- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মালাউই: নাগরিকরা জ্বালানীর খবর জানার জন্য ফেসবুকে তথ্য দিচ্ছে

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, মালাউই, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ব্যবসা ও অর্থনীতি

মালাউইবাসীরা ফেসবুক ব্যবহার করছেন একে অপরকে পেট্রোল স্টেশনে জ্বালানী সরবরাহের খবর জানানোর উপায় হিসাবে এবং পরামর্শ দিতে যে কোথায় দ্রুত পেট্রোল ভরা যায়। ২১০ জনের বেশী সদস্য মালাউই ফুয়েল ওয়াচ নামে [1] একটি ফেসবুক গ্রুপে যোগ দিয়ে এই সুবিধা পাচ্ছেন:

জ্বালানীর সংকট চলতে থাকবে বলে জানানো হয়েছে…যদি আপনি জানতে পারেন যে কোথাও জ্বালানী আছে তাহলে অন্যদের জানান যাতে খোঁজায় তারা কম সময় নষ্ট করেন…আর কোথাও যদি কোন বাধা পেয়ে থাকেন সেটাও জানান যাতে অন্যরা কষ্ট না পান!

মালাউইর চিন্সুয়া বাজারে প্যারাফিন ল্যাম্প বিক্রি হচ্ছে ৩০ কোয়াচা দরে। [2]

মালাউইর চিন্সুয়া বাজারে প্যারাফিন ল্যাম্প বিক্রি হচ্ছে ৩০ কোয়াচা দরে। প্যারাফিন সহজে পাওয়া যায় না, তাই কিছু মানুষ ডিজেল ব্যবহার করছেন, যার ফলে বাসায় দুর্ভাগ্যজনকভাবে ধোঁয়ার সৃষ্টি হয়। ছবি ফ্লিকার থেকে জন ডাফেলের সৌজন্যে। (সিসি বাই-এনসি-এসএ ২.০

গত বছর থেকে মালাউইবাসী জ্বালানীর জন্য লাইন দিচ্ছেন। মালাউই এর প্রাকৃতিক সম্পদ আর মাইনিং মন্ত্রী গ্রেন মালুঙ্গা ধারনা দিয়েছিলেন যে জ্বালানী সংকটের কারনে তিনি পদত্যাগ করবেন। পরে তিনি মত পাল্টান।

এ বছর ফেব্রুয়ারী মাসে লিলঙ্গোয়ে তে মালাউই পুলিশ তীব্র জ্বালানী সংকটের বিরুদ্ধে বিক্ষোভের আয়োজকদের আটক করেন।

গত সোমবার বিকেলে ফেসবুক দলের একজন সদস্য জানিয়েছেন [3]:

Petroda pa Kameza no long Qs the attendants ali Bo akuserver fast and there are more pumps i only spent 8 minutes ndathira!!!”

ব্লান্টটায়ারের পেট্রোডা ফিলিং স্টেশনের একটিতে, কোন লম্বা লাইন নেই, তারা খুব ভালো করছে বেশী পাম্প বসিয়ে। আমার মাত্র ৮ মিনিট লেগেছে তেল ভরতে।

আজকে হেরবার্ট এনকোমা লিখেছেন [4]:

চিলেকা বিপিতে অনেক পেট্রোল আর ডিজেল রয়েছে।

পরে তিনি এই তথ্য যোগ করেছেন:

তারা প্রতি যানের জন্যে মাত্র ৩০০০ কেচুয়ার জ্বালানী দিচ্ছে

তিওনে মাকাওয়া লিখেছেন [5]:

মঙ্গলবার, ১৪ জুন ২০১১
লিলঙ্গোয়ে আর শহরের কেন্দ্রে এখনো পেট্রোল আছে:
· এম১-বুন্ডা টি-অফ এ (দুপুরের মধ্যে শেষ হবে)

এন্ড্রু মাতাম্বো লিখেছেন [6]:

আঙ্গোনি কার স্পেয়ারস আর এক্সেসরিজ দোকানের পাশে কন্সটান্টিন টোটাল ফিলিং স্টেশনে পুরানো শহরে পেট্রোল পাওয়া যাচ্ছে

অব্রে ঘোষনা করেছেন [7] যে তার বন্ধু পেট্রোল বিক্রি করছে:”

কোন একজন বন্ধু পেট্রোল বিক্রি করছে ২০ লিটার পর্যন্ত প্রতি ৫ লিটার ২ পিন করে যদি আপনি মরিয়া হন। আমরা আমাদের গাড়িতে তেল গতকাল ভরেছি!!!

এই ফেসবুক গ্রুপের নির্মাতা আর প্রশাসক ফ্রেড্রিক বাভালানি [8] আর কোন্ডোয়ানি চিরেম্বো বলেছেন যে তারা এই গ্রুপ তৈরি করেছেন বিভিন্ন স্টেশনে খুঁজতে যাওয়ার মাধ্যমে খরচ কৃত জ্বালানী বাঁচাবার জন্য। তার ফেসবুক পাতায় আমার পাঠানো একটা প্রশ্নের জবাবে বাভালানি জানিয়েছেন:

আমাদের মনে হয়েছে যে তথ্য জানানোর একটা প্রয়োজনীয়তা আছে যে কি করতে পারি আমরা এক স্টেশন থেকে আর এক স্টেশনে গিয়ে খোঁজা বন্ধ করার জন্য যার ফলে ট্যাঙ্কে থাকা অল্প জ্বালানীও শেষ হয়ে যায়। আর গ্রুপের কোন এক সদস্য কোথায় যদি পেট্রোল না পান তাহলে অন্যদের সেখানে যাওয়া থেকে সে বিরত রাখতে পারবে।

শোনা যাচ্ছে প্রাকৃতিক সম্পদ, শক্তি আর মাইনিং মন্ত্রী গ্রেন মালুঙ্গা গত সপ্তাহে বলেছেন যে মালাউইবাসীদের জ্বালানী ঘাটতির সাথে অভ্যস্ত হওয়া উচিত [9]। মালাউই এক বছরের বেশী সময় ধরে জ্বালানী সংকট ভোগ করছে যা হাজার হাজার গাড়ি চালক, যাত্রী আর ব্যবসার ক্ষতি করছে।

পরিস্থিতির জন্যে দোষ দেয়া হয়েছে প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকার সরকারের ব্যর্থতার উপরে যেমন বৈদেশিক মুদ্রার ঘাটতি পুরন না করতে পারা, দাতাদের সাথে পড়ন্ত সম্পর্ক আর অন্যান্য জাতীয় অভ্যন্তরীন সমস্যা।

মালাউই এর বর্তমানে সমস্যা হলো ডিপিপি নেতৃত্বের সরকারের বিরুদ্ধে জোরালো বিরোধিতা। জ্বালানী বিক্ষোভ এর পর থেকে নাগরিক সমাজ এর মুখ বন্ধ [10] করানো আছে।