পেরু: রাজনীতি ছাড়াও, এখানে রয়েছে ‘চেলিতা’, চিচারন এবং দাবা

প্রায় বছরজুড়েই পেরুর নাগরিকরা নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। গত ৩রা অক্টোবর ২০১০ তারিখে পেরুর জনগণ তাঁদের নগরপাল ও স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিয়েছে। এর মাত্র ছয় মাস পর ১০ এপ্রিল ২০১১ তারিখে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর আগে গত ৫ জুন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সৌভাগ্যক্রমে নির্বাচন ও রাজনীতিকে দেওয়ার মত অনেক কিছুই আছে। চলুন দেখে আসি পেরুর ব্লগীয় পরিমণ্ডলে কি বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

‘চেলিতা’-এর চলে যাওয়া

২১ জুন মঙ্গলবারের সকাল একটা খারাপ সংবাদ দিয়ে শুরু হল। জনপ্রিয় এবং নন্দিত শিল্পী আনালি কা্ব্রেরা [স্প্যানিশ ভাষায়] গত কয়েক বছর যাবত স্তন ক্যান্সারে ভুগে মৃত্যুবরণ করেন। ১৯৮০ সাল থেকে চলমান জনপ্রিয় শো ‘রিসাস ইয়া সালসা [স্প্যানিশ ভাষায়] ’( হাসি এবং সালসা)- এর একটি চরিত্র ‘চেলিতা’ নাম ধারণ করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। সেখানে তিনি একজন সেক্রেটারীর ভূমিকায় অভিনয় করেন যার বস সবসময় তাঁকে কুকর্মে প্ররোচিত করার ব্যর্থ চেষ্টা করে।

১৯৯০ এর দিকে তিনি টেলিভিশনে আ্যরোবিক শো শুরু করেন,এবং এ শো প্রচারের পর তাঁর ক্যান্সার ধরা পরে, যারা এ ধরনের অসুখে আক্রান্ত তাঁদের জন্য তিনি উদ্দীপনামূলক বক্তৃতা দিতেন: ব্লগাররা এভাবে সংবাদটি তুলে ধরেছেন:

মেজর হাবলার দো সিয়েরতাস কোসাস…[স্প্যানিশ ভাষায়] ( কোন কিছু নিয়ে কথা বলা ভাল…)-এর ব্লগার লুই ভিজিল লিখেন:

La actriz Analí Cabrera, quien padecía de cáncer, falleció esta madrugada a los 51 años de edad, causando una gran consternación entre quienes disfrutaron de su talento y de un personaje que tenía impregnado en la piel y la memoria de todos los peruanos: “Chelita”.

[…]

Su personaje, la dulce secretaria “Chelita”, se ha convertido en uno de los clásicos de la televisión peruana y seguramente, volverá eterno, el recuerdo de Analí Cabrera, una batalladora mujer que lucho a brazo partido contra la muerte.

ক্যান্সার আক্রান্ত ৫১ বছর বয়সী অভিনেত্রী আনালি কাব্রেরার আজ সকালে চলে গেলেন। আমরা তাঁর প্রতিভায় ভরপুর কর্মকাণ্ড উপভোগ করেছি, তাঁর “চেলিতা “ চরিত্রটি প্রত্যেক পেরুভিয়ানের মনে মিশে আছে। […]

[…]

একজন সুন্দর সেক্রেটারী হিসেবে ”চেলিতা” চরিত্রটি পেরুভীয় টেলিভিশনের ধ্রুপদে পরিণত হয়েছে এবং নিশ্চিতভাবেই যা মৃত্যুর বিরুদ্ধে মরিয়া হয়ে যুদ্ধ করা আনালি কাব্রেরার আজীবনের স্মৃতি হয়ে থাকবে

রাষ্ট্রপতি আলান গার্সিয়া তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করেন এবং বলেন “সবাই যে রকম বান্ধবী কামনা করে, তিনি ছিলেন সে রকম একজন মানুষ”। তার মৃত্যুর ঘটনা নিয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #চেলিতা এবং #আনালিকাব্রেরা নামক হ্যাশট্যাগ তৈরি করা হয়েছে।

সুভোজন বিদ্যা (গ্যাস্ট্রোনমি)

অন্য এক খবরে কৃষি মন্ত্রণালয় জুন মাসের তৃতীয় সপ্তাহকে ‘চিচারন দিবস’ হিসাবে ঘোষনা করেছে। চিচারন হল শুয়রের ছাল (উপরিভাগের মাংস) থেকে তৈরি একধরনের খাবার যা পেরুতে খুব জনপ্রিয়, বিশেষভাবে ‘ক্রিয়োলো বা মিশ্র প্রাত:রাশে’। গ্রুপ ব্লগ পারাদেরো পেরু-এর প্রতিবেদনে বলা হয় [স্প্যানিশ ভাষায়]:

Chicharrón. Image by Derrick S. on Flickr (CC BY-NC-ND 2.0).

চিচারন, ছবি ফ্লিকারের ডেরিক এস-এর (সিসি বাই-এনডি ২.০)

Mediante una Resolución Ministerial publicada el día de hoy en el diario “El Peruano”, se ha declarado el tercer sábado de junio de cada año como el “Día del Chicharrón de Cerdo Peruano”.

[…]

El Ministro de Agricultura, Jorge Villasante, ha dado luz verde a la solicitud de la Asociación Peruana de Porcicultores, quienes en el marco de su 25 aniversario, hicieron la petición de nombrar un día como el “Día del Chicharrón de Cerdo Peruano”, al ser un plato típico de nuestras tres regiones, y símbolo de nuestra gastronomía.

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালের সংবাদপত্রে বলা হয় “এল পেরুয়ানো”, [সরকার] জুন মাসের তৃতীয় সপ্তাহকে “চিচারোন দিবস” হিসাবে ঘোষনা করেছে। এটি পেরুভীয় শুকরের মা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .