এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
ফেব্রুয়ারি মাসে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ার দেশটির সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ প্রত্যক্ষ করার পর, সিরিয়ার বিরোধী দল এবং সারা বিশ্বে তাদের সমর্থকরা দেশটির এই ঘটনায় বিশ্বব্যাপী এক সচেতনতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এর জন্য তারা #রামাদানমাসাকার, (রমজানেরগণহত্যা) নামক হ্যাশট্যাগ ব্যবহার করছে, যা হামা শহরের ঘটনার উপর নজর রাখার জন্য রোববারে ব্যবহার করা শুরু হয়।
সোমবার সকালে লেবানন থেকে করা এক টুইটে @এনমোওয়াদ, এই প্রচারণার উদ্দেশ্য কি তার সারংশ করেছে:
#হামার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে #রামদানমাসাকার নামক হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাথে যোগ দিন | কায়রো স্থানীয় অনুসারে বেলা ২ টা বাজে।
সিরিয়ার টুইটা ব্যবহারকারী @লেশাক তার চিন্তা তুলে ধরেছে:
গণহত্যার এক তালিকা সহ আমি এই বিষয়টি আমার স্বদেশী কুর্দিদের হাতে ছেড়ে দেব, যা আসাদের দ্বারা সৃষ্টি। #রামাদানম্যাসাকার
@বাচারারনাউট সিরিয়ার প্রতিবাদকারীদের সহায়তার জন্য একটি টুইটের প্রস্তাব করেছে :
মার্চ থেকে #আসাদের হাতে #সিরিয়ায় ২০০০-এর বেশী মানুষ খুন হয়েছে, কিন্তু সাহসী এইসব মানুষেরা তাদের শাসককে উৎখাত করতে দৃঢ় প্রতিজ্ঞ। #রামাদানম্যাসাকার
রোববারে হামায় সংঘঠিত ঘটনার স্মরণে একটি অবতার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র বসবাস করা@রা নওন ৯৫, সে প্রতিবাদকারীদের সাথে একাত্মতা প্রদর্শনের জন্য তা পোস্ট করেছে:
আপনি আমাদের চুপ করিয়ে রাখতে পারবেন না, আমরা এই বিশ্বের মানুষেরা জানি আপনি কি করেছেন এবং আমরা চুপ করে থাকব না। এই ধরনের কাজ চালিয়ে যেতে থাকব। #রামাদানম্যাসাকার #সিরিয়া
@রালাফ, মুসলমান পাঠকদের প্রতি এক আহ্বান জানিয়েছে, তাদের সে প্রশ্ন করছে:
আজকের ইফতারে আপনারা কি আহার করবেন? #হামার বাসিন্দাদের জন্য রয়েছে কামানের গোলা। # রামাদানম্যাসাকার #সিরিয়া
@জেডমোসাবাস একটি টুইট করেছে, যেটিতে বলা হয়েছে “ একটি টুইট এক গণহত্যা বন্ধ করতে পারে”, কিন্তু এর জবাবে এনপিআর-এর সাংবাদিক এন্ডি কারভিন প্রশ্ন করেছে, ” আসলে কি তা পারে?”, এতে সেই আবেগের প্রতিধ্বনি রয়েছে অনেকে যা পরামর্শ প্রদান করেছে। যদিও সামাজিক প্রচার মাধ্যম নিশ্চিত ভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারে, কিন্তু সিরিয়ার মত দেশের ক্ষেত্রে এর প্রভাব খুব সামান্য হবে।
তবে এই প্রচারণা চলছে, বিশেষ করে যখন সিরিয়ার বিরোধী দল এবং তাদের সমর্থকরা#রামাদানম্যাসাকার নামক হ্যাশট্যাগটিকে টুইটারে আলোচিত বিষয় পরিণত করার চেষ্টা করছে।
এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।