নাগিব সাউইরিস মিশরের এক ধনাঢ্য ব্যবসায়ী এবং সম্প্রতি তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন, তিনি তার টুইটার একাউন্টে একটি কার্টুন পোস্ট করেন। এই কার্টুনে দেখা যাচ্ছে মিকি মাউসের মুখে দাড়ি এবং মিনি মাউস নেকাব পড়ে (মুখে ঘোমটা) রয়েছে, এবং শিরোনামে লেখা : “অতঃপর মিকি এবং মিনি…”
এরপর তিনি সেই সব ব্যক্তিদের কাছ থেকে প্রচুর মন্তব্য পেয়েছেন, যারা ইসলাম ধর্ম নিয়ে পরিহাস করা মোটেও পছন্দ করে না।
@শামিমহিজাজি: নাগিব সাউইরিস, আমি আমার মুল্যবান সময় আপনার নির্বোধ কর্মকাণ্ডের উত্তরের পেছনে ব্যয় করব, আপনি তার যোগ্য নন।
অন্য ব্যবহারকারীরা একে কেবল শুধু এক আঘাত নয়, একে এক রাজনীতিবিদের বোকার মত চাল হিসেবে বিবেচনা করছে, যে রাজনীতিবিদের জনতার শ্রদ্ধা এবং সমর্থনের প্রয়োজন রয়েছে।
@এ্যালান_১২৪৫: এটা বুদ্ধিমানের মত কোন কাজ নয়, বরঞ্চ বেশ আঘাত প্রদান করা এক কাজ। আমি এই কাজটি পছন্দ করিনি। আপনি জনতার অনেকের শ্রদ্ধা হারালেন।
তবে অনেকে নিশ্চিত নয় যে এই কার্টুনটি, অপমানজনক, নাকি নয়।
@ক্যানিয়চেকফারাও: #সাউইরিস যে কার্টুন প্রদর্শন করেছে, সে বিষয়ে টুইটারকারীরা উদ্বিগ্ন। #ইজিপ্ট (মিশর), এই বিষয়ে সে কি মনে করে, মজার নাকি, অপমানকর?
অন্যদিকে লামিয়া মোয়সা এই কার্টুনের বিষয়ে জনতার প্রতিক্রিয়াকে দুই ধরনের মানসিকতার প্রকাশ বলে মনে করেন।
@ লামিয়ামোয়সা: আপনাদের চোখে কি ভণ্ডামি ধরা পড়ছে না? আপনারা সকলে দাবী করছেন যে আপনারা স্বাধীনতা এবং সহনশীলতার পক্ষে ( এবং আবা৭য়া [ধর্ম বিদ্বেষী]), যখন আপনারা এমবি [মুসলিম ব্রাদারহুড ], সালাফিদের এবং সাউইরিসদের আক্রমণ করেন?
দিনা এবং আবু এইতা এর সাথে যোগ করেছে, এই ধরনের কৌতুক সাধারণ মানুষের কাছ থেকে আসে, এবং তা কোন নেতার কাছ থেকে আসার মধ্য ভিন্নতা রয়েছে, বিশেষ করে যখন কোন নেতা অন্য সম্প্রদায়ের জনতার বিশ্বাস নিয়ে মজা করে।
@DinaNasser: You're accusing him cuz he's @NaguibSawiris bs lw kan wa7d tany el2al kda kan 3ady!!El pic di muslims 7atoha aktr mn christians
@ আবু_এইতা: @নাদাস্কান্দার @নাগিবসাউইরিস। ড. নাদা। আমরা সকলেই আগে এটা দেখেছি, কিন্তু জনাব সাউইরিসের কাছ থেকে তা আসা-যিনি কিনা এক নেতা, মাশাল্লাহ তানিয়া [এক ভিন্ন বিষয়]।
মিশরীয় ব্লগার ট্রাভেলার উইদিন এই ঘটনার প্রতি আজকের মুসলমানদের প্রতিক্রিয়ার সাথে, শত শত বছর আগের একই রকম ঘটনার ক্ষেত্রে নবী হজরত মুহাম্মদের প্রতিক্রিয়ার তুলনা করছেন।
এক অবিশ্বাসী ব্যক্তি প্রতিদিন নবী হজরত মুহাম্মদের ঘরের সামনে নোংরা আবর্জনা ফেলে রাখত। নবী তা দেখতেন, তারপর তা একপাশে সরিয়ে তার নিজের কাজে চলে যেতেন।
একদিন সকাল বেলা নবী দেখলেন দরজার সমানে কোন আবর্জনা নেই; এর কারণ বের করতে গিয়ে নবী জানলেন লোকটি প্রায় মর মর অবস্থা..
এরপর তিনি লোকটিকে দেখতে গেলেন এবং দোয়া করলেন যেন লোকটি দ্রুত সুস্থ হয়ে উঠে-
সালাফ- মানে প্রথম দিককার মুসলমানেরা ঠিক এ রকম আচরণ করত, যখন কেউ তাদের অপমান করত। সেই সময়কার মুসলমানরা আজকের “সালাফিদের” আচরণে লজ্জিত বোধ করবে, যারা প্রথম দিককার মুসলমানদের পদক্ষেপ অনুসরণ করছে বলে দাবী করে।
সাউইরিস এরপর ক্ষমা চাইতে বাধ্য হন, এবং তার টুইটার একাউন্ট থেকে কার্টুনটি সরিয়ে নেন:
@নাগিবসাউইরিস: যারা এই বিষয়টিকে নিছক এক রসিকতা হিসেবে গ্রহণ করতে পারেনি, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি ধারনা করেছিলাম এটা একটা মজার ছবি মাত্র, এর মধ্যে দিয়ে কারো প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা আমার উদ্দেশ্য ছিল না! আসেফ!! (দুঃখিত)