- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লিবিয়াঃ বিপ্লব যখন ত্রিপলির সন্নিকটে তখন সেখানে উদ্বেগ এবং আশার সঞ্চার হয়েছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., লিবিয়া, তাজা খবর, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ বিষয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

যখন লিবিয়ার বিপ্লব রাজধানী ত্রিপলির দিকে ধেয়ে আসছে, তার প্রেক্ষাপটে লিবীয় নাগরিকরা টুইটারে আশা এবং উদ্বেগ দুই প্রদর্শন করেছে। এই বিষয়ে আজ রাতে টুইটারে যে সমস্ত আলোচনা হয় তার কিছু অংশ এখানে তুলে ধরা হল।

ঘাজি ঘেবলাউয়ি টুইট করেছে:

@ঘেবলাউয়ি [2]: #ত্রিপলির পতনের সময় যে মহাবিপর্যয় দেখা দেবে তা আমি অস্বীকার করতে পারছি না, এটা আমার স্নায়ুর এবং মনের উপর চাপ তৈরি করছে, আসুন আমরা আশাবাদ প্রদর্শন করি এবং কামনা করি যেন এর দ্রুত পরিসমাপ্তি ঘটে।

Volunteers at Free Libyan Army training camp in Benghazi learn how to use weapons. Image by Tomasz Grzyb, copyright Demotix (27/04/2011). [3]

বেনাগাজিতে ফ্রি লিবিয়ান আর্মির প্রশিক্ষণ ক্যাম্পে স্বেচ্ছাসেবী যোদ্ধারা কি ভাবে অস্র চালাতে হয় তার প্রশিক্ষণ নিচ্ছে। ছবি টোমাসজ গ্রাজবি-এর, কপিরাইট ডেমোটিক্সের। (২৭/০৪/২০১১).

এর আগের এক টুইটে, সে উল্লেখ করেছে:

@ঘেবলাউয়ি [4]: # ত্রিপলিতে অবস্থান করতে থাকা আমার পরিবার সদস্যদের সাথে কয়ক মিনিট আগে কথা বলেছি। তাদের এলাকায় বিদ্যুৎ নেই, গত রাত থেকে মাঝে মাঝে তা যাচ্ছে এবং আসছে, আমার পিতা নির্ভীক একজন মানুষ। মনোবল দৃঢ়। # লিবিয়া

চেঞ্জইনলিবিয়া এর সাথে যোগ করেছে:

@ চেঞ্জইনলিবিয়া [5]: @ঘেবলাউয়ি, এখনেও একই ঘটনা ঘটছে, এর আগে আমি আমার মায়ের সাথে কথা বললাম এবং ত্রিপলিতে আটকে যাওয়া আমাদের পরিবারের জন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন। রাব্বি এস্তার (স্রষ্টা তাদের প্রতি যেন করুণা করে)।

এবং আর্মচেয়ার আরব এতে সাড়া দিয়েছেন:

@ আর্মচেয়ারআরব [6]: @ঘেবলাউয়ি @চেঞ্জইনলিবিয়া, আমার পরিবারের বেশিরভাগ সদস্য ত্রিপলিতে বাস করে। আমি প্রতি রাতে তাদের ফোন করি। মনে হচ্ছে তাদের মনোবল এখন অনেক দৃঢ়।

লিবিয়া ইউনাইটেড আশাবাদের সাথে এই আলোচনায় যোগ দিয়েছে।

@ লিবিয়া_ইউনাইটেড [7]: @ চেঞ্জইনলিবিয়া @ঘেবলাউয়ি, আমার ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ ত্রিপলি ত্যাগ করেনি। মনে সাহস রাখুন বন্ধুরা। এই ধরনের পরিস্থিতিতে বিশৃঙ্খলা অনিবার্য, কিন্তু আমি নিশ্চিত যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দ্রুত সমাপ্তি ঘটবে।

নাদিয়া ম্যাডডক্স একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছে। সে টুইট করেছে।


@নাদিয়াম্যাডডক্স
: @ফর্মুলদজোয়ান্না @ঘেবলাউয়ি। আমার বাবামা এবং ঘনিষ্ঠ আত্মীয়া ত্রিপলিতে রয়েছে। 🙁 আশা করি এই ঘটনা দ্রুত ঘটবে এবং এই ঘটনা তেমন ভয়াবহ রূপ ধারণ করবে না।

এদিকে, নুসাইবা প্রচণ্ড উদ্বিগ্ন. সে টুইট করেছে:

@কিদিয়াতানা আলহুউরিয়া [8] (আরবী: আমাদের কারণে, আমাদের স্বাধীনতা ): #ওর্স্টফিলিংস, #ত্রিপলিতে আমাদের পরিবার এবং বন্ধুদের জীবনে কি ঘটছে তা জানার কোন উপায় বের করতে পারছি না এবং সেখানে গিয়ে হাজির হবার উপায় নেই # ত্রিপলি #তাজউরা

এদিকে মরিয়াম আদাররাত উত্তেজিত:

@উমমুস্তাফা৭৮ [9]: @ঘেবলাউয়ি @চেঞ্জলিবিয়া। গাদ্দাফি সব সময় চুড়ান্ত মুহূর্তে আলোচনা করে। আমি আশা করব যে সে ত্রিপলি গেটে তার শেষ পদক্ষেপ রাখব।#এফএফ।

এবংলিবিয়া টিভি উপসংহার টেনেছে:

@লিবিয়াটিভি [10]: @ঘেবলাউয়ি, এটা অনিশ্চিত, কিন্তু গাদ্দাফি আর বেশিদিন ত্রিপলিতে থাকতে পারবে না। গাদ্দাফি আর বেশী দিন লিবিয়াতে থাকতে পারবে না। এটাই হচ্ছে ইতিবাচক বিষয়!!

এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ বিষয়ে আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]