- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাজিকিস্থান: বিবিসির সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, তাজিকিস্তান, আইন, ধর্ম, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা

টমরিস জানাচ্ছে [1] যে উরিনবয় উসমানভ নামের বিবিসির মধ্যে এশিয়া বিভাগের দীর্ঘ সময়ের স্থানীয় সংবাদদাতাকে তাজিকিস্থানে গ্রফতার করা হয়েছে। মূলত ইসলামপন্থী আন্দোলন হিজবুত-তাহরির সংগঠনের সন্দেহজনক সদস্যপদের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।