- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভারত: প্রকাশ্য দিবালোকে তথ্য অধিকার এবং বন্য প্রাণী সংরক্ষণ কর্মীকে খুন করা হয়েছে

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, আইন, তাজা খবর, নাগরিক মাধ্যম, পরিবেশ, প্রতিবাদ, বাক স্বাধীনতা, মানবাধিকার, রাজনীতি

রাইট টু ইনফর্ম [1] (আরটিএ, তথ্য অধিকার) এবং এনজিও কর্মী সেহলা মাসুদ [2] ( ৩৯ বছর) মঙ্গলবার সকালবেলা ভুপালে তাঁর বাসভবনের সামনে নিহত হয়েছেন। এছাড়াও তিনি বন্য প্রাণী সংরক্ষণ প্রচারণার সাথে যুক্ত ছিলেন। সংবাদ [3] অনুসারে সেহলা সম্প্রতি আন্না হাজারের “দুর্নীতি মুক্ত ভারত” নামক প্রচারণার সমর্থনে অনশন পালন করেন।

সেহলা ছিলেন এক সক্রিয় টুইটার ব্যবহারকারী [4]। ভারতীয় অনেক টুইটারকারী তাকে অনুসরণ করত এবং তাঁর এই বেদনাদায়ক মৃত্যুতে যে সমস্ত প্রতিক্রিয়া পাঠিয়েছে নীচে তার কিছু অংশ প্রদান করা হল।

ল্যান্ডোফম [5]: আরটি @কুনালমজুমদার [6]: এ যেন এক প্রচণ্ড আঘাত! আরটিআই একটিভিস্ট @ সেহলামাসুদ [7] বেলা ১১ টার সময় নিহত হয়েছে। সাত ঘন্টা আগে সে তাঁর শেষ টুইটটি করেছিল ৭ ঘণ্টা আগে। “#এলএস এ্যাডজুরনড”( সেহলা মাসুদের টুইট চিরতরে বন্ধ হয়ে গেছে)। মনে হচ্ছে দেশটা এখন পাকিস্তানের মত একটা দেশে পরিণত হচ্ছে।

@ঝুনঝুওয়ালা [8]: সেহলা মাসুদ এক বাঘিনীর বিষয়ে শুনানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পরিহাসের বিষয় হচ্ছে বাঘিনী এবং আরটিআই একটিভিস্ট উভয় অবৈধ শিকারিদের লক্ষ্যবস্তু পরিণত হল এবং তাদের খুন করা হল…।

নাগেশপারদ্দি [9]: আজকে @সেহলামাসুদকে খুন করা হয়েছে। সে তার জীবন নিয়ে কি রকম শঙ্কিত ছিল সে বিষয়ে সে একটা চিঠি লিখেছিল। bit.ly/qPNODm [10]

ত্রিশুল [11]: সে তাঁর কাজ করেছিল> আরটি@সেহলামাসুদঃ [7]আপনাদের মধ্যে কেউ কি দুর্নীতির বিরুদ্ধে লড়েছেন? আপনারা কি জনগণের সামনে আপনাদের কণ্ঠস্বর তুলে ধরেছেন? আপনার কি কখনো লিখিত ভাবে কোনদিন অভিযোগ করেছিলেন?

@রাহিলদাবেস্টঃ [12] এদিকে @সেহলামাসুদ [7] চিরনিদ্রায় শয়ন করেছেন এবং তিনি এখন মৃত। তাঁর কাজের জন্য তাকে খুন করা হয়েছে। তাঁর মৃত্যুর ফলে আন্না হাজারের দল থেকে একজন কমে গেল।#সেহলামসুদ #শেম (লজ্জা)।

@আঙ্কুশ [13]: ভারতীয় সংবাদপত্র #সেহলামাসুদের প্রকাশ্যে খুন হয়ে যাবার বিষয়টিকে #আন্না হাজারের সমর্থকের খুন হয়ে যাবার বিষয় হিসেবে উল্লেখ করেছে”। লজ্জাজনক

সারনেল [14]: @সেহলামাসুদঃ আমি আপনার পরিচিত ছিলাম, তার জন্য আমি গর্বিত। আপনার আত্মার শান্তি কামনা করছি। আপনার লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব।

সানুটুইট [15]: #সেহলামাসুদ-এর জন্য ভারী খারাপ লাগছে এবং #ভুপালের জন্য দুঃখিত। আরটিআই একটিভিস্টদের এ ভাবে শিকার করা বন্ধ করুন।

আই_মেডকাপঃ [16] কোন সংবাদ প্রদানকারী টিভি চ্যানেল @সেহলামসুদের-এর খুনের ব্যাপারে কোন বিস্তারিত সংবাদ প্রদান করেনি। একজন আরটিআই একটিভিস্টকে সম্ভবত তাঁর সাহসিকতাপূর্ণ কাজের কারণে খুন করা হয়েছে।

পুলিশ এই খুনের কারণ এবং খুনিকে চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করছে [17]

[18]

সেহলামাসুদের ফেসবুকের ছবির স্ক্রিনশট

কাফিলা ব্লগ সেহলামাসুদের শহীদ হবার ঘটনায় একটি বিবৃতি [19] পোস্ট করেছে:

আমরা, নিম্ন স্বাক্ষরকারীরা উক্ত এলাকার বাঘ, আদিবাসী, বৃক্ষের দুর্ভাগ্যের কারণে শঙ্কিত এবং এখন মানবাধিকার এবং পরিবেশ সংরক্ষণ কর্মীদের টার্গেট করা হচ্ছে এবং একই ভাবে তাদের খুন করা হচ্ছে।

আমরা দাবী করিছি যে তাঁর খুনের সাথে মধ্যপ্রদেশের ছত্তিশগড় জেলার রিও টিনটো নামক হীরক কোম্পানির এক অবৈধ খনি প্রকল্পের যোগসাজস থাকতে পারে। এটি একটি প্রান্তিক খনি কোম্পানী যার সদর দপ্তর লন্ডনে। মূলত লন্ডন এবং ইউ ইয়র্ক পুঁজি বাজারে নিবন্ধনকৃত রিও টিনটো পিএলসি এবং এবং অস্ট্রেলিয়ার পুঁজি বাজারে নিবন্ধনকৃত রিও টিনটো কোম্পানীর সমন্বয়ে এটি গঠিত। একটি উচ্চ মাত্রার তদন্ত কমিটির অনন্যা সন্দেহজনক বিষয়ের সাথে তাদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। [..]

সেহলা মাসুদ তাঁর বার্তা একটি গর্বিত শব্দ দিয়ে শেষ করত, সে লিখত “রোরররর” (গর্জন)। খুনীর বুলেট তাঁর এই গর্জনকে থামিয়ে দিতে পারে না।

দয়া করে সেহলার ফেসবুকের ছবি [18] এবং ব্লগ [20], দেখুন (ফেসবুকে প্রবেশ করার জন্য সেখানে লগইন করার প্রয়োজন হবে)