শেষ পর্যন্ত আজ (২৬শে আগস্ট) ড্যানিশ প্রধানমন্ত্রী লারস লক রাসমুসেন সংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে ড্যানিশদের উৎকণ্ঠা থেকে মুক্তি দিয়েছেন। এই শুভ দিনটি হল সপ্তাহ তিনেক পরে, ১৫ সেপ্টেম্বর।
এই ঘোষণা অনেকের কাছে স্বস্তির ব্যাপার ছিল। ইতোমধ্যে, গুজব ছড়িয়েছে যে, নির্বাচন সন্নিকটে, এমনকি, কিছু ড্যানিশ মাধ্যম ধারণাও করেছিল যে, গ্রীষ্মের ছুটির পূর্বেই নির্বাচন হতে পারে (ড্যানিশ সংসদ মধ্য জুন থেকে অক্টোবরের প্রথম মঙ্গলবার পর্যন্ত সরকারি ছুটিতে থাকে)। গত সপ্তাহে এই ঘোষণার আগে নির্বাচন দিনক্ষণ নিয়ে অস্থিরতা দেখা গিয়েছে এবং ড্যানিশ নাগরিকগণ অনলাইনে হাস্যকর মন্তব্যের মাধ্যমে মতামত দিয়েছে।
আর কখনও নির্বাচন হবে না
কয়েক সপ্তাহ আগে টাম্বলার (ব্লগ) পাতা ‘আর কখনও নির্বাচন হবে না!’ (ড্যানিশ ভাষায়) চালু হয়েছে এবং এখন তা নির্বাচন না হওয়া সম্পর্কে ব্যাঙ্গাত্মক বিজ্ঞাপন, ছবি ও কথায় পূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে জনপ্রিয় একটি অংশ হল প্রধানমন্ত্রীর নববর্ষের ভাষণের সম্পাদনা: “আমাদের অবশ্যই নির্বাচন হবে। সংবিধানে এটি উল্লেখিত রয়েছে। কিন্তু আমি নিশ্চিত… তা কখনো হবে না,” প্রধানমন্ত্রী গম্ভীরভাবে বললেন। এই টাম্বলার (ব্লগ) পাতা এখন পর্যন্ত ফেসবুকে প্রায় ৩৭০০ ভক্ত পেয়েছে।
আরেকটি জনপ্রিয় গ্যাজেট ‘নির্বাচন বোতাম’ এ সপ্তাহের শুরুতে ক্রিস্টিয়ান প্যান্টন নামে এক কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্রের দ্বারা নির্মিত হয়েছে। এটি একটি সাধারন ওয়েব পাতা যেখানে একটি বোতাম ও একটি ক্ষুদে বার্তা রয়েছেঃ “২৭,১৫২ জন ড্যানিশ ইতোমধ্যে নির্বাচনী বোতামে চাপ দিয়েছেন। এখন আমরা শুধু লারস লক রাসমুসেনের অপেক্ষায় আছি।”২০০১ সালে এই সরকার প্রথম এবং ২০০৭ সালে গত নির্বাচনে তৃতীয়বারের মত ক্ষমতায় আসে।