গিনি বিসাউ: নারীর অধিকার অর্জনে এক ধাপ এগিয়ে যাওয়া

৬ জুন তারিখে গিনি বিসাউ-এর সংসদ এক আইন পাশ করেছে, যে আইনের মাধ্যমে মেয়েদের খৎনা প্রথা নিষিদ্ধ করা হয়েছে [পর্তুগীজ ভাষায়]। সেখানে এই প্রথাকে ফোন্ডা নামে অভিহিত করা হয়। সাংবাদিক এবং ব্লগার হেলেনা গোউভিয়ে-এর কাছে [পর্তুগীজ ভাষায়], “যদিও কেবল মাত্র আইন, এই প্রথা বন্ধ করার জন্য যথেষ্ট নয়, তারপরেও তা নারীদের উপর প্রচলিত এক বর্বর প্রথার বিরুদ্ধে লড়াইয়ে এক গুরুত্বপুর্ণ পদক্ষেপ”।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .