এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।
সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ আজ এক ভাষণ দিয়েছেন যেখানে তিনি তার সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন, এর মধ্যে রয়েছে সংস্কার বিষয়ে গবেষণা এবং জাতীয় আলোচনার জন্য এক কমিটি গঠনের ক্ষেত্রে এক কমিটি নির্মাণের কথা। আসাদের এই ভাষণের প্রক্ষাপটে টুইটারে ক্রমাগত প্রতিক্রিয়া আসতে থাকে। আজ আসাদের প্রদান করা প্রতিশ্রুতির প্রেক্ষপটে দেশটিতে আরো বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই বিক্ষোভে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বলা হয়।
সংযুক্ত আরব আমিরাত থেকে সুলতান আল কাশেমি টুইট করেছে:
নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ১,৪০০ জনের বেশী সিরীয় নাগরিক নিহত হয়েছে এবং বাসারের প্রতিক্রিয়া হচ্ছে এক কমিটি গঠনের বিষয়ে গবেষণা করার জন্য তিন মাস দীর্ঘস্থায়ী আরেক কমিটি গঠন করা।
সিরিয়ার মালথা অউমরান টুইট করেছে:
আজকের দিনে পুরো বিষয়টা অন্য যে কোন দিনের চেয়ে পরিষ্কার হয়ে গেল- আসাদ ক্ষমতায় থাকতে পারে না এবং সে কোন সংস্কার করবে না#আসাদস্পীচ (আসাদের ভাষণ)
এবং সে আরো যোগ করেছে:
যখন একটি পক্ষ সত্যিকারের বিষয় এবং পরিস্থিতি নিয়ে কথা বলতে অস্বীকার করে তখন কোন জাতীয় আলোচনা অনুষ্ঠিত হতে পারে না।
দিমা খাতিব মন্তব্য করেছে
# আসাদের ভাষণ —এবং আবিষ্কার করলাম; আরেক আরব নেতা ক্ষমতা থেকে সরে যেতে অস্বীকার করেছে # সিরিয়া
এবং ইয়েমেনের নাগরিক নুরআরাবিয়া বলছে:
#আসাদেরভাষণ, আরেকজন রাষ্ট্রপতির আরেকটি ভাষণ, যার কিনা সময় ফুরিয়ে এসেছে। আমি আসা করি এটাই যাদুকরি তৃতীয় এবং শেষ ঘটনা!#সিরিয়া
ভাষণের পর, অউমরান টুইট করেছে:
#আসাদেরভাষণের পর আমাদের প্রতিক্রিয়া: ইতোমধ্যে আমাদের এই #সিরিয়ায় ১২টির বেশী বিক্ষোভের সংবাদ চলে এসেছে: http://www.lccsyria.org/1128
সিকাআরসিক এর সাথে যোগ করেছে:
আলেপ্পোয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০০ সেনা মোতায়েন করা রয়েছে #আসাদের ভাষণের পর এর প্রতিক্রিয়া প্রদান করা বিক্ষোভের সময় প্রায় ৫০ জনের বেশী ছাত্রকে গ্রেফতার করা হয়।#সিরিয়া
রাজানিয়াত লিখেছে:
দারাইয়া (দামেস্কের এক শহরতলী) এখন হোমস, হামা, লাটাকাইয়া এবং আলেপ্পোর সাথে #আসাদেরভাষণের নিন্দায় যোগ দিয়েছে এবং এই শাসককে ক্ষমতা থেকে উৎখাতের আহ্বান জানাচ্ছে!
এবং নাগরিতনিউজ এই ভিডিওটি প্রদর্শন করেছে যেখানে দেখা যাচ্ছে আসাদের ভাষণের পর হামার লোকজন স্লোগান দিচ্ছে, “জনতা এই শাসককে ক্ষমতা থেকে বিতাড়িত করতে চায়”, এবং তারা বলছে, “আমাদের প্রিয় এই জাতি, বাসার তুমি আমাদের চলে যাও”!
এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১ সম্বন্ধে আমাদের বিশেষ কাভারেজের অংশ।