তুরস্কঃ কুর্দী গায়িকার প্রতি বিক্ষোভ-এর বিরুদ্ধে দ্রুত সামাজিক প্রচার মাধ্যমে প্রতিক্রিয়া

ইস্তাম্বুল জাজ ফেষ্টিভ্যাল-এ সঙ্গীত পরিবেশনের সময় কুর্দী-তুর্কী গায়িকা আইনুর দোগান কে দর্শকদের এক অংশ প্রত্যাখ্যান করে, কারণ সে কুর্দী ভাষায় গান গেয়েছিল। দর্শকদের একটি অংশ এর প্রতিবাদে তুরস্কের জাতীয় সঙ্গীত গেয়েছিল। এদিকে দর্শকদের আরেকটি অংশ গায়িকাকে সমর্থন করে। ঘটনাক্রমে যখন দর্শকদের প্রতিক্রিয়া ক্রমশ বাড়তে থাকে, তখন এই গায়িকা মঞ্চ ত্যাগ করে। গতকাল তুরস্কের সেনাবাহিনীর সাথে বিদ্রোহীদের এক সংঘর্ষের ঘটনা ঘটে, কয়েকজন মতে এই সংঘর্ষ এই ঘটনার আংশিক কারণ হতে পারে। উভয় পক্ষ দাবী করেছে যে এই সংঘর্ষে উভয় পক্ষের ডজন খানেক মানুষ নিহত হয়েছে।

ম্যাসিডোনিয়ান সঙ্গীতের ধারা অনুসারে তৈরি হওয়া ব্যান্ড দল বাকালাভা এবং তুরস্কের বিখ্যাত গায়িকা আইনুর, ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতে অনুষ্ঠিত বিশ্ব সঙ্গীত উৎসব-এর নবম পর্বে গান গাইছে। ছবি মিটে কুজেভেস্কির। কপি রাইট ডেমোটিক্সের (০১/০৬/২০১০)।

দর্শকদের সারিতে উপবিষ্ট বেইহান দেমারিচি এই গায়িকার মঞ্চ থেকে চলে যাবার দৃশ্য ধারণ করে ইন্টারনেটে দিয়েছে এবং ওই ঘটনার সারাংশ তৈরি করেছে [তুর্কী ভাষায়]:

‘Türkce soyle’ dediler, ‘şehitler ölmez’ dediler, ‘yuh’ dediler. Ve Aynur Doğan'ı sahneden indirdiler..

দর্শকরা বলছিল,“তুর্কি ভাষায় গান গাও”, তার বলছিল, “শহীদেরা কখনো মারা যায় না”, তার বলছিল “ দুয়ো দুয়ো”। [অবশেষে] তারা আইনুর দোগানকে মঞ্চ ত্যাগ করতে বাধ্য করে…

সে দিন মেলটেম গুরলের ও দর্শক সারিতে উপস্থিত ছিল। সেও এই ঘটনা সম্বন্ধে সংবাদ প্রদান করেছে [তুর্কী ভাষায়]:

Acikhavada yerin dibine girdik, Aynur'u Kurtce sarkilarindan dolayi sahnede protesto ettiler. Aynur sahneyi terk etti.Burasi vahim durumda.

এই উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে [ওপেন এয়ার কনসার্ট] আমার অত্যন্ত বিব্রত হয়েছি, [অনেকে] আইনুর যখন মঞ্চে, [গানের সময়] তখন প্রতিবাদ করেছিল, কারণ সে কুর্দী ভাষায় গান গাইছিল। তখনকার পরিস্থিতি ছিল খুবই জঘন্য।

আসলি তুঞ্চ একই অনুষ্ঠানে উপস্থিত ছিল। সে সংবাদ প্রদান করছে যে বেশ কিছু প্রতিবাদী দর্শক গায়িকার সমর্থনকারীদের সাথে ঝগড়া করার পর সেখান থেকে চলে যায় [তুর্কী ভাষায়]:

Izleyicilerin bir bolumu acik havayi terketti, tartismalar suruyor!

গোলমাল চলতে থাকায় অনেকে এই ওপেন এয়ার [কনসার্ট] ছেড়ে চলে যেতে বাধ্য হয়!

ভদ্রমহিলা একই সাথে উল্লেখ করছেন, কি ভাবে কিছু দর্শক পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদে একসাথে জাতীয় সঙ্গীত গেয়েছেন [তুর্কী ভাষায়]:

Acik Hava'da rezalet suruyor! Bir kisim seyirci istiklal marsi soyleyip konseri sabote ediyor!

এই ওপেন এয়ার কনসার্টে গোলমাল চলতেই থাকে! কিছু দর্শক কনসার্ট ভণ্ডুল করার জন্য ইস্তিকলাল গানটি [ তুরস্কের জাতীয় সঙ্গীত] গাইতে শুরু করে!

প্রচলিত ধারার সংবাদ মাধ্যম এই ঘটনার বিষয়ে কিছু লেখার আগে সামাজিক প্রচার মাধ্যমে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। তুরস্কে অসহিষ্ণুতা এবং বর্ণবাদ নিয়ে এক লম্বা বিতর্ক শুরু হয়েছে। তবে এই ঘটনা সত্ত্বেও অনেকে অনেক বেশি আশাবাদী, @জিএলক্যানভাসার লিখেছে [তুর্কী ভাষায়]:

Aynur Doğan'ı protesto edenler bu ülkedeki gelişimin öyle gerisinde ki umutsuzluk yaratamazlar artık; ancak utanç vesilesi olurlar.

যারা আইনুর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারা দেশের উন্নয়নের থেকে অনেক বাইরে, এখানে যুক্তি হিসেবে বলা যেতে পারে, তারা হতাশা নয়, তার বদলে তারা দেশের জন্য লজ্জা বয়ে এনেছে।

তুরস্কের আরকে বিখ্যাত গায়িকা, ইয়েসমিন গোকসু, বলেছেন যে, এই ঘটনার কথা শোনার পর তিনি আইনুর দোগানের সাথে কিছুক্ষণ কথা বলেছেন [তুর্কী ভাষায়]:

… ben şimdi konuştm Aynur Doğan'la. Olayı anlattı, birkaç kişi provoke etmş ama dinleyici Aynur'u sahiplenmiş. Tabi morali bozulmuş ama iyi

আমি কেবলমাত্র আইনুর দোগান এর সাথে কথা বললাম। সে আমাকে পুরো ঘটনা ব্যাখ্যা করে বলল। দৃশ্যত একদল লোক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু দর্শকরা আইনুরকে সমর্থন করে গেছে। এই ঘটনার পর নিঃসন্দেহে তার মন ভেঙ্গে গিয়েছিল, কিন্তু এখন সে ভালো আছে।

যারা একেবারে শেষ পর্যন্ত এই কনসার্টে থেকে গিয়েছিল তারা বলছে, দর্শকরা আইনুর দোগানের সম্মানে দাঁড়িয়ে হাততালি দেয়। যখন দোগান তার বাদকদলের সাথে আবার মঞ্চে ফিরে আসে তখন তারা দোগানের প্রতি একাত্মতা প্রদর্শন করে এবং বর্ণবাদের বিরুদ্ধে স্লোগান দেয়।

@দেগান্দারি, যে কিনা এই কনসার্টে উপস্থিত ছিল, সে এর সমাপ্তির বর্ণনা দিচ্ছে [তুর্কী ভাষায়]:

Konser sona eriyor Aynur sahneye geldi herkes ayakta Aynur U alkışladı, yasasın halkların kardeşliği sloganları atıldı

কনসার্টের শেষে আইনুর আবার মঞ্চে এসে হাজির হয়, সে সময় সকলে তার সম্মানে দাঁড়িয়ে যায়, তাকে হাততালি দিয়ে সম্মান জানায়। সকলে স্লোগান দিতে থাকে “[সকল] জনতার অনুসারী দীর্ঘজীবী হৌক।”

গুরগান তানের, আইকেএসভির প্রতিষ্ঠাতা। এই সংগঠনটি ইস্তাম্বুল জাজ ফেস্টিভ্যালের আয়োজন করেছে। গুরগান ঘোষণা প্রদান করেন [তুর্কী ভাষায়]:

Çok kulturlu seslerin yer aldığı konserler yapmaya devam edecegiz

আমরা সেই সব কনসার্টের আয়োজন করে যাব, যেখানে নানাবিধ-সংস্কৃতির কণ্ঠস্বর রয়েছে।

এই ঘটনার পর, আইনুর দোগানের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তার প্রতি এই বিরূপ আচরণের নিন্দা জানিয়ে ফেসবুকের একটি পাতা খোলা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .