গ্লোবাল ভয়েসেস পডকাস্ট ২: আমাদের ভাষায় কথা বলা

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

স্বাগত বিশ্ব !

গ্লোবাল ভয়েসেস পডকাস্টের এবারের সংখ্যায় আমরা ভাষা নিয়ে কথা বলব। আমাদের ভাষা এবং ইন্টারনেট বিষয়ক বিশেষ সংখ্যার পাতায় আপনারা এই বিষয়ের উপর অনেকগুলো প্রবন্ধ পাবেন। যে ভাবে আমরা কথা বলি, লিখি, অঙ্গভঙ্গি করি, কোড লিখি এবং যোগাযোগ করি, আলোচনার জন্য এসব কিছু এত সমৃদ্ধ বিষয় যে পডকাস্টের জন্য কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে তা বের করা কঠিন। এখানে আমাদের এই আলোচনা থেকে আপনারা আপনাদের চিন্তার খোরাক পেয়ে যাবেন।

তাজা সংবাদ প্রদানের ধারা

শুরুতে, আমাদের ম্যানেজিং এডিটর, সোলানা লারসেন গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা, ইজরায়েল-এর বাসিন্দা ড. কারমেল ভাসিমান এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তার নতুন প্রকাশিত বই হিব্রু অনলাইন ( কেটার বুকস এর মাধ্যমে তা হিব্রু ভাষায় কিনতে পারা যাবে) সহ। হিব্রু ভাষার উৎপত্তি কোথা থেকে এবং কি ভাবে তা সময়ের সাথে সাথে সমৃদ্ধ এবং বিবর্তিত হল সেই বিষয়ে এক আলোচনা শুনতে পারার বিষয়টি বেশ উৎসাহজনক বিষয়।
ভূগোল এবং উচ্চারণ

অনলাইনে বা অফলাইন যেখানে হোক না কেন, আমরা যে ভাষায় কথা বলি এবং লেখি, তা আমাদের সম্বন্ধে অনেক কিছু বলে থাকে। কোন জাতির জন্য আনুষ্ঠানিক একটি ভাষা বেছে নেবার বিষয়টি কেবল যোগযোগের মাধ্যম নয়, তার সাথে আরো অনেক কিছু উন্মোচন করে। সারা মোরেইরা, গ্লোবাল ভয়েসেস-এর পর্তুগীজ ভাষার সম্পাদিকা। সে আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে যে সব জটিলতার সৃষ্টি হয় সে সম্বন্ধে বলছেন। এটি কেবল ভৌগলিক বা ক্রান্তীয় পটভূমিরা কারণেই সৃষ্ট নয়, একই সাথে তা ভাষার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।

গল্প কথক

এমনটা নয় যে আমরা যা বলছি তার কারনে এসব কিছু কৌতূহলজনক হয়ে উঠে, কিন্তু আমরা বলব যে, এটাই ভাষাকে একটা
কৌতুহলজনক বিষয় করে তুলেছে। ক্লারা উলরিচ, গ্লোবাল ভয়েসেস-এর ফরাসী সাইটির সম্পাদিকা এবং ফরাসী ভাষায় প্রকাশিত প্রবন্ধ বিষয়ক সহকারী সম্পাদিকা। ক্লারা, গ্লোবাল ভয়েসে –এর অনুবাদক বোকারি কোনাটের অজস্র কাজের কথা উল্লেখ করেছে এবং তার কাজ কি ভাবে মালির দৈনন্দিন জীবনকে যুক্ত করে, সে বিষয়ে জানাচ্ছে। ক্লারা আমাদের সেখানকার গ্রামের এমন কিছু গল্প শোনাচ্ছে, যার মাধ্যমে আমরা সকলেই কিছু না কিছু শিখতে পারি।
কোড

আমরা যে সব ভাষায় কথা বলি এবং লিখি অবশ্যি তার সবটাই সবকিছু নয়। এ ছাড়াও এমন কিছু আছে যা আমরা অনলাইনে ব্যবহার করি। বহুভাষিক গ্লোবাল ভয়েসেস অনলাইনের কোড এবং তার ডিজাইনের পেছনে যে ব্যক্তি তার নাম জেরেমি ক্লার্ক । বলা যায় এর জন্য তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, আর গ্লোবাল ভয়েসেস যে ইন্টারনেটে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই, যার কারণে সকল প্রদায়ক (কন্ট্রিবিটর) এবং পাঠক এই সাইটে সহজেই প্রবেশ করতে পারে। এ রকম এক বড় ধরনের সাইট চালানোর বিষয়টি কেমন হতে পারে এবং কি ভাবে ভাষার সঙ্কেত রাজনৈতিক হতে পারে, সেই বিষয়েও আমরা কথা বলেছি।
এবারের গ্লোবাল ভয়েসেস পডকাস্টে এই সব বিষয় অর্ন্তভুক্ত ছিল। কিন্তু আপনাদের শোনানোর জন্য শীঘ্রই আমরা আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসব। আগামী পর্বের জন্য কোন মন্তব্য বা পরামর্শ থাকলে দয়া করে আমাদের তা দ্বিধাহীন চিত্তে জানান।
সঙ্গীতের কৃতিত্ব

পডকাস্টে আপনারা প্রচুর সুন্দর ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত শুনতে পেয়েছেন। আপনারা যাতে এই সব শিল্পীদের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারেন, তার জন্য এখানে কিছু লিঙ্ক প্রদান করা হল।

রিটার্ন অফ আটলান্টিন্স লেমুরিয়া ক্যান্ডিডেট এর আবহ সঙ্গীতের জন্য অর্ব গেট্টাররকে ধন্যবাদ, স্পিরিচুয়াল হোমেজ এর জন্য মার্ক কটনকে , সুপারবাস ফিট. এনএস এর জন্য ফজ্জাদকে ধন্যবাদ! বেশীর ভাগ সঙ্গীত নেওয়া হয়েছে অপসাউন্ড.অর্গ, দি ফ্রি মিউজিক আর্কাইভ অথবা সরাসরি সঙ্গীত শিল্পীর কাছ থেকে। এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এবং এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।
এই পডকাস্ট শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং গ্লোবাল ভয়েসেস-এর পরবর্তী পডকাস্ট শোনানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি!

Global Voices Podcast HomepageSubscribe in iTunes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .