- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লিবিয়া: খেলা শেষ গাদ্দাফি

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., লিবিয়া, তাজা খবর, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

এই পোস্টটি আমাদের লিবিয়া বিদ্রোহ ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।

লিবিয়ার বিপ্লবীরা দেশের রাজধানী ত্রিপোলিতে পৌঁছেছে। উত্তেজনা লক্ষ্য করা গেছে অনলাইনে, যেখানে টুইটার ব্যবহারকারীরা আনন্দ এবং উদযাপনের সঙ্গে গাদ্দাফির ক্ষমতা ছাড়ার শেষ সময়টুকু তুলে ধরায় সক্রিয়। ইতিমধ্যে খবর এসেছে [2] যে তার সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত বাহিনী আত্মসমর্পন করেছে এবং অস্ত্র ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

ফরেন পলিসির ব্লেক হুনশেল এক টুইট বার্তায় জানাচ্ছেন:

@ব্লেক হুনশেল [3]: খেল খতম। # লিবিয়া

এবং শাবাব লিবিয়া বলেছেন:

@শাবাবলিবিয়া [4]: শহীদ স্কোয়্যার এখন ‘সবুজ’ স্কোয়্যার হিসাবে আনুষ্ঠানিক পরিচিত এবং মুক্তিযোদ্ধার জন্য বর্তমান আশ্রয়। খেলা শেষ।

টুইটার ব্যবহারকারীরা ত্রিপোলি থেকে টিভি পর্দায় লাইভ ফুটেজ রেকর্ড করে অনলাইনে তুলে দিচ্ছে।

হিন্দ হাসান লিখেছেন:

@হিন্দ হাসান [5]: আমি স্কাই নিউজের অ্যালেক্স ক্রফোর্ডের গলা শুনতে পাচ্ছি না। তার পেছনে গাড়ির হর্ণের শব্দ, গুলির শব্দ হচ্ছে #লিবিয়া #ত্রিপোলি

এনপিআর এর প্রবীন বিশেষজ্ঞ অ্যান্ডি কারভিন ক্রফোর্ডকে উদ্ধৃত করেছেন:

@অ্যান্ডিকারভিন [6]: “তারা স্বাধীন অনুভব করছে। আতশবাজী উড়ছে, গুলি চলছে, সত্যি একটি অভূতপূর্ব দৃশ্য ” -অ্যালেক্স ক্রফোর্ড, স্কাই নিউজ #লিবিয়া

@অ্যান্ডিকারভিন [7]: ক্রফোর্ড: “এই বৃহত্তম পার্টি ত্রিপোলিতে অভূতপূর্ব। এই লোকদের দেখুন – তাদের কি চিন্তিত মনে হয়?” #লিবিয়া

গার্ডিয়ান এর ব্রায়ান হুইটেকারের কাছে খবর আছে:

@ব্রায়ান_হুইট [8]: অসংখ্য রিপোর্টে বলা হচ্ছে গাদ্দাফি বন্দী হয়েছে। নিশ্চিত করতে পারছি না। # লিবিয়া

আল জাজিরার ইভান হিল প্রশ্ন করছেন:

@ইভানহিল [9]: আমি কয়েক দিনের মধ্যে পশ্চিম লিবিয়া যাচ্ছি। আমি ভাবছি তখন দেশ কে চালাবে?

এদিকে, সিন্ডি একটি অনুভূতি তুলে ধরছে যার সাথে আজ রাতে আমরা সবাই একাত্মতা বোধ করছি:

@অর্গানিকা [10]: আরও যদি অনেক লিবিয়াবাসী টুইটারে থাকত। আমি সবাইকে শুভেচ্ছা জানাতাম #লিবিয়া #ত্রিপোলি #গ্রীণস্কোয়্যার

লিবিয়া থেকে আরও খবরের জন্য আমাদের সাথে থাকুন।

এই পোস্টটি আমাদের লিবিয়া বিদ্রোহ ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কাভারেজের অংশ।