- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

রমজানের রন্ধণ প্রণালী: উপবাসের পরে ভোজন

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া-ককেশাস, মধ্যপ্রাচ্য ও উ. আ., আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, মিশর, খাদ্য, ধর্ম, নাগরিক মাধ্যম, ভ্রমণ, শিল্প ও সংস্কৃতি

রমজান মাস হচ্ছে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ইবাদতের মাস। এই মাসে মুসলমানরা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকে, কিন্তু যখন সুর্য অস্ত যায় তখন উপবাস শেষে সবাই ইফতার [1] আহারে বসে পড়ে। ইফতারের সময় রোজা ভাঙ্গার জন্য সবাই একসাথে বসে। ঐতিহ্যগত ভাবে একটা শুকনা খেজুর মুখে দিয়ে সবাই সাধারণ রোজা ভাঙ্গে। তবে খেজুর ছাড়াও, নানা পদের চমৎকার সব খাবার রাখা হয়। এখানে গ্লোবাল ভয়েসেস-এর ব্লগারদের কিছু প্রিয় খাবারের তালিকা প্রদান করা হল ।
গ্লোবাল ভয়েসেস-এর ব্লগারদের তরফ থেকে রমজান মুবারক যারা এই সব লিঙ্ক শেয়ার করেছে!

আপনার প্রিয় খাবারের নাম এখানে যুক্ত করতে চান? তাহলে তা আমাদের জানান !