- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভিডিওঃ প্রেম কাহিনী, সংক্ষিপ্ত চলচ্চিত্র, মোবাইল ফোন

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, প্রযুক্তি, ভ্রমণ, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত

নোকিয়া শর্টস ২০১১ [1] নামক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ী চলচ্চিত্রের নাম স্প্লিটসস্ক্রিন:এ লাভ স্টোরি [2] । এই চলচ্চিত্রটি একটি মোবাইল ফোনের এইচডি [হাই ডেফিনেশন] ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই ছবির বিষয় বস্তু হচ্ছে সমান্তরাল দুটি জীবন, যা তিনটি ভিন্ন রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইংল্যান্ডে যাপিত হচ্ছে। গল্পের শেষে তারা একসাথে মিলিত হয়।