- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মরোক্কো: তেমন সংস্কার ছাড়াই নতুন এক সংবিধান

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., মরোক্কো, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, নির্বাচন, প্রতিবাদ, রাজনীতি, সরকার

এই প্রবন্ধটি মরোক্কো বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে তৈরি করা নতুন এক সংবিধানের উপর আজ গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

যদিও অনেক বিশ্লেষক এবং রাজতন্ত্রপন্থী এই সংবিধানের প্রশংসা করেছে, তবে টেবিলে বসে করা এই সংস্কার রাজনীতিবিদ এবং একটিভিস্টদের ততটা আশাবাদী করে তুলতে পারেনি, যার সত্যিকারের গণতন্ত্র আশা করেছিল, তারা ক্ষমতাকে বিচ্ছিন্ন করে দেখতে চাইছে এবং বাদশাহ-এর সর্বময় ক্ষমতাকে অবলুপ্ত করে এক নির্বাচিত সংসদের হাতে সর্বময় ক্ষমতা প্রদানের কথা বলছে।

চার মাস ধরে রাস্তায় সংস্কারের দাবীতে চলা বিক্ষোভের প্রেক্ষিতে বাদশাহ এই সংস্কারের প্রস্তাব করেন। তিউনিশিয়া এবং মিশরে সংঘটিত বিপ্লবের প্রেক্ষাপটে মরোক্কোতে ২০ ফ্রেব্রুয়ারি থেকে এই বিক্ষোভ শুরু হয়।

সামাজিক প্রচার মাধ্যমের প্লাটফর্মে ব্লগার এবং একটিভিস্টরা নতুন সংবিধান নিয়ে যে গণভোট, তা বয়কট করার আহ্বান জানিয়েছে। তারা বলছে যে এই সংবিধান সত্যিকারের গণতন্ত্রের শর্তাবলী পুরণ করে না।

রেফারেন্ডমমরক এই ভিডিওটি প্রদর্শন [2] করছে, যে ভিডিও বলছে, মরক্কোর নাগরিকরা সংস্কারের পক্ষে ভোট দেবে না:

এছাড়াও গতরাতে মরোক্কোর বেশ কিছু শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, সেখানে নতুন সংবিধান বয়কট করার আহ্বান জানানো হয়। মাঘরিবি৭অর০০৭, ইউটিউবে ফেজ থেকে পাওয়া এই ভিডিওটি প্রদর্শন করছে [3]:

মাম্ফাকিঞ্চ, মরোক্কোর ব্লগার এবং একটিভিস্টদের এক সংবাদ পোর্টাল,যা আরবী এবং ফরাসী উভয় ভাষায় পরিচালিত হয়, তার এখানে [4] ভোটের ব্যাপারে প্রচার মাধ্যমের লাইভ ব্লগের (ব্লগে আসা সারাসরি) প্রতিক্রিয়া রয়েছে।

এদিকে টুইটারে এই দিনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে।
মারোকুই টুইট [5] করেছে:

@মারোকুই: এইমাত্র একজনের সাথে কথা বললাম, যে “হ্যাঁ” ভোট দিতে যাচ্ছে। তার ভোট দেবার কারণ, আমরা কেবল নোংরা (মল) খেতে শিখেছি, এখন থেকে আমরা হয়ত নোংরার সাথে সব্জি খাব।

ইবন কাফকা ফরাসী ভাষায় টুইট করা বেশ কিছু মরোক্কোর নাগরিকের প্রতিক্রিয়ার অনুবাদ করেছে। এর মধ্যে এক টুইটে সে লিখেছে [6]:

@ইবনকাফকা: @এলএম৯ডিএমএ-এর অনুসারে, ভোট গ্রহণকারী কর্মকর্তারা ভোটারদের ভোটের ফলাফল নিয়ে উদ্বিগ্ন না হতে বলেছে, কারণ ফলাফল কি হবে তা ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে। #দস্তুর #মরোক্কো

অন্য আরেকটায়, সে টুইট করেছে [7]:

@ইবনকাফকা:@ইবতেসামবেটির সূত্রমতে, #মরোক্কোর কিছু ভোট কেন্দ্রে “না” ভোটের কোন কাগজ ছিল না।#দস্তুর #ফেব২০

[8]

সারাহর নখে অমোচনীয় কালি লাগিয়ে দেওয়া হয়েছে। ছবির কৃতিত্ব সারাহ ফাতুল্লাহ-এর

এবং সারাহ ফাতুল্লাহ অভিযোগ করেছে [9]:

@এসফাত: তারা আমার নখে একটি কলম দিয়ে এক চিহ্ন বসিয়ে দিয়েছে, ধরা যাক তা অনন্ত দু’দিন টিকে থাকবে। কিন্তু আমি আমার নখে পালিশ করেছি এবং তা খুব সহজেই উঠিয়ে ফেলতে পারব।

টক মরোক্কো, একটি এডিট ফোরাম [ আলোচনা কেন্দ্র] যা, মরোক্কোর সকল বিষয়ের উপর আলোচনায় উৎসাহ প্রদান করে থাকে, এখানে [10] তারা সংবিধানের উপর অনেক আলোচনা করেছে।

এই প্রবন্ধটি মরোক্কো বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]