- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীন: বই নিয়ে গ্রামে চলো

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, উন্নয়ন, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, যুবা

গ্রামীণ উন্নয়ন ও তৃণমূল সামাজিক প্রতিরোধ বিষয়ে প্রসিদ্ধ চীনা বুদ্ধিজীবী  ইউ জিয়ানরং [1] গত মে মাসে পুরাতন বই গ্রামে বিতরণের এক উদ্দীপনাপূর্ণ গণ উদ্যোগ শুরু করেছেন। এই গণ উদ্যোগ একটি মাইক্রোব্লগিং অ্যাকাউন্ট (ওয়াইবো @随手送书下乡 [2][চীনা ভাষায়]) এর মাধ্যমে সমন্বয় করা হচ্ছে, এর অর্থ হচ্ছে “বই নিয়ে গ্রামে চলো”। মে ৪, ২০১১ তারিখে স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে নিম্নে আহবান [3] [চীনা ভাষায়] জানানো হয়েছে:

现招募全国各城市活动志愿者负责人,职责是:组织该地区志愿者利用节假日收集爱心人士捐赠的图书,分类登记并公布书名目;接统一调度发送图书;指导和监督接受捐赠的组织或个人管理图书;组织网友到农村去开展读书活动;关爱留守儿童。有意者请私信。

এখন আমরা সারা বিশ্ব থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ করছি। তাদের দায়িত্ব হচ্ছে:

১. ছুটির দিনে দাতাদের কাছ থেকে বই সংগ্রহ করার জন্য স্বেচ্ছাসেবীদের সংগঠিত করা এবং বইগুলো ক্যাটালগে অন্তর্ভুক্ত করা;

২. নিকটবর্তী গ্রামে বইগুলো সরবরাহ করার জন্য সমন্বয় করা;

৩. ব্যক্তি অথবা সংগঠন, যারা বই সরবরাহের সাথে জড়িত, তাদের তদারকি করা;

৪. গ্রামের স্কুলগুলোতে পাঠদান করার জন্য নেটিজেনদের (ইন্টারনেট ব্যবহারকারী) সংগঠিত করা;

৫. শহরে কর্মরত গ্রামে বসবাসকারী শ্রমিকদের শিশুদের যত্ন  নেয়া।

আগ্রহী হলে, অনুগ্রহপূর্বক যোগাযোগ করুন।

তিনটি বইয়ের প্যাকেট

দুইদিনের মধ্যে বেইজিং যোগাযোগ কেন্দ্র বই এর তিনটি প্যাকেজ [4] গ্রহণ করে:

গ্রামে বই পৌঁছাতে পরিবহন খরচ সাশ্রয়ের জন্য সহায়তাকারীদের কাছে আহবান [5] জানানো হয় [চীনা ভাষায়]:

大家好:十分感谢大家的支持,为了节省图书邮寄的费用,是否可以在各地建立随手送书下乡的联系人,1 收集本地的图书, 2 在本地农村的联系有意建立读书室的朋友,3联系本地随手送书下乡活动的志愿者。大家感觉这样可以吗?

আপনার সহায়তার জন্য ধন্যবাদ। ডাক যোগাযোগের ফি সাশ্রয়ের জন্য, আপনার এলাকায় নিম্নলিখিত কাজের জন্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করুন-

১. বই সংগ্রহ;

২. গ্রামে পাঠাগার স্থাপন করতে ইচ্ছুক, এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করা;

৩. গ্রামে বই বিতরণে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদের জন্য যোগাযোগ কেন্দ্র স্থাপন করা।

আপনি কি মনে করেন, এই পরিকল্পনা বাস্তবসম্মত?

অতি দ্রুত পাঁচদিনের মধ্যে বেইজিং [6] [চীনা ভাষায়], চংকিন [7] [চীনা ভাষায়], চাংচা [8] [চীনা ভাষায়], গুয়াংজু [9] [চীনা ভাষায়], উহান [10] [চীনা ভাষায়] এ যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে বই সংগ্রহ ও বিতরণের জন্য স্বেচ্ছাসেবীরা কিউকিউ গ্রুপ [11] সৃষ্টি করেছে।

১৫ মে বই নিয়ে গ্রামে চলো এর নেটিজেন (ইন্টারনেট ব্যবহারকারী) গ্রুপ হেবি এর শানপিং কাউন্টির ডাবে শহরে বই বিতরণের জন্য প্রথম জনসাধারণের মধ্যে উদ্দীপনাপূর্ণ আহবান জানায় [12] [চীনা ভাষায়]। ৩০ জনের বেশী স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে @সেসুউ একজন।

এখানে, গ্রামে পাঠকক্ষের একটি ছবি [13] [চীনা ভাষায়] দেখা যাচ্ছে:

পড়ার কক্ষ

ওয়াং কাইন প্রথম বই বিতরণের কার্যক্রমের গ্রুপ ছবি [14] ওয়াইবোতে প্রকাশ করেন:

গ্রুপ ছবি

প্রথম বই বিতরণের পরে, বই নিয়ে গ্রামে চলো উদ্যোগের পক্ষ থেকে ২১-২২ মে তারিখে বেইজিং এর হোটেলে দ্বিতীয়বার বই সংগ্রহের জন্য জনগণের কাছে আহবান [15] [চীনা ভাষায়] জানানো হয়। দুইদিনে ১৬০০ বই সংগ্রহ [16] [চীনা ভাষায়] করা হয়:

১৬০০ বই [17]

বই নিয়ে গ্রামে চলো উদ্যোগের পক্ষ থেকে জনগণের মাঝে আহবান জানানো ছাড়াও গ্রামে পাঠাগার নির্মাণে আর্থিক সহায়তা সংগ্রহের জন্য ব্যাংক একাউন্ট খোলা [18] [চীনা ভাষায়] হয়। আয় ব্যয়ের প্রত্যেকটি হিসাব ওয়াইবো একাউন্টের মাধ্যমে সমিতিগুলোতে প্রেরণ করা হয়।

যেহেতু ওয়াইবো একাউন্ট ৩ মে খোলা হয়, বই নিয়ে গ্রামে চলো উদ্যোগ প্রায় প্রত্যেক সপ্তাহ শেষে দেশের বিভিন্ন স্থানে জনগণের কাছ থেকে বই সংগ্রহ ও বিতরণ সমন্বয় করে থাকে। তিন মাসের কম সময়ের মধ্যে নেটিজেন (ইন্টারনেট ব্যবহারকারী) গ্রুপ বই সংগ্রহের জন্য ৩৩টি যোগাযোগ কেন্দ্র [19] [চীনা ভাষায়] স্থাপন করেছে এবং গ্রামে ১১টি পাঠাগার [20] [চীনা ভাষায়] স্থাপন করেছে।

এই উদ্যোগের এর আর্থিক বিবরণী থেকে দেখা যায়, ২০১১ সালের জুলাই মাসে নেটিজেনদের (ইন্টারনেট ব্যবহারকারী) কাছ থেকে আর্থিক সহায়তা হিসাবে সর্বমোট RMB ৮৭৮৫৮.৩৮ [21] [চীনা ভাষায়] সংগ্রহ করেছে।