- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইরানঃ প্যারিসের ফ্লাশমব নির্বাচনের দ্বিতীয় বর্ষকে চিহ্নিত করেছে

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উ. আ., ইরান, ফ্রান্স, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি, সরকার

১২ জুন, ২০১১, ছিল ইরানের বিতর্কিত নির্বাচনের [1] দ্বিতীয় বার্ষিকী, এ দিবস উপলক্ষ্যে ইউনাইটেডফর(৪)ইরান [2], এবং মুফফর(৪)ইরান [3], প্যারিসের মেট্রো রেলস্টেশনে এক ফ্লাশ মবের (মূলত একদল লোক হঠাৎ কোন এক জায়গায় এসে হাজির হয় এবং অস্বাভাবিক কিছু কাজ করে, এক ধরনের প্রতিবাদের জন্য ঠাট্টা, বিদ্রূপের মধ্যে দিয়ে এই ফ্লাশ মবের আয়োজন করা হয়) আয়োজন করে। এর উদ্দেশ্য ছিল ইরানে যে ক্রমাগত মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করা।

এদিকে, ইরানে ১৫ জুন তারিখে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেশটির রাজধানী তেহরানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে