- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গিনি বিসাউ: নারীর অধিকার অর্জনে এক ধাপ এগিয়ে যাওয়া

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, গিনি বিসাউ, আইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার, লিঙ্গ ও নারী

৬ জুন তারিখে গিনি বিসাউ-এর সংসদ এক আইন পাশ করেছে, যে আইনের মাধ্যমে মেয়েদের খৎনা প্রথা নিষিদ্ধ করা হয়েছে [1] [পর্তুগীজ ভাষায়]। সেখানে এই প্রথাকে ফোন্ডা নামে অভিহিত করা হয়। সাংবাদিক এবং ব্লগার হেলেনা গোউভিয়ে-এর [2] কাছে [পর্তুগীজ ভাষায়], “যদিও কেবল মাত্র আইন, এই প্রথা বন্ধ করার জন্য যথেষ্ট নয়, তারপরেও তা নারীদের উপর প্রচলিত এক বর্বর প্রথার বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপুর্ণ পদক্ষেপ”।