ডঃ. সিফো মায়ো লাইবেরিয়া নামক দেশটি ভ্রমণ করেছেন, যে দেশটি আফ্রিকার মধ্যে অনেক বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে। লাইবেরিয়া, আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র, যেটিকে ১৮২২ সালে উপনিবেশ বানানো হয় এবং ১৮৪৭ সালে দেশটি স্বাধীন হয়। এই দেশটি আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি দেশ। লাইবেরিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে আফ্রিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি এ্যালেন জনসন সিরলিফ। গত সপ্তাহে দেশটির রাজধানী মনরোভিয়ায় এক্সিকিউটিভ ম্যানসনে আমি ওয়ান নামক শ্রবণ এবং শিক্ষা কার্যক্রম যাত্রায় তার সাথে সাক্ষাৎ করি।