অনলাইনে খবর পাওয়া যাচ্ছে যে গাজা একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টুইটারে, ব্যবহারকারীরা এই ঘটনার জন্য ইজরায়েল-এর বুলডোজারকে দায়ী করেছে। এই বিষয় নিয়ে যে আলাপচারিতা, এখানে তার কিছু অংশ তুলে ধরা হল।
মিশরীয় নাগরিক মোহাম্মদ এল দাহশান ছিলেন সেই সব ব্যক্তিদের মধ্যে প্রথম, যিনি টুইটারে এই সংবাদ প্রকাশ করে:
@ট্রাভেলারডাব্লিউ: তাজা সংবাদ- ইজরায়েল-এর বুলডোজার সকল তার ছিড়ে ফেলেছে, গাজার সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট সেবা- এখন বিপর্যস্ত ! http://t.co/ASIIQ1W #প্যালেস্টাইন
জালালএকে_ জোজো বিষয়টি পরিষ্কার করেছে:
জালালএকে_জোজো: নোটঃ প্রায় ৬ ঘণ্টা হয়ে গেছে, গাজার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। ইজরায়েল-এর বুলডোজার-এর কারণে নেটওয়ার্কের এই দশা।
তবে ইজরায়েলী সাংবাদিক জোসেফ ডানা বিভ্রান্ত:
@আইবেনজরা: টুইটারের সংবাদের ভিত্তিতে জানা গেছে, গাজার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইজরায়েল এই সব তার কেটে ফেলেছে কিনা, এখনো বিষয়টি পরিষ্কার নয়।
জর্ডান থেকে আলি আবুনিমিয়াহ যাচাই করে দেখছে, কোন বন্ধু তার টুইট পড়ে দেখছে কিনাঃ
@আবিনুয়ান: গাজার বন্ধুরা, তোমরা কি এই টুইট পড়তে পারছ? সংবাদ পাওয়া গেছে যে ইজরায়েল সকল ফোন/ইন্টারনেট সংযোগের তার কেটে ফেলেছে।
বেঞ্জামিন ডোহার্টি একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে:
@ব্যাংপাউন্ড: গাজা থেকে করা আমার টুইট যাচাই করে দেখছি এবং এক ঘণ্টা বা তার বেশী কিছু সময় ধরে কেউ কিছুই বলছে না……
এবং এনপিআর-এর ঊর্ধ্বতন পরিকল্পনাবিদ এন্ডি কারভিন উত্তর করেছে:
@একারভিন: @ব্যাঙ্গপাউন্ড। টুইটারে গাজা বিষয়ে অনুসন্ধান করছি। এই বিষয়ে তেমন একটা পোস্ট নেই। https://twitter.com/#!/search/near%3A%22gaza%22%20within%3A10mi
যুক্তরাষ্ট্র থেকে ড্যারিল লি টুইট করেছে যে সে গাজার বেশ কিছু টেলিফোন নাম্বারে প্রবেশ করার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেননি।
@আবুবান্দা: স্কাইপির মাধ্যমে # গাজার বেশ কিছু টেলিফোন নাম্বারে প্রবেশের চেষ্টা করেছি, যার মধ্যে জাতিসংঘের দপ্তর রয়েছে, সেখানে ফোন করলে ভুল নাম্বারে ফোন করার বার্তা পাচ্ছি। এমনকি কোন ডায়াল টোন পাচ্ছি না।
তিনি এর সাথে যোগ করেছেন :
@আবুবান্দা:যতদূর জানা যাচ্ছে #গাজার মোবাইল নাম্বারে যখন আমি ফোন করছি তখন তা ‘আর কার্যকর নয়’ এমন বার্তা প্রদান করছে।
এবং এক ঘণ্টা পরে তিনি এর সাথে যোগ করেছেন:
@আবুবান্দা:#গাজা থেকে এখনো কোন রিংটোন পাচ্ছি না, এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে জাতিসংঘ দপ্তরে সংযুক্ত বিশেষ ফোন (বিশেষ ভাবে নেওয়া সংযোগ)? টেলিফোন এবং মোবাইল নাম্বার মিলে মোট ৩০ টির বেশী নাম্বারে চেষ্টা করেছি।
এদিকে এই ঘটনায় লেইলা ক্ষুব্ধ এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন:
@এলসাল৯২: অবিশ্বাস্য! ইজরায়েল, বাকি বিশ্ব থেকে গাজাকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে। নিরব থাকা বন্ধ করুন! আওয়াজ তুলুন!#গাজা
ছোট্ট এক সংবাদ প্রবন্ধে, মান নিউজও তার কেটে ফেলার জন্য ইজরায়েলী বুলডোজারকে (আরবী ভাষায়) দায়ী করেছে ।