পূর্ব আফ্রিকার দেশ টোগোর শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবীতে যে সংগ্রাম অব্যাহত রেখেছেন আজ তা পঞ্চম সপ্তাহে উপনীত হয়েছে, সাময়িকভাবে এ যুদ্ধংদেহী অবস্থা প্রশমিত হলেও রাজধানী লোমে-তে এখনো উত্তেজনা বিরাজ করছে।
মুভমেন্ট পুর লোপেনিউসিমেন্ট দেস এটুদেন্টস টোগোলীজ- মিট (টোগোর ছাত্রদের দাবী পুরণ করার জন্য আন্দোলন)-এর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে শান্তির সুবাতাস বইছে বলে মনে হয়। গত ৩০ জুন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সংগঠনের সভাপতির পদ টি পরিবর্তন করতে চাইলে ছাত্রদের দাবীর মুখে তা পুনর্বহাল [ ফরাসী ভাষায়] করা হয়। লোমে বিশ্বিবিদ্যালয়ের একজন ছাত্র আবু সেইডু এর আগে ক্যাম্পাসে সমস্যা সৃষ্টি করলে, তাকে বহিস্কার করা হয়।
ধারণা করা হয়েছিল তাকে পুনর্বহালের ফলে সমঝোতার পথ উন্মুক্ত হবে। প্রতীকি এ জয় লাভের পর মিট-এর পক্ষ থেকে ১ জুলাই, ২০১১, শুক্রবারের বিক্ষোভ বাতিল করা হয়, তা সত্বেও শিক্ষার্থীদের একাংশ সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় এবং বিক্ষোভ করে।
চার্লস লে বন, স্থানীয় এক ব্লগার ১ জুলাই-এর ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে একটি পোষ্ট লিখেছেন [ফরাসী ভাষায়]। তার এই পোস্টের সূত্রমতে:
en craignant que cette journée ne soit un vendredi noir, vu le soutien de la quasi totalité des parti politiques, de la société civile et des organisations de défenses des droits de l’homme, le gouvernement est revenu dans la nuit du jeudi 30 juin sur la décision d’exclure pour six (6) ans le président du MEET.
১লা জুলাই এক ভয়াবহ সংঘর্ষের দৃশ্য ভিডিওতে ধারণ করা হয় যেখানে দেখা যায় নিরাপত্তা রক্ষীরা একদল ছাত্রকে প্রহার করছে, সিলভিয়া কমবেই নামের টোগোর সাংবাদিক তা ইউটিউবে পোস্ট করে। কমবেই দাবী করেছে যে, এই ভিডিও ধারণ করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে প্রহার করেছে। এই ভিডিও শুরু হবার পর ২৫ সেকেণ্ডের সময় আপনারা শুনতে পাবেন একজন পুলিশ তাকে ফরাসী ভাষায় বলছে, “যেন সে তার ক্যামেরা দিয়ে দেয়, সে তা করতে অস্বীকার করে, সে বলে “কেন, আমি তা দেব, কারণ আমি তো আমার কাজ করছি?”:
তবে টোগোর ছাত্রদের মূল যে দাবী, উন্নত শিক্ষার পরিবেশ, শিক্ষাবৃত্তির সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি করা, তা পুরণ করা হয়নি।