মিসর: ৮ জুলাই কেন?

এ পোস্টটি আমাদের স্পেশাল কাভারেজ মিসর বিপ্লব ২০১১ –এর অংশ

আজ আবারো মিসরীয়রা পূর্ণোদ্যোমে বিপ্লবের কেন্দ্রভূমি তাহরির চত্বরে সমবেত হবে। বিপ্লব এখন সমাপ্ত, মুবারক এখন ক্ষমতাচ্যুত আর তাঁর সময়ের শক্তিধর ব্যক্তিবর্গ কারান্তরীণ তাহলে এখনো কেন তাঁরা বিক্ষোভ করছে? হ্যা, বিষয়টা এত সহজ নয়, গত জানুয়ারিতে যে লক্ষাধিক লোক তাহরিরে সমবেত হয়েছিল তাঁদের আবার কেন রাস্তায় নেমে আসা উচিত সে বিষয়ে একাধিক ব্লগার তাঁদের অভিমত ব্যক্ত করেছেন।

জানুয়ারিতে যে সব দাবি করা হয়েছিল তার মধ্যে মুবারকের পতন ব্যতীত আর কোন দাবি এখন পর্যন্ত পূরণ করা হয় নি। সামা সিংগার(@ সামা_ সিংগার) এক ব্লগপোস্টে ৮ জুলাইয়ে যে সকল দাবি সমূহ উত্থাপিত হবে বলে মনে করেন তার একটি সার-সংক্ষেপ তুলে ধরেন।

حد ادنى للأجور 1200 جنيه ، وحد اقصى للأجور ، مع مراقبة الاسعار حتى تتوافق مع محدودى الدخل
المحاكمات العلنية والسريعة لمبارك واولاده ووزراءه وحاشيته الفاسدة ، وكل من افسدوا علينا الحياة السياسية
تكريم الشهداء وتعويض اهالى الشهداء ، وسرعة محاكمة قتلة الشهداء
تكريم المصابين ، وعلاجهم على نفقة الدولة ، وتعويضهم
حرمان أعضاء الحزب الوطني السابق من حق الممارسة السياسية لمدة 5 سنوات على الأقل
الافراج الفورى و التام عن كل المعتقلين السياسيين واصحاب الرأي من يوم 25 يناير وما قبلها الى يومنا هذا
الوقف الفوري للمحاكمات العسكرية للمدنيين ، واعادة محاكمة من تم محاكمتهم عسكريا من المدنيين امام محاكم مدنية

  • ন্যূনতম মজুরি ১২০০ এল ই এবং সর্বোচ্চ মজুরি নির্ধারণ করতে হবে, একইসঙ্গে গরিবের পকেটে যাতে পয়সা পৌছে সে বিষয়টির তত্বাবধান করতে হবে।
  • শীঘ্রই মুবারক, তাঁর ছেলেদের এবং তাঁর দুর্নীতিগ্রস্ত শাষনামলে যারা আমাদের রাজনীতিকে কলুষিত করেছে তাঁদের প্রকাশ্য বিচার করতে হবে।
  • শহীদদের শ্রদ্ধা প্রদর্শন,তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান,এবং এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
  • আহতদের সম্মান জানানো এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পন্ন করতে হবে।
  • ন্যূনতম পাঁচ বছরের জন্য ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের যে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।
  • ২৫ জানুয়ারি, ২৫ জানুয়ারির পূর্বে এবং তারপর থেকে আজ পর্যন্ত যারা তাঁদের রাজনৈতিক চিন্তা-চেতনার জন্য কারাবন্দী আছেন তাঁদের প্রত্যেককে অবিলম্বে মুক্তি দিতে হবে।
  • সিভিল কোর্টের পরিবর্তে সামরিক আদালতে যাদের বিচার করা হচ্ছে তাঁদের বিচার অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি ”দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান” যেমন পুলিশ, প্রচার মাধ্যম এবং বিচার ব্যবস্থার শুদ্ধিকরণের বিষয়েও লিখেন।

মিনা নাকিব (@ মিনানাকিব৯০) সাম্প্রতিক সংবাদ নিয়ে লিখেন। বিষয়টি শুনে অংশগ্রহণের চাইতে সংবাদটি তাঁকে বেশি উত্তেজিত করেছে।

صحيت أول إمبارح و كالعادة بشوف الأخبار و كانت الأخبار كالآتى … سوزان مبارك بتشتكى حراس قصر شرم الشيخ عشان موقفوش لجناب حرم المخلوع و هى داخلة القصر!! و تم تغيير الحرس … ثم خبر تأجيل محاكمة المتهمين بقتل الثوار و رجوعهم لوظايفهم حتى 3 سبتمبر … مبقتش عارف أعمل إيه!!

কয়েক দিন আগে আমি সংবাদটি দেখছিলাম, সেটা ছিল এরকম: সুজান মুবারক অভিযোগ করেছেন যে শামে তাঁর প্রাসাদে প্রবেশের সময় প্রহরীরা উঠে দাঁড়ায়নি, তাঁরা অনেক বদলে গেছে। পরের সংবাদ ছিল বিপ্লবীদের হত্যার জন্য অভিযুক্তদের বিচার বানচাল করে আজ ৩ সেপ্টেম্বর তাঁদের পূর্ব পদে ফিরিয়ে আনা হয়েছে। আমি তাই বিভ্রান্ত বুঝতে পারছিনা যে কি বলবো বা কি করবো!

তিনি আরও বলেন:

ثم جاء اليوم خبر عن النائب العام إنه طعن على الحكم ببرائة المغربى و الفقى و غالى و فضلى …. بقيت مش عارف أتكلم خالص عشان مش فاهم هم إزاى أخدوا برائة و هل إنه طعن يبقى دة حاجة كويسة ولا دة إيه دة؟؟ يعنى هو إزاى أصلاً ياخدوا برائة من الأول؟؟ لو دول معملوش حاجة يبقى مين اللى عمل؟ أمى؟
كله كوم طبعاً و والدة الشهيد اللى إبنها التانى اللى باقلها إتحاكم عسكرى بعد القبض عليه عند مسرح البالون!

এরপর খবর পেলাম প্রধান কৌশুলী এল-মেঘরাহী, এল-ফিকি ঘালি আর ফদলীকে মামলায় অব্যাহতি দান করার রুলিংয়ের বিরুদ্ধে আপীল করেছে। এ খবর আমাকে বাকহারা করেছে। প্রথমেই কেন তাঁরা মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাবে সে বিষয়টি কিছুতেই আমার মাথায় ঢুকছেনা, আর আপীল করাটা কি ভাল হল না খারাপ হল তাও বুঝতে পারছিনা! কিভাবে তাঁরা অব্যাহতি পায়? এরা যদি কিছু না করে থাকে তবে এসবের জন্য দায়ী কে? আমার মা?
এসবই ঘটেছে কিছুদিন আগে এল-বেলুন থিয়েটারের ঘটনায় গ্রেফতার হওয়া একজন শহীদ সন্তানের মায়ের একমাত্র বেঁচে থাকা সন্তানের সামরিক আদালতে বিচারের পর থেকে।

অন্যদিকে মোহামেদ এল-সারতি [আরবী ভাষায়]আহমাদ তাহা[আরবী ভাষায়] বিষয়টিকে অপ্রত্যাশিত মনে করেন এবং তাঁরা বিস্ময় প্রকাশ করেন যে যেখানে পুলিশ সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে,শহীদদের হত্যার বিচার চলমান রয়েছে, সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল কেবল সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার শুরু করেছে এবং আগের শাসনামলের পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের যেখানে সিভিল আদালতে বিচার শুরু হয়েছে সেখানে কেন জনতাকে তাহরিরে যেতে হবে। তাহা বিক্ষোভকারীদের প্রতি একজন পুলিশের মধ্যমা প্রদর্শনের ছবিও প্রকাশ করেন।

আসেমিজম-এর এ নিয়ে আলাদা দৃষ্টিভঙ্গী রয়েছে, তিনি লেখেন সকল রাজনৈতিক শক্তি তাঁর মতে- দেশপ্রেমের তোয়াক্কা না করেই শহীদদের ব্যবহার করছেন। তিনি তাঁর বন্ধু করিম মুনীরকে উদ্ধৃত করে বলেন:

” أنا النهاردة كنت باتكلم مع أم لشهيد و كنت حاعيط ! و اللي ضايقني اكتر اني عارف انها صادقة و كل حاجة لكن للأسف الناس اللي حواليها بيستغلوها “

“আজ আমি একজন শহীদ সন্তানের মায়ের সাথে কথা বললাম, তিনি প্রায় কেঁদে দিলেন। আমি নিশ্চিত ছিলাম যে তিনি আমাকে মিথ্যা বলেননি, কিন্তু দুঃখজনক হল তাঁর আশেপাশের মানুষ তাঁকে ব্যবহার করছে।“

তাঁর বন্ধুর কথায় তিনি মন্তব্য করেন।

طبعاً الناس اللي حواليها .. هي بكل أسف قوى سياسية المفروض انها مسؤوله لكنها للأسف بتقوم بدور الزبالين حاليأً .. بتلم أكبر قدر من الوطنية من على الأرض و أحياناً استغلال للشهداء كمان

নিশ্চিতভাবেই বলা যায় তাঁর(শহীদ সন্তানের মা) আশেপাশে যারা আছেন দুঃখজনকভাবে তাঁরা রাজনৈতিক শক্তি,তাঁদের দায়িত্বশীল হওয়ার কথা ছিল কিন্তু তাঁরা তা না হয়ে আবর্জনা সংগ্রাহকের ভূমিকায় অবতীর্ন হয়েছে, শহীদদের ক্ষেত্রে তাঁরা মাটি থেকে দেশপ্রেমের অনুভূতি সংগ্রহ করে ব্যক্তিস্বার্থ হাসিলের কাজে লাগিয়েছে।

এ পোস্টটি মিসর বিপ্লব ২০১১ নিয়ে আমাদের আমাদের স্পেশাল কাভারেজ এর অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .