মিশর:”মুবারকীয়” যখন এক ক্রিয়াপদ

এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

গত বুধবার সান ফ্রানসিসকোর যাত্রীরা, ক্যালিফোর্নিয়ার বে এরিয়া রাপিড ট্রানজিট (বিএআরটি) নামক পরিবহণের এক স্টেশনে আবিষ্কার করল যে তাদের মোবাইল ফোন আর কাজ করছে না। পরের দিন সকালে গুজব ছড়িয়ে পড়ে যে সিস্টেম থেকে তাদের মোবাইল সংযোগ বিছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকাল ১০.০০ টায় বিআরটিএ একটি বিবৃতি প্রদান করে [এরপর এখানে তাজা সংবাদ প্রদান করা হয়েছে], এতে নিশ্চত করা হয় যে এই পাতাল রেলওয়ের প্লাটফর্মে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এখানে এক প্রতিবাদ অনুষ্ঠিত হতে পারে এই ধারণা থেকে নেটওয়ার্ক বিছিন্ন করে রাখা হয়।

গত মাসে গুলি বর্ষণের ফলে চার্লস হিল এবং অস্কার গ্রান্টের মৃত্যুর ঘটনায় স্থানীয় একটিভিস্টরা প্রতিবাদ জানাতে শুরু করে (সতর্কতাঃ বীভৎস দৃশ্য সম্বলিত উপাদান)। প্রতিবাদকারীরা বিক্ষোভের মাধ্যমে সফলভাবে বিএআরটির স্টেশন বন্ধ করে দিতে সক্ষম হয়। .

বিএআরটি-এর কর্মকাণ্ড নাগরিক স্বাধীনতাকামী গ্রুপ ও একটিভিস্ট এবং অজস্র মানুষের ভেতরে ক্ষোভের সঞ্চার করে। এই ঘটনা দ্রুত কিছু কর্মকাণ্ডের সৃষ্টি করে, এটি টুইটারে #অপবিএআরটি পরিকল্পনার জন্ম দেয়। রোববারে, তারা মাইবিএআরটি.অর্গ নামক ওয়েব সাইটের চেহারা বিকৃত করে ফেলে। একই সময়ে একটিভিস্টরা ১৫ আগস্ট সোমবারে এক বিক্ষোভের পরিকল্পনা করে।

যখন বিক্ষোভকারীরা সানফ্রান্সিকো এলাকায় অবস্থান নিতে শুরু করে, তখন এই ঘটনায় মিশরীয়দের একাত্মতা প্রদর্শনের মত এক প্রচারণা, টুইটারে জন্ম নিচ্ছিল। এটি #মুবারটেক (এখানে মুবারটেক শব্দটি মুবারক-এর মু; মাঝে বিআরটিএ-এবং শেষে ইংরাজিতে এক শব্দটি রয়েছে), নামে সৃষ্টি হয়। এই ঘটনায় মিশরীয় নাগরিকরা বিআরটিএর-এই কাণ্ডকে মিশরের প্রাক্তন রাষ্ট্রপতি মুবারকের কর্মকাণ্ডের সাথে তুলনা করে, যে রাষ্ট্রপতি একই ধরনের বিক্ষোভ দমন করার জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।

তারক আমর (@জিআর৩৩এনডাটা) তার অনুসারীদের কাছে এই হ্যাশট্যাগের বিষয়টি ব্যখ্যা করেছে:

যদি আপনার এই বিষয়ে বিস্মিত হন, তাহলে জেনে রাখুন, হ্যাঁ, মিশরীয়রা এখন #অপবিআরটিএ এবং #মুবারক নামক দুটি হ্যাশট্যাগ মিলিয়ে এক পরিহাসপূর্ণ হাস্যরসাত্মক হ্যাশট্যাগ সৃষ্টি করেছে, যার নাম #মুবারটেক।

আহমেদ কামাল এর সাথে যোগ করেছে:

#opBART الهاش تاج هيبقي تريند ومفيش اي حد بيكتب عليه الا المصريين صباح الضحك يعني 😀
#অপবিআরটিএ। এই হ্যাশট্যাগ একটি আলোচিত বিষয় হতে যাচ্ছে এবং মিশরীয় ছাড়া এখানে আর কারো লেখা নাই। হাস্যরসের মধ্যে দিয়ে এক সুন্দর সকালের সৃষ্টি হচ্ছে।:D

@মাজাইজে, বিআরটিএর এই ঘটনায় প্রচার মাধ্যমে যে ভাবে সংবাদটি উপস্থাপন হয়েছে তার সাথে জানুয়ারী মাসে মিশরীয় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম যে ভাবে তার দেশের সংবাদ প্রদান করছিল তার তুলনা করেছে:

#অপবিআরটিএ। #সানফ্রান সম্বন্ধে কোন সংবাদ নাই, দেখে মনে হছে এটা জানুয়ারী মাসের একটা মিশরীয় প্রচার মাধ্যম #২৫ জানুয়ারী #মুবারটেক

এই আলোচনায় হাস্যরস যুক্ত করে গিগি ইব্রাহিম (@জিস্কোয়ার৮৬) মুবারকের ভূমিকার কথা উল্লেখ করেছেন:

মুবারকের সবচেয়ে সেরা অর্জন: ইংরেজী শব্দকোষে “টু মুবারক” বা “মুবারকীয়” নামের ক্রিয়াপদ যুক্ত করা। এর মানে হচ্ছে জনতাকে দমন করা এবং তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ফেলা। #মুবারক #অপবিএআরটি।

এই ঘটনার প্রতিক্রিয়া @৩আরবওয়ে মজা করে প্রশ্ন করেছে, মিশরীয় মোবাইল ফোন কোম্পানীর কি সান ফ্রানসিসকোতে নেটওয়ার্ক আছে, @সালমানশোকাতি আরেকটি বিখ্যাত নেটওয়ার্ক সংযোগ প্রদানকারীর সংস্থার হঠকারী কাজ সম্বন্ধে উল্লেখ করে বলেছেন :“সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে আমি প্রায় নিশ্চিত যে @ভোডাফোনমিশর-এর সেখানে নেটওয়ার্ক আছে!”

যুক্তরাষ্ট্র থেকে জয়নেপ তোউফেকি (@টেকসক) টুইট করেছে:

এরপর বিআরটিএ এম্বারকাডারো স্টেশনে উট এবং গুণ্ডাদের পাঠাবে। #অপবিএআরটি #মুবারটেক

ভদ্রমহিলা এর সাথে যোগ করেছে:

বিএআরটি নিয়ন্ত্রণহীন ও অপ্রয়োজনীয় এক সিদ্ধান্ত নিয়েছিল এবং সম্ভবত অবৈধ ভাবে এই মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর এই ক্ষেত্রে যে প্রতিক্রিয়া প্রদর্শন করা হয়, তার প্রতি তারা বাড়াবাড়ি মনোভাব প্রদর্শন করেছে।

সাড়া প্রদান করেছে:

@টেকসক, আরো একবার, মোবাইল ফোন এবং বিনা তারের সংযোগ বন্ধ করার জন্য আমাদের একটা অপরাধ করতে হল। #অপবিএআরটি #ফ্রিস্পিচ

এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .