- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তুরস্কঃ নির্বাচনের ফলাফল, প্রতিক্রিয়া এবং আশা

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., তুরস্ক, নাগরিক মাধ্যম, নির্বাচন, রাজনীতি

১২ জুন তারিখে তুরস্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচনী প্রচারণার সময় তুরস্কের অনেক প্রধান রাজনৈতিক দলে এবং তাদের নেতার প্রদত্ত ভাষণের ভাষায় অনেক পরিবর্তন ছিল এবারে নির্বাচনের এক লক্ষ্যনীয় বিষয়।

নির্বাচনের ফলাফল প্রদর্শন করছে ৫০ শতাংশ ভোট পেয়ে জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি ( “একে পার্টি” বা “একেপি”) এক বিশাল জয় অর্জন করেছে। তারা তৃতীয় বারের মত এ ধরনের নিরঙ্কুশ বিজয় অর্জন করল এবং এখানে সংসদীয় আসন বিন্যাস খানিকটা ভিন্ন, যা একেপিকে একক ভাবে সংবিধান পরিবর্তনের ক্ষমতা প্রদান করে না।

Supporters of Turkey's ruling AKP party celebrate with party flags after the first results of the parliamentary election, in Istanbul, Turkey. Image by keremyucel, copyright Demotix (12/06/11). [1]

তুরস্কের ক্ষমতাসীন একেপি দলের সমর্থক, নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণার পর ইস্তাম্বুলে তাদের দলীয় পতাকা নিয়ে দলের জয় উদযাপন করছে। ছবি কারেমিইয়ুচেল-এর। কপিরাইট ডেমোটিক্সের (১২/৬/২০১১)

এবার সাম্যবাদী গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত পিস এন্ড ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) সংসদে ৩০ টির মত আসন পেয়েছে। এটি এই দলের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। দলটি সংখ্যালঘু কুর্দি জনগোষ্ঠীর উপর মনোযোগ প্রদান করার কারনে সুপরিচিত।

এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (“সিএইচপি) ২৬ টি আসন এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ১৩ টি আসন লাভ করেছে। সামাজিক প্রচার মাধ্যমে সকল রাজনৈতিক দল এবং তাদের সকল বিষয়ে নানা ধরনের সাড়া এবং প্রতিক্রিয়া এসেছে।

কি ভাবে একেপি তৃতীয় দফা নির্বাচনে জয় লাভ করল, সে বিষয়ে তাহা আকায়োল নামক এক বিশ্লেষকের উদ্ধৃতি প্রদান করে @জামিলাবায়ারকাতার টুইট করেছে [2][তুর্কী ভাষায়]:

Taha Akyol: “AKP'nin hizmet siyaseti tutmuştur & BDP beklendiği kadar devrim yaratmadı & bundan sonrası için AKP şımarmamalıdır”

তাহা একায়োলঃ জন সেবা (পাবলিক সার্ভিস) বিষয়ক একেপির রাজনীতি [ভিত্তি] জনপ্রিয়তা লাভ করেছে এবং বিডিপি কোন বিপ্লব সাধন করতে পারেনি এবং একেপি আগামীতেও নষ্ট হয়ে যাবে না (জনপ্রিয়তা হারাবে না)।

@লুবেইয়ারা, দলটির “জন সেবার” (পাবলিক সার্ভিস) উপর গুরুত্ব প্রদানের বিষয়ে জানাচ্ছে, সে টুইট করছে [3] [তুর্কী ভাষায়]:

ve.. doğusuyla, batısıyla türkiye halkı ‘siyasi görüşü'nü şöyle ilan etmiştir: mevzubahis ‘hizmet’ ise gerisi teferruattır..

এবং… তুরস্কের পুর্ব ও পশ্চিমের জনতা, তাদের “রাজনৈতিক দৃষ্টিভঙ্গি” ঘোষণা করেছে: যেন বিষয়টি কেবল “জন সেবা”, বাকিটা [কেবল] বিস্তারিত বর্ণনা……

একেপি নামক দলটি যে কোন হেজাব পরা নারীকে এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়নি, @নিবেনকা দলটির এই অবস্থানের উপর সমালোচনা মূলক ভাবে গুরুত্ব প্রদান করে টুইট করেছে [4][তুর্কী ভাষায়]:

Hizmet kazandi, is kazandi dogru ama ‘sus otur sirani bekle’ de kazandi; bunu gormezden gelemiyorum maalesef

জন সেবা [পাবলিক সার্ভিস] জিতেছে, জন কর্ম [পাবলিক ওয়ার্ক ] জিতেছে। কিন্তু একই সাথে, ‘নিরব থাকুন এবং আপনার পালার জন্য অপেক্ষা করুন’ বিষয়টি জিতেছে। দুর্ভাগ্যজনক ভাবে এই বিষয়টিকে আমি উপেক্ষা করতে পারি না।

@বারেক্সওয়েদান বিডিপির সাফল্যের উপর গুরুত্ব প্রদান করেছে, সে টুইট করছে [5][তুর্কী ভাষায়]:

akp/rte %50 oy almıs olması aslında kesin bir başarı olarak degerlendirilmeli ama seçimin mutlak galibinn bdp/blok oldugu gözardı edilmemeli

একেপি/আরটিএ [আরটিএ, মানে রেসিপ তাইয়েপ এরদোগান] এর ৫০ শতাংশ ভোট পাওয়া নিশ্চিত সফলতা হিসেবে ধরে নেওয়া যায়, কিন্ত বিডিপি/জোট [যেমন বিডিপি এবং তার স্বতন্ত্র জোট প্রার্থী] এর এই নিশ্চিত জয়কে আমাদের উপেক্ষা করা উচিত নয়।

@ওমেরালও একই সাথে সোশাল ডেমোক্রেটিক দলের নব নির্বাচিত এমপিদের ভূমিকার উপর গুরত্ব প্রদান করেছেন, সে টুইট করেছে [6]:

বলা যায়; #টার্কি সংসদ সোশালিস্ট/ডেমোক্র্যাটিক দলের ৩৬ জন এমপির আসন লাভের ঘটনায় দারুণভাবে লাভবান হবে। অবশেষে স্বাধীনতা সেখানে কিছু আসন দখল করতে যাচ্ছে।

ব্লগার এ্যাঙ্গাস কলিনস [7], সিএইচপি এবং আংশিকভাবে একেপির উপর খানিকটা জটিল মনোভাবের মধ্যে দিয়ে মনোযোগ প্রদান করে নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করেছে, সে লিখছে [8]:

২৬ শতাংশ ভোট লাভ করা একটি দলের এই ফলাফলের মানে এই নয় যে, নির্বাচকরা যে শীঘ্রই যে কোন সময় তার ক্ষমতায় আসাকে বিশ্বাস করে। তাছাড়া সিএচইপি যে বাড়তি ভোট পেয়েছে তা সে গুলো সস্তা ভোট যা ছোট ছোট দলগুলোর কাছ থেকে জোটবদ্ধতার মাধ্যমে এসেছে, সেই দলগুলো এই নির্বাচনে সুনির্দিষ্টভাবে ক্ষীয়মাণ হয়ে আসছে। সিএইচপি-এর এখন একেপির ভোট বাক্সে হানা দেবার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। দলটি তা করেনি।

যখন এক কন্ঠস্বর, তুরস্কের এক সারগর্ভ স্বর এবং যা তুরস্কে ক্রমশ বাড়তে থাকা সংখ্যালঘু সম্প্রদায় হয়ে আসছে, তারা গভীরভাবে চিন্তিত যে একেপি নামক দলটি দেশটিকে কোন দিকে নিয়ে যাচ্ছে। দেশটির এই নির্বাচন আরো একবার প্রমাণ করল যে তুরস্কের ভোটারদের বড় একটা অংশ তদের মত একই রকম ভীত নয়। তুরস্কের রাজনৈতিক অঙ্গনে এটাই একটা বাস্তবতা, যদিও তা উক্ত সম্প্রদায়কে বেদনা দেয়, তারপরেও এটি হচ্ছে সে বাস্তবতা, যা বিরোধী দলের বোঝা উচিত, যদি তারা নির্বাচনে জিততে চায়।

অন্যদিকে এরহান এরকুট সিএইচপির এই ফলাফলকে তাদের সফলতা হিসেবে হিসেবে বিবেচনা করছে এবং সাধারণভাবে এই মন্তব্য করেছে:

CHP +%5 basari. 35 Bagimsiz iyi bir sonuc. Diger partiler silindi. Daha birkac secim 4 partili parlamento cikar herhalde. Baraj dusmeli.

সিএইচপি+ ৫ শতাংশ সফলতা লাভ। ৩৫ জন স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ একটা ভালো ফলাফল। অন্য দলগুলো যেন মুছে যাচ্ছে। পরবর্তী কয়েকটি নির্বাচনে সম্ভবত মাত্র ৪টি দল সংসদে থাকবে। [সংসদীয় ভোট অর্ন্তভুক্ত করার পর] নির্দিষ্ট মাত্রার অবশ্যই পতন ঘটবে।

একেপি তার নির্বাচনে ফলাফলকে কি ভাবে বিবেচনা করবে, @ইয়াভুজাবেইয়েদার সেই মন্তব্য করছে [9]:

আরো একবার ভোটারা এক পরিস্কার বার্তা প্রদান করল। তারা একক ভাবে একেপিকে এগিয়ে যেতে বলল। যেন তার চাইছে, দলটি সংসদে ঐকমত্য প্রতিষ্ঠা করুক।

সামাজিক প্রচার মাধ্যমে অন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচনের ফলাফল, নতুন এমপি ও প্রধান বিরোধী দলের নেতা সিএএইচপির কিলিচদারইগুলু এবং বর্তমান প্রধানমন্ত্রী একেপির এরদোগান যে ভাষণ দিয়েছে তার ভিত্তিতে এক নতুন সংবিধান রচনা।
@কররোডাডায়নামাইট তুরস্কের সংসদের প্রথম সিরীয় বংশোদ্ভুত এমপির কথা উল্লেখ করছে [10]:

এরোল দোরা #তুরস্কের প্রথম সিরীয় বংশোদ্ভুত ব্যক্তি যে এমপি নির্বাচিত হয়েছে। সে #মার্দিন এলাকা থেকে নির্বাচিত হয়েছে (#বিডিপি দলের প্রার্থী হিসেবে): “জনতার একসাথে থাকাটা খুবই গুরুত্বপুর্ণ”।

@সিগদেমম্যাটার এবারে নির্বাচিত সবচেয়ে তরুণ এমপি সম্বন্ধে মন্তব্য করছে [11] [তুর্কী ভাষায়]:

meclisin en genc vekili 1984 dogumlu, istanbulda akp vekiliymis, bilalmacit, 27 yasinda, sahane.

এবারের সংসদের সবচেয়ে তরুণ সদস্যের জন্ম ১৯৮৪ সালে। সে ইস্তাম্বুল থেকে একেপি দলের টিকেটে নির্বাচিত হয়েছে। তার নাম বিল্লাল মাসিত। তার বয়স ২৭ বছর। অবিশ্বাস্য।

@নাহসিজাদে নামক ভদ্রমহিলা তার টুইটে প্রধান বিরোধী দল সিইচপির নেতা কিলিচদারিইগলুর ভাষণের সারংশ করেছে [12]:

তুরস্কের প্রধান বিরোধী দলের নেতা: সিএইচপি এবারো সফল/ ৩.৫ মিলিয়ন নতুন ভোটার+ তার সাথে দলটি নিজেকে সংস্কার করতে যাচ্ছে+ তার সাথে দলটি নতুন সংবিধানকে অনুসরণ করতে যাচ্ছে।

@সেমিল্যাট্রিম একেপির নেতা এরদোগানের ভাষণের সারংশ করেছে [13], সে টুইট করেছে [তুর্কী ভাষায়]:

Başbakan'ın söylediklernin özeti:Yeni Anayasa olacak;ama buanayasa aynı zamanda bölgdeki tüm ülkelere de yol gösterecek;biz bölge lideriyiz

প্রধানমন্ত্রীর বক্তব্যের সারমর্ম: এবার সেখানে নতুন সংবিধান হবে, কিন্তু এই সংবিধান এই অঞ্চলের সকল রাষ্ট্রকে পথ দেখাবে; আমরা হচ্ছি এই অঞ্চলের নেতা।

@দালালামাওয়াদ নতুন সংবিধানের খসড়ার বিষয়ে টুইট করেছে [14]:

#তুরস্কের সংবিধান সংশোধনে #একেপি নামক দলটিকে বাকী দলগুলোর সাহায্য প্রযোজন হবে, এর মধ্যে কুর্দি-পন্থী এমপিরাও রয়েছে।

@কাপ্লানফাটও নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন সংবিধানের ভবিষ্যতের বিষয়ে মন্তব্য করেছে [15][তুর্কী ভাষায়]:

AKP ve BDP,bu ülke halklarının mutluluğu için uzlaşmak,barışmak,yeni anayasa yapmak zorundalar,üzerlerinde vebal var,ona göre davransınlar

একেপি এবং বিডিপি, এই দেশের মানুষের সুখের জন্য, তাদের ঐক্যের জন্য, তাদের শান্তির জন্য, অবশ্যই তাদের একটা নতুন সংবিধানের খসড়া তৈরি করতে হবে, তাদের একটা দায়িত্ব রয়েছে, তারা সেই অনুসারে কাজ করবে।