- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

স্পেনঃ সিরিয়ার শাসকের বিরুদ্ধে শত শত লোকের বিক্ষোভ প্রদর্শন

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, স্পেন, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, সরকার

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]

গত রোববারে স্পেনের মাদ্রিদে শত শত লোক সিরিয়ার জনতার সমর্থনে এক বিক্ষোভ প্রদর্শন করে। স্পেনের অন্য সব শহর, যেমন ভ্যালেন্সিয়া, গ্রানাডা থেকে জনতাকে নিয়ে আসার জন্য বাস ভাড়া করা হয়েছিল। তারা স্পেনে অবস্থিত সিরীয় রাষ্ট্রদূতের বহিষ্কার এবং সিরিয়ার উপর যেন স্পেন সরকার অবরোধ আরোপ করে তার দাবী জানাচ্ছিল। মূলত সিরিয়ার একটিভিস্টদের উপর কয়েক দশকের মধ্য চালানো সবচেয়ে ভয়াবহ হামলার কারণে [1] তারা এই দাবি জানাতে থাকে।

এই বিক্ষোভ শুরু মাদ্রিদের প্রধান স্কোয়ার পুয়ের্টো দেল সোল থেকে, পর সকালের শেষে বিক্ষোভ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হয়ে সিরীয় দূতাবাসের সামনে গিয়ে শেষ হয়।

[2]

সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত।

বিক্ষোভকারীরা স্প্যানিশ ভাষায় স্লোগান দেয় “সিরিয়ায় রক্তক্ষরণ হচ্ছে আর সারা বিশ্ব তা চেয়ে চেয়ে দেখছে”, যখন কোন ধরনের ক্ষমা প্রদর্শন ছাড়াই সিরীয় নাগরিকদের হত্যা করা হচ্ছে, তখন ট্রিনিদাদ (স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়), তোমরা কোথায়?” এবং আরবীয় ভাষায়ও স্লোগান দেওয়া হচ্ছিল। বিক্ষোভে অংশ নেওয়া সিরীয় সম্প্রদায়ের লোকেরা সেখানে আরবী ভাষায় স্লোগান দেয়, “ জনতা এই সরকারের অপসারণ চায়, এবং “এক এবং একমাত্র সিরীয় জনতা, তারাই একক”।

এই বিক্ষোভ প্রচার মাধ্যমের বেশ মনোযোগ আকর্ষণ করেছে এবং তা অনলাইনে ব্যাপক প্রদর্শিত হয়েছে। ১৫ মে তারিখে যে বড় আকারে বিক্ষোভ অনুষ্ঠিত হয় তার সংগঠক, যারা ডেমোক্রেসিয়া রিয়াল ইয়া নামে পরিচিত, তারা সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে দেবার জন্য [3] নিজেদের রূপান্তরিত করে ফেলে। তারা তাদের ফেসবুকের পাতায় [4] [স্প্যানিশ ভাষায়] এই বিষয়ে তথ্য প্রদান করে. এই পোস্টের উপর হাজার খানেক মন্তব্য এবং প্রতিক্রিয়া এসে জমা হয়।

[5]

সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত।

[6]

সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত।

[7]

সিরীয় জনগণের সমর্থনে, স্পেনের মাদ্রিদে বিক্ষোভ। ছবি সারা ডিয়াজ গোমেজ-এর সৌজন্যে প্রাপ্ত।

টুইটারে যে গুঞ্জন সৃষ্টি হয় তা মূলত #স্পেনউইথসিরিয়া নামক ট্যাগের মাধ্যমে সৃষ্টি হয়েছে, যা ছিল ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামগ্রিক ভাবে মাদ্রিদ, বার্সেলোনা এবং স্পেনের এক আলোচিত বিষয়:

@TrendsMadrid [8]: ‘campeooooneeeesss’, ‘venezuela’ y #spainwithsyria [9] es ahora una tendencia en #Madrid [10] http://trendsmap.com/es/madrid [11]

@ট্রেন্ডসমাদ্রিদ [8]: ‘চ্যাম্পিয়য়য়য়য়য়য়য়য়ানসসসসসস’, ‘ভেনেজুয়েলা’ এবং #স্পেনউইথসিরিয়া [9] এখন #মাদ্রিদের এক আলোচিত বিষয় http://trendsmap.com/es/madrid [11]

 

 

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ [1]