মায়ানমারঃ তিনটি শহরে বোমা বিস্ফোরণ

শুক্রবার, ২৪ জুন, ২০১১-এ, মায়ানমারের রাজধানী নাইপিদাও সহ, মান্দালয় এবং পিন ও লিউইন শহরে প্রায় একই সময়ে বোমা বিস্ফোরণ ঘটে।

A Car Bomb Blast in Mandalay (Source: Eleven Media)

মিজ্জিমার, সংবাদ অনুসারে নাইপিদাও এবং মান্দালয়ে প্রায় একই সময়ে বোমা বিস্ফোরণ ঘটেছে। মান্দালয়ে যে বোমা বিস্ফোরণ ঘটেছে সেটি জাইচো হোটেলের সামনে পার্ক করা একটা গাড়ীতে রাখা ছিল। প্রতক্ষ্যদর্শীরা দুইজন আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখেছে।

ভয়েস উইকলি তার ফেসবুকের পাতায় মান্দালয়ের বোমা বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে।

আরেকটি বোমা বোমা বিস্ফোরিত হয়েছে নাইপিদাও-এ, নাগু ওয়ার সার এর বাসায়। এটি থা পাইয়া কোনে বাজারের কাছে অবস্থিত। একজন প্রত্যক্ষদর্শী জানান:

এই বিস্ফোরণ ছিল ভয়াবহ এবং আমি বিস্ফোরণে কারণে ভবনের টুকরা ৮০ ফুট দুরে ছিটকে যেতে দেখেছি। গোয়েন্দা কর্মকর্তারা এখন সেই এলাকা তদন্ত করে দেখছে এবং আমি সেখানে মাইন অনুসন্ধানকারী কুকুর হাজির করতে দেখেছি”

পিয়ন ও লিইউইন-এ, যে বোমা বিস্ফোরিত হয়েছে, সেটিও একটা খালি বাসায় হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছে যে বোমা বিস্ফোরণের ফলে পুরো ভবনটি ধ্বসে পড়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .