২০১১ সালে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে যাবে। এই ঐতিহাসিক ঘটনায় পদার্পণ-এর ক্ষেত্রে, জাতিসংঘের জনসংখ্যা তহবিল ( ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড) (ইউএনফপিএ) এই ঘটনাকে চিহ্নিত করার জন্য গ্লোবাল ভয়েসেস-কে দায়িত্ব দিয়েছে বেশ কিছু ধারাবাহিক পোস্ট লেখার। এতে একটি দল বা গ্রুপ পোস্ট লিখবে। কি ভাবে ৭০০ কোটি মানুষের পৃথিবীতে একটি দল বা গ্রুপ এখনো এক পার্থক্য গড়ে দিতে পারে, সেই বিষয়ে পোস্ট লেখা উদযাপন করা হবে। গ্লোবাল ভয়েসেস-এর বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা কাহিনীগুলো, ৭ বিলিয়ন এ্যাকশান ( ৭০০ কোটি কার্যক্রম) নামক প্রচারণার অংশ হবে। এই প্রত্যেকটি কাহিনী লিঙ্গুয়া সাইটে জাতিসংঘের ব্যবহৃত আনুষ্ঠানিক ভাষা, ফরাসী, স্প্যানিশ, রুশ, চীনা এবং আরবীতে অনুবাদ করা হবে।
এখানে অনেক যে চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে এবং স্বাস্থ্যবান রাখা।
বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির প্রায় সকল ঘটনা ঘটছে উন্নয়নশীল দেশ সমূহে (শতকরা ১০০ টি মধ্যে ৯৭টি দেশে এমন ঘটছে), যেখানে জনতা ইতোমধ্যে নাজুক পরিস্থিতি এবং আবহাওয়া, পরিবেশগত বিপর্যয়, পানি ও খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। সম্পদশালী বিশ্বের জনতা নিম্ন জন্মহারের ব্যাপারে সচেতন। আর সারা বিশ্বে ধনী এবং দারিদ্রের মাঝে ব্যবধান ক্রমশ: বাড়ছে।বছর জুড়ে বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে গ্লোবাল ভয়েসেস সে বিষয়ে সংবাদ প্রদান করে থাকে (এ বিষয়ে আমাদের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে প্রকাশিত বিশেষ সংবাদের পাতা দেখুন)। কিন্তু এই ধারাবাহিক লেখাগুলোতে আমরা খানিকটা ভিন্ন কিছু করার চেষ্টা করছি। আমরা ব্যাক্তি এবং দলের সংক্ষিপ্ত পরিচয় সহ তাদের ইতিবাচক উদ্যোগ যা অন্য কোন এলাকার কর্মকাণ্ডকে উদ্দীপ্ত করবে, তা উদযাপন করব। নারী অধিকার, শিক্ষা, টেকসই নগর উন্নয়ন, এই সব বিষয়ে যে সব সমস্যা রয়েছে, তার আশু সমাধান এবং নাগরিকদের পরিষ্কারভাবে তার অংশীদার হওয়া প্রয়োজন।
এই ঘটনার উপর যারা লিখবে, আমাদের সেই সব লেখকরা মালাউয়ি, মিশর, লেবানন, জিম্বাবুয়ে, কিউবা, ব্রাজিল এবং আর অনেক দেশে বাস করে। তারা সম্মিলিত ভাবে এক ডজনের বেশ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। তাদের লেখা আর অনুবাদের মাধ্যমে আশা করি যে, আমরা আপনাদের নতুন অনেক ব্যক্তি, চিন্তা এবং কাহিনীকে আপনাদের সামনে তুলে ধরতে পারব, যা আপনি অন্য কোথাও শুনতে পাবেন না।
এই প্রচারনার সাথে যুক্ত হবার জন্য ৭০০ কোটি জনসংখ্যা কার্যক্রমের পাতা দেখুন।
জনসংখ্যা বিষয়ক যে চ্যালেঞ্জ সামনে আসছে সেই বিষয়ে ইউএনফপি-এর স্লাইড শো দেখুন।