছে উত্তর আফ্রিকার বিক্ষোভ হয়ত আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বিক্ষোভ এবং বিরোধীদের অনুপ্রাণিত করেছে।
যদিও বিক্ষোভের প্রেক্ষাপট ছিল ভিন্ন ভিন্ন, তারপরে একটি এলাকার জনতার প্রতিরোধ আফ্রিকা মহাদেশের অন্য অংশের জন্য উদ্দীপনার সৃষ্টি করেছে। আমি আমাদের মালাউয়ির এক লেখক, স্টিভ শারার এর সাথে কথা বলেছি। যদিও মালাউয়িতে একই রকম গণজাগরণের দৃশ্য দেখা যায়নি, তবে সেখানে এক ধরনের জন প্রতিক্রিয়া দেখা যায়, যা আরব বিপ্লবের বসন্তের সাথে এর এক শক্তিশালী যোগযোগ প্রদর্শন করে।
আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা আবিষ্কার এ মাসের পডকাস্টের একটি বিষয়। এতে দেখা যাচ্ছে যে আফ্রিকা মহাদেশের দেশসমূহের ডিজিটাল উপাদান সমূহের ব্যবহার এবং অনলাইনে প্রবেশের সুযোগ ক্রমশ বাড়ছে, কিন্তু তারপরেও এর জন্য আরো অনেক কাজ করা প্রয়োজন।
কিন্তু এখানে একটা ভালো সংবাদ রয়েছে!
গ্লোবাল ভয়েসেস মেন্টর
গ্লোবাল ভয়েসেস-এর অনিয়মিত বা সিজনড ব্লগার এবং ১১ জন একটিভিস্ট একসাথে ভার্চুয়ালী যুক্ত হয়েছে গ্লোবাল ভয়েসেস এবং একটিভিস্টা নামের এক নতুন উদ্যোগের অংশ হিসেবে, একটিভিস্টা হচ্ছে উন্নয়ন সংগঠন এ্যাকশন এইডএর এক তরুণদের এক যোগাযোগ মাধ্যম।
আমরা এখানে আমাদের নাইজেরিয়ার এক মেন্টরকে পেয়েছি, যার নাম নাওয়াচুকুয়ূ এবুনিকি, যে নাইজেরিয়ার এক তরুণ একটিভিস্ট এবং ব্লগার ডেভিড হাব্বার সাথে সাথে কাজ করেছে। নাওয়াচুকুয়-এর মতে কাউকে পর্যবেক্ষণ করা এবং প্রযুক্তিগত দক্ষতা শেয়ার করা কেবল ভালো এক উদাহরণই নয়, একই সাথে এই বিষয়টি নিশ্চিত করা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনলাইনে ব্যবহারে আমাদের ছাড়িয়ে যাবে এবং এতে তরুণ কণ্ঠের কাছ থেকে ব্যক্তিগত উদ্দীপনা লাভ করা যায়।
নাগরিক সাংবাদিকদের জন্য নৈতিকতার নীতিমালা
এখন যখন নাগরিক সংবাদিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের কাজ ক্রমশ আরো পরিশীলিত হচ্ছে, এ রকম ক্ষেত্রে লেখকদের এক নৈতিকতার নীতিমালা মেনে চলা কি বাধ্যতামূলক? আফেফ আব্রুগুই গ্লোবাল ভয়েসেস-এর এক লেখিকা, যার বাড়ি তিউনিশিয়ায়। এবং সম্প্রতি ভদ্রমহিলা এক অভ্যন্তরীন মেইলে এক সেট নৈতিকতার তালিকা আলোচনার জন্য যুক্ত করেছেন রেজওয়ান গ্লোবাল ভয়েসেস-এর দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক, যার বাস বাংলাদেশে। তিনি আফেফ-এর কিছু পয়েন্ট মিলিয়ে দেখেছেন নেপালের এক ব্লগার গ্রুপের নৈতিকতার নীতিমালার সাথে লিঙ্ক যুক্ত করে।
আমি উভয়কে অনলাইনের নৈতিকতার নীতিমালা নিয়ে আলোচনায় যোগ দেবার আহ্বান জানাচ্ছি এবং যদি প্রয়োজন হয় অথবা সম্ভব হলে বৈশ্বিক এক পরিমাপক সহ তাদের এতে যোগ দেবার অনুরোধ করছি।
এই পডকাস্ট শোনার জন্য আপনাদের ধন্যবাদ!
গ্লোবাল ভয়েসেস-এর এবারের পডকাস্টে এই সমস্ত বিষয় অর্ন্তভুক্ত ছিল, কিন্তু আমরা আমাদের সামনে আরো কিছু শোনানোর জন্য আবার ফিরে আসব। দয়া করে পরবর্তী সংখ্যার জন্য কোন পরামর্শ বা মন্তব্য প্রদান করতে কোন দ্বিধা করবেন না।
সঙ্গীতের কৃতিত্ব
পডকাস্টে আপনারা প্রচুর সুন্দর ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত শুনতে পেয়েছেন। আপনারা যাতে এই সব শিল্পীদের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারেন, তার জন্য এখানে কিছু লিঙ্ক প্রদান করা হল।
রিটার্ন অফ আটলান্টিন্স লেমুরিয়া ক্যান্ডিডেট এর আবহ সঙ্গীতের জন্য অর্ব গেট্টাররকে ধন্যবাদ, স্পিরিচুয়াল হোমেজ এর জন্য মার্ক কটনকে , সুপারবাস ফিট. এনএস এর জন্য ফজ্জাদকে ধন্যবাদ! বেশীর ভাগ সঙ্গীত নেওয়া হয়েছে অপসাউন্ড.অর্গ, দি ফ্রি মিউজিক আর্কাইভ অথবা সরাসরি সঙ্গীত শিল্পীর কাছ থেকে। এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এবং এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।
মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারে বিক্ষোভের যে ছবি থাম্বনেইল ছবি, তা ফ্লিকারের: জোনাথান রাশাদের ( সিসি বাই ২.০).
Podcast: Play in new window | Download