- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আফগানিস্তানঃ মাল্টিমিডিয়া উৎসবে তারুন্যের আওয়াজ

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, আফগানিস্তান, চলচ্চিত্র, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, যুবা, শিক্ষা, শ্রম, সঙ্গীত

আফগানিস্তানে ইন্টারনেটনিউজ নেটওয়ার্ক আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভাল [1] এবং মিডিয়া ক্যাম্প এর জন্য বিবেচ্য হতে পারে, এমন বিষয়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করার জন্য আফগান তরুণদের প্রশিক্ষণ এবং উৎসাহ প্রদানের প্রচেষ্টা বৃদ্ধি করেছে।

[2]

আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভাল

আফগান ইয়ুথ ফেস্টিভ্যাল [3] হচ্ছে এমন একটি স্থান যেখানে আফগান তরুণরা তাদের নিজেদের প্রকাশ করতে পারে, তা সে চলচ্চিত্র বা ফেসবুকের মত মাধ্যম, কিংবা নতুন প্রচার মাধ্যম, যেমন ব্লগ কিংবা প্রচলিত কোন মাধ্যম, যেমন থিয়েটার হোক না কেন।

আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল এমন এক ফোরাম বা সভা, যেখানে সৃষ্টিশীল তরুণরা একত্রিত হতে পারে, গল্প তৈরি করতে পারে, এখানে তারা পরস্পরের সাথে যুক্ত হয় এবং মজা করে।

এই কাজটি করার জন্য, আমরা বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়ায় প্রশিক্ষণ প্রদান করে থাকি। যদি আপনি কোন কিছু তৈরি করতে চান, তাহলে আজ থেকে এর সাথে যুক্ত হয়ে যান। সকলে এখানে স্বাগত, যদি আপনারা তরুণ হয়ে থাকেন।

ইতোমধ্যে তারা অনেক ভিডিও তৈরি করেছে [4], তাদের উপর বিভিন্ন ভাবে তথ্য ধারণ করেছে, যে সবে আফগান তরুণরা অন্যদের কাজে উপস্থিত হচ্ছে, তা সে নতুন কোন বিষয়ে দক্ষতা প্রদান করা, তাদের চিন্তাকে তুলে ধরা এবং তাদের ইচ্ছা, অথবা এমন কোন যা তাদের জন্য চিন্তার বিষয়।

প্রথম ভিডিওটি একটি ইটভাটায় শিশুশ্রমের দৃশ্য [5] প্রদর্শন করেছে:

সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র ইটভাটায় হাজার হাজার তরুণ কাজ করে থাকে। পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য তারা এক কঠিন পরিবেশে কাজ করে থাকে। এই হৃদয় ছুয়ে যাওয়া ভিডিওটি আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল অংশগ্রহণকারী সাফিতুল্লাহ এবং সাফিকুল্লাহ-এর। এই জালালাবাদের ইটভাটার কাজ করা শিশুদের উপর ধারণ করা হয়েছে।

মোহাম্মেদ-এর প্রত্যহিক জীবন [6] হচ্ছে ২০ বছর বয়সী এক তরুণের জীবন কাহিনী, পিতার মৃত্যুর পর যাকে পুরো পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছোট ভাইবোনদের মানুষ করার জন্য সে একটি মুরগীর খামার করেছে এবং এর সাথে সে একটা মুদিখানা চালায়।

হোস্টেলে বাস করা [7] নামক ভিডিওটি আমাদের আফগান তরুণদের জীবনের ভিন্ন একটি দিক তুলে ধরেছে: এই ভিডিওতে [8] আমরা এক তরুণীকে পাচ্ছি , যে কিনা তাঁর গৃহ থেকে দূরে পড়াশুনা করছে এবং অন্য ছাত্রীর সাথে একটা হোস্টেলে বাস করা অবস্থায় তাকে এখানে দেখতে পাব।

কিছু তরুণের জন্য সঙ্গীত হচ্ছে ভালোবাসা। পরবর্তী ভিডিও [9] প্রদর্শন করছে এক তরুণের হারমোনিয়াম বাজিয়ে গান গাইবার দৃশ্য, এরপর দেখা যাচ্ছে অন্য এক তরুণ খঞ্জনি নিয়ে তাঁর সাথে যোগ দিয়েছে।

আফগান ইয়ুথ ভয়েস ফেস্টিভ্যাল, তাদের সাইট-এর সাথে যুক্ত হতে ইচ্ছুক [10] ১৫ থেকে ২৫ বছর তরুণদের অনলাইনে প্রশিক্ষণের সরঞ্জাম [11] সহজলভ্য করেছে। আপনারা তাদের ইউটিউব চ্যালেনের [12] ভিডিও দেখতে পারেন এবং ফ্লিকার পাতার ছবি [13] দেখতে পারেন , এবং ইতোমধ্যে এই সাইটে রাখা আফগান তরুণদের তৈরি ভিডিওগুলো [3] দেখতে পারেন।