- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কোঃ সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মরোক্কো, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুবা, রাজনীতি, সরকার

এই পোস্টটি মরোক্কো বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

শুক্রবার, ১ জুলাই, ২০১১, মরোক্কোতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে তৈরি এক খসড়া সবংবিধানের উপর গণভোট [2] অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ভাবে সরকার এই গণভোটের যে ফলাফল প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে সংস্কারের পক্ষে ব্যাপক জন সমর্থন রয়েছে। শতকরা প্রায় ৯৮ শতাংশ নাগরিক “হ্যাঁ” এর পক্ষে ভোট দিয়েছে।

গণতন্ত্রের দাবীতে বিক্ষোভ করা নাগরিকরা সংসদের হাতে একক ভাবে ক্ষমতার প্রদানের আহ্বান জানিয়েছে, যেখানে পরিষ্কার ভাবে বাদশাহকে সর্বময় ক্ষমতা ত্যাগ করতে হবে। এর ফলে বাদশাহ আর রাষ্ট্র, বিচার বিভাগ এবং সামরিক বাহিনীর প্রধান থাকতে পারবেন না। কিন্তু তাদের সেই দাবির অনেকটাই এতে পুরণ করা হয়নি। সংস্কারের মাধ্যমে তৈরি করা এই সংবিধানে প্রধানমন্ত্রী এবং সংসদকে সামান্য ক্ষমতা প্রদান করা হয়েছে।

গণতন্ত্রপন্থী নাগরিক আন্দোলন এই ফলা