এই প্রবন্ধটি লিবিয়ার গণজাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
লিবীয় নাগরিকরা ক্রমশ জীবন ধারনের প্রয়োজনীয় উপাদানের তীব্র সঙ্কটে ভুগছে, বিশেষ করে রমজান মাসে যখন যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে এখন খাদ্য থেকে পানি এবং জ্বালানী তেল থেকে বিদ্যুৎ-সবকিছুর তীব্র সঙ্কট দেখা দিয়েছে। মৃত মানুষদের করব দিতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে এবং দেশটিতে কি ঘটছে সে ব্যাপারে তারা বিশ্বাসযোগ্য কোন তথ্য পাচ্ছে না। যার ফলে এই রমজান মাসে রোজা রাখার বিষয়টি তাদের জন্য আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

লিবিয়ায় মোমবাতির আলোয় ইফতার করা।
ফেসবুকে, চেঞ্জইনলিবিয়া নীচের ছবিটি প্রদর্শন করছে, যে ছবিটিতে দেখা যাচ্ছে লিবীয় একটি পরিবার এই রমজানে অন্ধকারে ইফতার করছে। রমজান মাসে মুসলমানরা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে।
@চেঞ্জইনলিবিয়া: ত্রিপলি এখন অন্ধকারে ডুবে আছে…মানুষজন বিদ্যুৎ ছাড়া রান্না এবং ইফতার করার চেষ্টা করছে # লিবিয়া http://fb.me/1clc8E4RH
লিবিইইয়া নিশ্চিত করেছে:
@ লিবিইইয়া :আল সারাজ-এ পরপর তিন দিন ধরে বিদ্যুৎ নেই। আরটি @লিভ২ ত্রিপলি:# ত্রিপলি: কখনো কখনো আট ঘণ্টা ধরে বিদ্যুৎ থাকছে না এবং প্রায়শ এই ঘটনা ঘটছে।
মোহাম্মদ শরিফ আরউক টুইট করেছে (আরবী ভাষায়):
বিনতেবেনগাজি (বেনগাজির কন্যা) এর সাথে যোগ করেছে:
@ বিনতেবেনগাজি: লিবিয়ার জাউইয়ায় এলাকায় পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে #জাউইয়া, #লিবিয়া# ফেব১৭#গাদ্দাফিক্রাইম
ত্রিপলিতে অবস্থিত সিএনএন-এর সাংবাদিক ইভান ওয়াটসন টুইট করেছে:
@ইভানসিএনএন: #ত্রিপলির কেন্দ্রস্থল ও তার আশেপাশের এলাকায় বিদ্যুৎ নেই, এবং পুরো এলাকা ঘন অন্ধকারে ডুবে আছে। নাগরিকরা মোমবাতির আলোয় ইফতার, রাতের আহার সারছে। স্পোকই #লিবিয়া।
@ইভানসিএনএন: #রিক্সস হোটেল বিদ্যুৎ নেই, #ত্রিপলিতে আসা বিদেশী সাংবাদিকদের যে হোটেলে অবস্থান করা অনেকটা বাধ্যতামূলক [ হোটেলের বাইরে পা রাখতে গেলে অনুমতির প্রয়োজন]। এই প্রথমবারের মত এই ঘটনা ঘটল।
এদিকে, দি লিবিয়ান ওয়ান আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন:
@দিলিবিয়ান১: লোকজন তাদের ট্যাঙ্ক ( তেল দিয়ে ) ভর্তি করতে পারে না, তার মানে এই নয় যে গাদ্দাফি তার ট্যাঙ্ক পূর্ণ করতে পারে না।
এবং বিনতে_তারহোন্না প্রশ্ন করেছে:
@ বিনতে_তারহোন্না : তার মানে গাদ্দাফি বিদেশে জ্বালানী তেল বিক্রি করছে, যখন ত্রিপলিতে বাস করা আমার পরিবারের লোকজন গত সপ্তাহে দিনে ৩ ঘন্টা বিদ্যুৎ ছাড়া কাটাচ্ছে#লিবিয়া
যদি বিদ্যুৎ না থাকা এবং পানি ও জ্বালানী তেল না পাওয়ার বিষয়টি যথেষ্ট বলে বিবেচিত না হয়, তাহলে এই রমজান মাসে বাসাগুলোর উপর বোমা ফেলা হবে।
১৭০২২০০১১ লিবিয়া ইউটিউবে প্রদর্শীত নীচের এই ভিডিওটি জালুর কিছু ক্ষতিগ্রস্থ ভবনের দৃশ্য তুলে ধরছে, অভিযোগ রয়েছে যে এই সব বাড়ীর উপর গাদ্দাফির সেনার বোমা বর্ষণ করেছে:
http://www.youtube.com/watch?v=FO_0PK53IhM
ডিসপ্লেসড লিবিয়ান তার দেশে যুদ্ধ শুরু হবার পর থেকে তাকে যে সব বেদনাদায়ক ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে তার কিছু আমাদের শোনাচ্ছেন। তিনি লিখেছেন:
@ডিসপ্লেসডলিবিয়ান :#লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হবার পর ৬ মাস পার হয়ে গেছে এবং আমি আমার পরিবারে ৪ জন সদস্য, আর শত শত প্রতিবেশীকে হারিয়েছি। জেলে যারা বন্দী আছে তাদের এখনো হিসেবের মধ্যে আনিনি।
@ডিসপ্লেসডলিবিয়ান : #লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হবার ৬ মাস পার হয়ে গেছে এবং আমাকে তিনটি শহরে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিতে হয়েছে
@ডিসপ্লেসডলিবিয়ান : #লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হবার ৬ মাস পার হয়ে গেছে এবং ফেসবুকে বন্ধু বিবেচনা করা যায় এমন কিছু নাগরিক সংবেদনশীল প্রশ্ন করতে উৎসাহ প্রদান করে আপনার জীবন বিপন্ন করে তুলছে।
দানিয়া বি মাহমুদ বিস্মিত:
@সিইওদানিয়া: বিস্মিত এই কারণে যে, কতজন মা তার সন্তানকে, কতজন বোন তার ভাইকে এবং কতজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। # গাদ্দাফিক্রাইম
এবং সর্বশেষ কাহিনী, কিন্তু অন্যগুলোর মত সমান গুরুত্বপুর্ণ, ইয়েমেন থেকে নুন আরাবিয়া, লিবিয়া এবং সিরিয়া উভয় রাষ্ট্রের নাগরিকের জন্য এক প্রার্থনা করেছে.
@নুনআরাবিয়া: ঈশ্বর লিবীয় নাগরিকদের রক্ষা করুন যারা সম্মুখ সমরে লড়ছে #লিবিয়া এবং #সিরিয়ার সেই সব সিরীয় নাগরিকদের রক্ষা করুন, যারা #রমজানে আতঙ্কের মধ্যে আছেন এবং রোজা রেখেছেন।
এই প্রবন্ধটি লিবিয়ার গণজাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।