চীন: আইনজীবি লি ঝুয়াং জেল থেকে ছাড়া পেয়েছেন

চীনে এটা খুব কম দেখা যায় যে রাজনৈতিক বিচারে যাদের জেলে পাঠানো হয় তাদের পরিণতির ব্যাপারটি চাউর হচ্ছে, আর তার থেকেও বেশি অসম্ভব যে আপনি এই ধরনের সংবাদবাহী পোস্ট সিনার প্রধান ব্লগ পোর্টালে দেখতে পাবেন। কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে সপ্তাহের বেইজিং শহরের আইনজীবি লি ঝুয়াং এর মুক্তির পরে সিনায় এই খবর পাওয়া যায়। লিকে দেড় বছরের সাজা দেয়া হয়েছিল কারন তিনি চংকিং এর একজন মানুষের পক্ষে লড়েছিলেন যিনি শহরের পার্টি সচিব বো জিলাই এর দূর্নীতির বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত হয়েছিলেন। সিনা লির প্রাথমিক আইনজীবি চেন ইউক্সির লেখা এই পোস্ট প্রকাশ করে যেটা আমাদের কিছুটা ধারনা দেয় যে কোথায় লি, অর্থাৎ চীনের আইনি পেশা, অবস্থান করছে।

সিনা মনে হচ্ছে একমাত্র চীনা ব্লগ পোর্টাল যেটা এই পোস্টকে গুরুত্ব দিয়েছে।

চেন লিখেছেন:

他现在知道,原来外面有这么多人在关心他,并为他付出。原来他并不孤单。失去自由的日子里,他受到了礼遇。他有书看有电视碟片看,但没有新闻、没有信。写了不少古体诗,他背了几首,觉得平仄、对仗、意境都不错。他说感谢重庆,让他有了静心思考、认真养性的机会。

今天中午,辩护顾问团约晤李庄,在清华大学边“大益膳坊”为其接风洗尘。李庄已经从河北老家看望父母回京。[…] 聊了一些昨天、今天、明天的事。李庄脑子和身子都很好,依然健谈并自信。

তিনি জানেন বাইরে ঠিক কতো জন মানুষ তার জন্য চিন্তিত ছিলেন, আর এর মূল্য তাদের কি দিতে হয়েছে। তিনি যে কখনো একা ছিলেন না। যে সময়ে তার স্বাধীনতা হরিত হয়েছিল, তার সাথে ভালো ব্যবহার করা হয়েছে। পড়ার জন্য বই ছিল আর দেখার জন্য চলচ্চিত্র, যদিও তাকে সংবাদ পড়া বা চিঠি পাওয়ার অনুমতি দেয়া হয়নি। তিনি বেশ কিছু দারুন কবিতা লিখেছেন, বেশ কয়েকটা মুখস্থও করেছেন, আর তাদের ভাষা আর কল্পনা খারাপ না। তিনি বলেছেন যে তিনি চংকিং শহরকে ধন্যবাদ দিতে চান বিভিন্ন বিষয়ে চিন্তা করার সুযোগ দেয়ার জন্য।

আজকে বিকালে, লির আইনি দল তার সাথে দেখা করতে আর স্বাগত নৈশভোজ আয়োজনের জন্য এসেছিল সিং হুয়া বিশ্ববিদ্যালয়ে। লি এরই মধ্যে হুবেইতে তার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিলেন আর এখন বেইজিং এ ফিরে এসেছেন। আমরা আজ, কাল আর গতকালের ঘটনা নিয়ে আলোচনা করেছি। লি শারীরিক আর মানসিক দিক দিয়ে সুস্থ আছেন, আর ঠিক আগের মতোই কথা বলছেন আর দৃঢ় আছেন।

他向所有这一年半来关心他、理解他、支持他的朋友们表示真诚地感谢。他需要先休息调整一段时间,正在看儿子李亚童为他准备打印好的一人高的关于他案件的报道。他要“恶补”这一年半的信息。里面的时候,有人告诉他,他早已经被这个社会抛弃和遗忘,没有人关心他。这两天他才知道愿来自己已经是中国和世界的闻人。他有点受宠若惊。真是造化弄人。

যারা তার জন্যে চিন্তা করেছেন, তাকে বুঝতে পেরেছেন আর তাকে যারা পুরো দেড় বছর ধরে তাকে সমর্থন করেছেন তাদের প্রতি লি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার এখন কিছু দিন বিশ্রাম নেয়া প্রয়োজন, আর এই মুহূর্তে তিনি তাকে নিয়ে করা সংবাদ প্রতিবেদনগুলো দেখছেন। তার ছেলে লি ইয়াতোং তার জন্য প্রিন্ট করে এসব একত্র করছেন যেগুলো তার সমান উচ্চতায় থাক করে রাখা। গত দেড় বছরের সকল তথ্য তার জানা প্রয়োজন। যখন তিনি ভিতরে ছিলেন তখন তাকে জানানো হয়েছিল যে বাইরের সবাই আশা ছেড়ে দিয়েছেন আর তাকে ভুলে গেছেন, কেউ পাত্তা দিচ্ছে না তার কি হবে সেই ব্যপারে। গত দুই দিনে কেবল তিনি জানতে পেরেছেন যে তিনি চীন আর বিশ্বে বেশ পরিচিত। এখনো এটা নিয়ে তিনি বেশ বিহ্বল যে মানুষ তাকে নিয়ে আসলে ভেবেছে।

这两天,全国的律师同行们纷纷来电祝福李庄。大量的媒体朋友都想采访李庄。李庄都没有接电话,请家人谢绝了。他先需要安静,需要一点时间休息和调整。但是他知道有太多的人需要感谢。大家问了几个一直纳闷的问题,李庄讲了一些很有趣的故事。

今后,关于他的事,关于他的行动,都可以由他自己说了。我们代言的使命终于完成了。

গত দুই দিন, দেশব্যাপী লির সাথের আইনজীবিরা, একে একে, লিকে ফোন করেছেন শুভেচ্ছা জানাতে। অনেক মিডিয়া লির সাক্ষাতকার নিতে চাচ্ছেন। লি ফোনের উত্তর দিচ্ছেন না, কিন্তু তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। এখন তার প্রয়োজন শান্তি, কিছু বিশ্রাম আর খাপ খাওয়ানোর জন্য কিছু সময়। তিনি জানেন যে ধন্যবাদ দেয়ার জন্য অনেক বেশী মানুষ আছে। একটা হতাশাজনক প্রশ্ন যা মানুষ জিজ্ঞাসা করেই যাচ্ছে তা হলো যে লির কাছে মজার কোন গল্প আছে কিনা।

আজ পর্যন্ত তিনি কিসের ভিতর দিয়ে গিয়েছেন আর কি করেছেন তা তাকে নিজে বলতে হবে আমাদেরকে। তার পক্ষে বলার আমাদের কাজ শেষ হয়েছে।

[…]

虽然李庄出来了,至今我心依旧。《南都周刊》发了长篇背景报道《大牌律师转型》,季天琴记者写得很好,沈亚川编审把握、策划得很好,但是这是新闻界对律师业的一种善意鼓励。时间匆忙,有很多值得一书的人没有写进去。新闻界可以这样鼓励我们,但我们当事者自己不要真这样以为。今日中国律师依然偎葸,并没有那张电影海报般的照片那么雄壮。盛名往往是悲剧的开始,朋友离去的开始。古语说“木秀于林,风必摧之”。我是“木曲于林,人必伐之。”敢不诚惶诚恐。

律师界当前需要沉思。要让国人觉得我们长大了,是一个可以托付的群体。(2011。6。13)

যদিও লি ঝুয়াং কে মুক্তি দেয়া হয়েছে, আমি এখনও চিন্তিত। দক্ষিণ মেট্রোপলিস সাপ্তাহিকের সংবাদদাতা লি তিয়াঙ্কিন তার দীর্ঘ রিপোর্টে দারুন কাজ করেছেন লি ঝুয়াং এর আইনি দলের কার্যক্রম নিয়ে আর কিভাবে চীনের নাম করা আইনজীবিদের ভূমিকা পাল্টিয়ে যাচ্ছে। কপি সম্পাদক শেন ইয়াচুয়ান, একই ধরনের ভালো কাজ করেছেন গল্পটা তৈরি করার সময়ে, তবে এর সাথে আমরা যারা যুক্ত তারা একমত না। আজকে চীনের আইনজীবিরা শক্ত হয়ে আছেন, আর কোনভাবেই তারা ওই চলচ্চিত্রের পোস্টারের মতো বিশাল না যা এই লেখার সাথে থাকতে পারতো যদি আপনারা বিশ্বাস করতেন। নিজের জন্য নাম করা কেবল কষ্টের শুরু করে এই দেশে, আর বন্ধুরা সরে যান।

আইনী পৃথিবীর দরকার এই ব্যাপারে চিন্তা করা। আর চীনকে দেখানো দরকার যে একটা দল হিসাবে, আমরা বড় হয়েছি আর আমাদের উপরে বিশ্বাস রাখা যায়। জুন ১৩, ২০১১।

দক্ষিণ মেট্রোপলিস সাপ্তাহিকের সৌজন্যে

দক্ষিণ মেট্রোপলিস সাপ্তাহিকের সৌজন্যে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .