গুয়াতেমালা: নির্বাচন কমিশন সান্ড্রা টোরেসের রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্র বাতিল করেছে

গুয়াতেমালার রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের বৈধতা লাভের আশায় সান্ড্রা টোরেস তার স্বামী রাষ্ট্রপতি আলভারো কলোমের সাথে তার বিবাহিত জীবনের ইতি ঘটায় । কিন্তু মনে হচ্ছে সে আশায় গুড়েবালি, তার কোন কিছু পরিকল্পনা মাফিক হচ্ছে না। সেন্ট্রাল আমেরিকান পলিটিক্স-এ মাইক সংবাদ প্রদান করেছে যে: ” বুধবার গুয়াতেমালার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে সান্ড্রা টোরেসের মনোনয়ন অবৈধ ঘোষণা করে”। কমিশন বলছে যে “ দৃশ্যত এক বৈধ প্রতারণার” কারণে এই মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন বা টিএসইএস-এর সিদ্ধান্ত নেবার কারণ বলছে যে, তিনি তার স্বামী রাষ্ট্রপতি আলভারো কোলাম-এর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটালেও, তা নির্বাচনী ধারা ১৬৮-কে অকার্যকর করে না। এই ধারা অনুসারে প্রাক্তন রাষ্ট্রপতির কোন আত্মীয় রাষ্ট্রপতি হতে পারবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .