আর্জেন্টিনাঃ দ্বিতীয় বিভাগে নেমে গেল রিভার প্লেট ফুটবল দল

রিভার প্লেট, নামক ফুটবল দলটি বিশ্বের এবং আর্জেন্টিনার অন্যতম এক পুরোনো এবং সফল ফুটবল ক্লাব। দলটি স্থাপিত হয়েছিল ২৫ মে ১৯০১ সালে। এ বছর দলটি ভয়াবহ এক বিপর্যয়ের সম্মুখীন হল। দলটি ২৬ জুন তারিখে বেলেগ্রানো এ্যাথলেটিক ক্লাবের সাথে এর সাথে এক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। যে খেলার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয় কোন দলটি আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবল লীগে টিকে থাকবে।

জনাকীর্ণ এক স্টেডিয়ামে সহানুভূতিশীল এবং উন্মত্ত একদল দর্শকদের সামনে রিভার প্লেট ১-১ গোলে বেলগ্রানোর সাথে ড্র করে। কিন্তু এই ড্র তার অবনমন ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। রিভার প্লেট নামক যে দলটি “মিলিয়নিয়ারস” (লাখপতি) নামে পরিচিত তাকে প্রথম বিভাগে টিকে থাকার জন্য অন্তত দুটি গোল দেওয়ার প্রয়োজন ছিল [স্প্যানিশ ভাষায়] । খেলা শুরু হবার ৫ মিনিটের মাথায় প্রথম দলটি প্রথম গোল করে, কিন্তু তা অবনমন এড়ানো জন্য যথেষ্ট ছিল না।

বিশ্বজুড়ে, আর্জেন্টিনার ফুটবল তার কিছু ক্লাসিক ম্যাচের জন্য বিখ্যাত, যেমন বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেট। কিন্তু এই ঘটনার পর যতক্ষণ না রিভার প্লেট আবার প্রথম বিভাগে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ফুটবল ভক্তরা আর্জেন্টিনার একটি ক্লাসিক ম্যাচ উপভোগ করা থেকে বঞ্চিত হবে।

River Plate Monumental stadium. Photo: Maximiliano Neira (CC BY-NC-ND 2.0).

রিভার প্লেট মনুমেন্টাল স্টেডিয়াম। ছবি: ম্যাক্সিমিলিয়ান নেইরা-এর ( সিসি বাই-এনসি-এনডি ২.০).

এই ঘটনার উপর দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। টুইটারে, #সেবাসকাক্লাসিকো (একটি ক্লাসিক ম্যাচের সন্ধানে) নামক হ্যাশট্যাগের মাধ্যমে, রসিকতা করা শুরু হয় [স্প্যানিশ ভাষায়] এবং অনেকে বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে [স্প্যানিশ ভাষায়] আরেকটি নতুন আর্জেন্টাইন ক্লাসিক ম্যাচের অনুসন্ধান করতে শুর করে দেয়।

অন্য জনপ্রিয় হ্যাশট্যাগ হচ্ছে #পাভানো (এটি রিভার প্লেটের খেলোয়াড় মারিয়ানো পাভানোকে উল্লেখ করে করা হয়েছে, রিভার প্লেটের আক্রমণ ভাগের এই খেলোয়াড় একটি গোল করে এবং একটি পেনাল্টি মিস করে), #আলোভে ( হুয়ান কার্লোস আলোভে-কে উল্লেখ করে এই হ্যাশট্যাগ সৃষ্টি করা হয়েছে, আলোভে হচ্ছে বেলগ্রানোর গোলরক্ষক যে পাভানোর পেনাল্টি ঠেকিয়ে দেয়), # রিবের,যা (রিভার শব্দের “ভি” সরিয়ে সেখানে “বি” বসানো হয়েছে, যে শ্রেণীতে দলটি অবনমিত হয়েছে) এবং # বুররোআন্দ্রেস ( ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে পল নামের যে অক্টোপাস খেলার ফলাফলের উপর ভবিষ্যদ্বাণী করত, বুররোআন্দ্রেস তার উত্তরসূরি)।

টুইটার ব্যবহারকারী @ইভানপার লিখেছে:

Es increíble lo que significa el fútbol para los argentinos. Increíble. #SeBuscaClásico

এটা অবিশ্বাস্য, আর্জেন্টিনার নাগরিকদের কাছে ফুটবল মানে যা, অবিশ্বাস্য। #SeBuscaClásico

এদিকে ফার্নান্ডো জি. টলেডো (@ ফার্নান্ডোজিটলেডো) সতর্ক করে দিচ্ছে:

#Boca Aprendamos de lo que pasa en la vereda de enfrente para evitar una caída similar #RiBer#sebuscaclasico

#বোকা, রাস্তায় যা ঘটেছে তা এড়ানোর জন্য তোমরা এখান থেকে শিক্ষা লাভ কর #রিবের #সেবাসকাক্লাসিকো

এছাড়াও ফেসবুকে, রিভার প্লেট-এর [স্প্যানিশ ভাষায়] পাতায়, দারিও মাইদানা লিখেছে [স্প্যানিশ ভাষায়]:

naci de river y voy a morir siendo de river en las buenas y en la malas te amo mas que nunca River Plate

আমি একজন রিভার সমর্থক হিসেবে জন্মগ্রহন করেছি এবং এক রিভার সমর্থক হিসেবে মারা যেতে চাই। ভালো সময়েও তোমাদের সাথে, খারাপ সময়েও তোমাদের সাথে আছে। রিভার প্লেট, যে কোন সময়ের চেয়ে তোমাদের বেশি ভালোবাসি

তবে এই ঘটনায় কেবল আর্জেন্টিনা থেকেই প্রতিক্রিয়া আসেনি। পেরু, চিলি, মেক্সিকো, কলম্বিয়া, এবং অন্যান্য দেশে। এ সংক্রান্ত হ্যাশট্যাগ স্থানীয় পর্যায়ে আলোচিত বিষয়ে পরিণত হয় এবং আদিওস রিভার‘ (বিদায় রিভার প্লেট) বিশ্বজুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়, যেমনটা কানাডা থেকে এ্যাডাম কোসনাক (@স্কুটি২৭) সংবাদ প্রদান করেছে:

আদিওস রিভার, সারা বিশ্বের এক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তবে, আমি সবসময় বোকা নামক দলটিকে পছন্দ করি, এর মানে আমি ভালো আছি।

ইংল্যন্ডের লিঙ্কনশায়ার থেকে ক্রীড়া সাংবাদিক মাইকেল হর্টিন (@ মাইকেলহর্টিন ), বলছে:

বিদায় রিভার প্লেট, আর্জেন্টিনার সবচেয়ে বড় ফুটবল দল তার ১১০ বছরের ইতিহাসে এই প্রথমবারের প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেল।

খেলা শেষ হবার ঠিক কয়েক মিনিট আগে রিভার প্লেটেরমনুমেন্টাল স্টেডিয়ামে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটে। সে সময় ২,৫০০ পুলিশ এর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। এই ঘটনা ফুটবল ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এখন পর্যন্ত হিসেব করে জানা গেছে যে প্রায় ৪০ জনের মত ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে। সংবাদপত্র ইনফোবে [স্প্যানিশ ভাষায়] সেখানে যা ঘটেছিল তা জানাচ্ছে:

Los incidentes comenzaron en el estadio, sobre el final del partido. Con el pitazo de Pezzotta, los fanáticos desataron su ira, rompieron vidrios del club y arrojaron piedras al césped. Luego, en la calle, los hinchas “millonarios” incendiaron basura y se enfrentaron a la policía

Piedras, palazos, y objetos contundentes. Todo se resume en una palabra: bronca. El desconcierto por el descenso se apoderó de los hinchas de River que explotaron y rompieron todo lo que encontraban a su alrededor. Los otros, los más sensatos, se quedaron lamentando su suerte en El Monumental, con el llanto como la única vía para liberar su desolación.

ম্যাচ প্রায় শেষ হবার সাথে সাথে এই ঘটনা শুরু হয়। রেফারি পেজট্টা খেলা শেষের বাঁশী বাজানোর সাথে সাথে উন্মাদ দর্শকরা তাদের ক্ষোভ প্রকাশ করে শুরু করে, তারা ক্লাবের জানালা ভেঙ্গে ফেলে এবং মাঠের মাঝে পাথর ছুঁড়তে থাকে। এরপর মিলিওনিয়ারস-এর সমর্থকরা বাজে কাগজে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

এই সময় পাথর, বেলচা এবং ভোঁতা হাতিয়ার নিয়ে লড়াই শুরু হয়। এক কথায় যেন সব কিছু ফুটতে থাকে; ক্ষোভ উপচে পড়ে। পরাজয়ের ফলে যে বিভ্রান্তি তা রিভার সমর্থকদের অনিয়ন্ত্রিত করে ফেলে, যা বিস্ফোরণ ঘটায় এবং তারা তাদের হাতের কাছে যা পায় তাই ভেঙ্গে তছনছ করতে থাকে। অন্য যে সব ব্যক্তি, যারা অনেক বেশি বোধ সম্পন্ন, তারা এল মনুমেন্টাল স্টেডিয়ামে থেকে যায়, চোখের পানি ছিল যাদের যন্ত্রনা উপশমের একমাত্র উপায়।

আর্জেন্টিনার আগামী প্রথম বিভাগ ফুটবল লীগ তার এক অন্যতম সেরা দল ছাড়াই অনুষ্ঠিত হবে। কিন্তু সর্বোপরি দেশটিকে তার অন্যতম এক ক্লাসিক ফুটবল প্রতিযোগিতাকে ছাড়াই টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে। এর আগে পর্যন্ত তিনটি দল অবনমনের শিকার হয়নি, এখন মাত্র দুটি দল রইল যারা কখনো দ্বিতীয় বিভাগে অবনমিত হয়নি। বোকা জুনিয়র্স এবং ইন্ডিপেন্ডিয়েন্তে দে আভেলায়েন্দা । রিভার প্লেট কি আবার প্রথম বিভাগে ফিরে আসতে পারবে?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .