সৌদী আরব: গাড়ি চালানো মেয়েরা

সৌদী আরবে মহিলাদের গাড়ি চালানোর বিষয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ১৭ই জুন, ২০১১ কতিপয় সৌদী মহিলা গাড়ি চালান। মহিলাদের এ গাড়ি চালানোর আহ্বানটি আসে ফেসবুকের মাধ্যমে এবং এতে ইন্ধন জোগায় অন্যান্য সামাজিক প্রচার মাধ্যম যেমন টুইটারের মাইক্রোব্লগিং।

জেদ্দার লায়লা ও সিন্ডি তাঁদের অভিজ্ঞতার কথা একাধিক টুইটের মাধ্যমে শেয়ার করেন [আরবী]।

তারা শুরু করেন এই বলে:

طبعا كان إعلان المكان والتوقيت مجرد تمويه.. لم نخرج الساعة ٥ فجرا ولا كنا في منطقة العوالي.. #women2drive
নিশ্চিতভাবেই ঘোষণাটি এবং স্থানটি ছিল একটা ফাঁদ। আমরা ভোর ৫ টায় যেতে পারিনি এবং আমরা আওয়ালি এলাকায়ও ছিলাম না।

এর পরিবর্তে তাঁরা সকাল ৯ টায় যান:

خرجنا الساعة ٩ صباحا وبدأنا القيادة من حي النزهة وكانت الخطة الاستمرار حتى شارع الستين ثم الخط الدائري إلى حي الخالدية والعودة #Woemn2Drive
আমরা সকাল ৯ টায় নুজহা এলাকা থেকে গাড়ি চালানো শুরু করি এবং ৬০তম স্ট্রিটে গাড়ি চালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেই এরপর ফিরে আসার আগে খালিদিয়া এলাকা ঘুরে আসি।

তাঁর বোন এবং একজন বন্ধু লায়লা গাড়ি চালনার সময় উপস্থিত ছিল। তাঁরা প্রত্যেকেই মাথায় আচ্ছাদন (হিজাব) ছিল আর মুখ ছিল অনাবৃত।

রাস্তাগুলো ছিল প্রতিবন্ধকতা হীন কিন্তু ফাঁকা ছিল না:

خرجنا فعلا في الساعة ٩ تماما وبهدوء خرجنا الى شارع النزهة.. وكانت الشوارع هادئة نسبيا لكنها لم تكن خالية ورآنا بعض الناس #women2drive
আমরা ঠিক সকাল ৯টায় নুজহা স্ট্রিট ত্যাগ করি। রাস্তা তুলনামূলকভাবে পরিস্কার ছিল কিন্তু একেবারে ফাঁকা ছিল না। কিছু লোক আমাদের দেখেছে।

পথচারীদের প্রতিক্রিয়াকে লায়লা এভাবে তুলে ধরেন:

منهم من لوح لنا بالتشجيع ومنهم من أشار لنا بالعودة.. لكن لم تأكلنا أي ذئاب.. #women2drive
কিছু লোক হাত নেড়ে আমাদের উৎসাহ দেয় আর কেউ কেউ আমাদের ফিরে যাওয়ার জন্য ইশারা করে…. কই কোন নেকড়ে তো ছিল না আমাদের খেয়ে ফেলার জন্য।

দশ মিনিট চালনার পর অপ্রত্যাশিত ঘটনা ঘটে:

في خلال ١٠ دقائق انتهينا من شارع الستين ووصلنا بداية الخط الدائري ولقينا نقطة تفتيش..رغم اننا تأكدنا مرارا من عدم وجود قطة هناك #women2drive
দশ মিনিটি পর আমরা ৬০ তম স্ট্রিট শেষ করে সার্কুলার রোড শুরু করি। সেখানে আমরা একটা চেকপয়েন্ট পাই। বিভিন্ন সময়ে আমরা এ রাস্তায় যাওয়া-আসা করলেও ইতঃপূর্বে আমরা সেখানে কোন চেকপয়েন্ট পাইনি।

চেকপয়েন্টে একজন কর্মকর্তা এবং একজন সৈনিক তাঁদের গাড়ি থামাতে বলে এবং নেমে আসতে বলে। লায়লা ব্যখ্যা করেন:

نزلنا وطلب منا الملازم الركوب في سيارته وكانت من نوع الفورد.. ركبنا كلنا في المقعد الخلفي ولم يقل لنا شيئا لكن صادر حقائبنا #women2drive
আমরা নেমে আসি এবং তাঁর ফোর্ড গাড়িতে উঠি। আমরা সবাই পেছনের সীটে বসি। সে আমাদের কিছুই না বলে আমাদের ব্যাগগুলো নিয়ে যায়

তিনি আরও বলেন:

طلب منا الهدوء بعد أن بدأنا بالجدال والنقاش بسبب أخد حقائبنا لكن أصر على أخذها ووعدنا خيرا #women2drive
আমাদের ব্যাগগুলো কেন নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা কথা বলা শুরু করে দিলে তিনি আমাদের শান্ত থাকতে বলেন এবং ব্যাগগুলোর সুব্যবস্থা তিনি করবেন বলে আমাদের আশ্বস্ত করেন।

এবং বলেন:

لم يرد علينا أبدا في البداية.. بعد قيادة ٢٠ دقيقة تقريبا أوقف السيارة على جانب طريق الدائري ونزل منها وأغلق الأبواب وبدأ القلق #women2drive
প্রথম দিকে তিনি আমাদের সাথে কোন কথা বলেন নি এবং বিশ মিনিট পর আমাদের সাথে নিয়ে সার্কুলার রোডের ধারে গাড়ি থামিয়ে বের হন আর আমাদের তালাবদ্ধ করেন। আমরা ভয় পেয়ে যাই।

বাইরে বের হয়ে সৈন্যটি ফোনে বলে:

نزل وتكلم بجواله ثم عاد وأخذ حقائبنا وخرجبدأ في تفتيشها خارج السيارة.. أعترف أنني بدأت أصرخ وأشتم وصديقتنا انهارت وتبكي #women2drive

তিনি বের হয়ে তাঁর মোবাইল ফোনে কথা বলেন তারপর ফিরে আসেন,আমাদের ব্যাগগুলো গাড়ি থেকে বের করে তল্লাশী শুরু করেন। আমি স্বীকার করি যে আমি চিৎকার করি আর তাঁকে অভিশাপ দেই, আমার সঙ্গীরা কান্নায় ভেঙ্গে পড়ে।

প্রায় মিনিট পনের পর সৈন্যটি গাড়ির কাছে ফিরে আসে এবং মহিলাদের ব্যাগগুলো ফেরত দেয় কিন্তু তাঁদের মোবাইলগুলোকে রেখে দেয় যাতে করে তাঁরা কোন ফুটেজ রেকর্ড করতে না পারে অথবা তাঁদের আত্মীয়-স্বজনকে ফোন করতে না পারে।

লায়লা ব্যখ্যা করেন:

هددته بالفضيحة والمقاضاة فلم يرد وقالت له سناء بنت عمي أن والدها سيرفع دعوى فلم يرد وقاد السيارة الى طريق العابدية وقلقنا جدا #women2drive
আমি তাঁকে এ বলে শাসাই যে আমি তাঁর নামে অপবাদ দিয়ে তাঁকে আদালতে নিতে পারি। আমার কাজিন সানা তাঁকে বলে যে তাঁর বাবা একজন আইনজীবী এবং সে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে কিন্তু তিনি কোন কথাই কর্ণপাত করেন নি। তিনি আবিদিয়া রোড ধরে গাড়ি চালিয়ে যান আর আমরা আসলেই ভয় পেয়ে যাই।

তিনি আরও বলেন:

وهو يقود السيارة قال لنا أن هدأتوا ستكون التمور بخير وطبعا لم نسكت ولم نتوقف عن التهديد وفجأة أوقف السيارة وصرخ: وربي انا معكم #women2drive
গাড়ি চালনার সময় সে আমাদের শান্ত থাকতে বলে এবং সবকিছু ঠিক হয়ে যাবে বলে জানান। সে হঠাৎ গাড়ি থামিয়ে চিৎকার করে বলে “আল্লাহর কসম আমি আপনাদের পক্ষে”।

তিনি বলেন:

قال لنا أن شخصا ما رآنا وأبلغ عنا بالاتصال على رقم النجدة وبلغه النداء فوصل إلينا أولا واتفق مع الجندي على “تهريبنا” #women2drive
তিনি আমাদের বলেন কেউ আমাদের দেখেছে এবং আমাদের নামে পুলিশের কাছে অভিযোগ করেছে। সংবাদ পাওয়ার পর সে এবং সৈনিকটি তাঁদের দ্রুত নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

লায়লা টুইটে বলেন যে সৈন্যটি তাঁদের সাহায্য করার জন্য সেখানে যান।

وقال انه من “عيال مكة” وان لو قبض علينا راح يصير لنا شيء مو طيب ابدا فقرر يساعدنا.. طبعا ما صدقته واصريت اكلم والدي #women2drive
সে আমাদের বলে যে সে মক্কার লোক এবং সে যদি তিনি আমাদের গ্রেফতার না করতেন তবে আমাদের সাথে খারাপ কিছু ঘটতো, তাই তিনি আমাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন। আমি তাঁকে বিশ্বাস করার বদলে আমার বাবাকে ফোন করলাম।

লায়লা লিখেন:

شرح لنا أن دوريته انتهت وأن رسميا هو والجندي ليسوا على رأس للعمل فهو في أمان لكن لو اتصلنا بلغنا احد سيتضرر #women2drive
তিনি(পুলিশ কর্মকর্তা) আমাদের জানান যে তাঁর ডিউটি শেষ এবং সৈনিকটিরও এখন কোন ডিউটি নেই এবং সৈনিকটি নিরাপদ কিন্তু আমরা যদি আর কাউকে ডাকি তাহলে তিনি বিপদে পড়বেন।

আরও বলেন:

قال ان الخيار بيدنا.. يرجعنا للسيارة ونتحمل مخاطرة البلاغ والبحث أو ننتظر في سيارته ساعتين ثم يرجعنا لبيوتنا #women2drive
তিনি(পুলিশ কর্মকর্তা) আমাদের বলেন যে পছন্দ আমাদের হাতে, তিনি আমাদের গাড়ির কাছে নিয়ে যান এবং আমরা সে আমাদের বাড়ী নিয়ে না যাওয়া পর্যন্ত সময়ে আমাদের নিজেদের তল্লাশী ও অভিযোগের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেই

লায়লা বলেন যে তাঁরা তাঁকে (পুলিশ কর্মকর্তা) বিশ্বাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাঁকে (পুলিশ কর্মকর্তাকে) তাঁদের বাড়ী পৌছানোর দায়িত্ব তুলে দেন।

গাড়ীর পেছনে মেয়েরা প্রায় দু’ঘণ্টা বসে ছিল। লায়লা লিখেন:

جلسنا محشورات في مقعد سيارته أكثر من ساعتين وما كلمنا أبدا.. بنت عمي تحتاج دوا ورفض اننا نخرج او انه يتركنا لجلب الدوا #women2drive
আমরা দু’ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ীতে আটকা ছিলাম, এ সময়ে সে আমাদের সাথে কথা পর্যন্ত বলেনি। আমার কাজিনের কিছু ওষুধ দরকার ছিল পাছে আমরা গাড়ি থেকে নেমে পড়ি এবং চলে যাই সে কারনে সে আমাদের নিষেধ করে

আরও বলেন:

يعني هو قرر يحمينا من الحبس لكن من غير ما يسبب لنفسه ضرر او احراج.. وهذا شي متفهم طبعا #women2drive
এর কারন ছিল যে তিনি নিজেকে বিপদমুক্ত রেখে এবং কোন ঝামেলায় না জড়িয়ে আমাদের অন্তরীণ হওয়া থেকে রক্ষা করতে চাইছিলেন। আমরা তাঁর বিষয়টা বুঝতে পারছিলাম।

এক ঘণ্টা পর সৌনিকটি তাঁদের বলে যে যোহরের নামাজের সময় সে তাঁদের বাড়ী পৌছে দেবে কারন সে সময় রাস্তা ফাঁকা থাকে। তিনি ব্যখ্যা করেন:

وفعلا جلسنا في سيارته اكثر من ساعتين وبعد اقامة صلاة الجمعة بدا في السواقة في اتجاه بيت بنت عمي والجندي يسوق سيارتنا #women2drive
আমরা তাঁর গাড়ীতে অপেক্ষা করলাম প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে এবং নামাজ শুরু হওয়ার পর সে আমার চাচার বাড়ীর দিকে গাড়ী চালাতে শুরু করে, কর্মকর্তার গাড়ীর পিছনে সৈনিকটি আমাদের গাড়ীতে নিয়ে চলা শুরু করে।

একজন ভাল সামাটারিয়ানের মত কর্মকর্তাটি ঘুরে দাড়ান

طلبت رقم جواله عشان يشكره اهالينا فرفض وقال انا ما شفتكم ولا اعرفكم وانتو ما شفتوني ولا تعرفوني #women2drive
আমার পরিবার যাতে তাঁকে ধন্যবাদ জানাতে পারে সে জন্যে আমি তাঁর কাছে মোবাইল নাম্বার চাইলে সে প্রত্যাখ্যান করে। তিনি আমাদের বলেন যে তিনি আমাদের দেখেননি, আমাদের চিনেননা, জানেননা এবং আমরা যা করেছি তা তিনি দেখেননি আর আমরাও তাঁকে চিনিনা।

যদিও কর্মকর্তাটি তাঁদের মোবাইল ফোনগুলো রেখে দিয়েছিলেন:

وصلنا بيت عمي ونزلنا وشكرناه وراح هو والجندي وطبعا صادر الجوالات احتياطا واعتذر وقال انسوا جوالاتكم #women2drive
আমরা আমাদের চাচার বাসায় যাই আর গাড়ী থেকে নামি,আমরা তাঁকে ধন্যবাদ জানাই। তিনি এবং সৈনিকটি চলে যান। তাঁরা আমাদের মোবাইল ফোন নিয়ে যায় এবং সেজন্য ক্ষমা প্রার্থণা করে আর বলে যে আমরা যেনো ওগুলোর কথা ভুলে যাই।

তিনি শেষ করেন এভাবে:

هذا مجمل اللي حصل وسامحوني على التويتات الكثيرة.. اعترف ان جسمي ما زال يتنافض من كثر القلق والفجعة #women2drive
যা ঘটেছে এটা তার সার-সংক্ষেপ। কাজেই এত বড় সংখ্যক টুইটের জন্য আমাকে ক্ষমা করবেন। আমি স্বীকার করছি আমার শরীর এখনও ভয়ে কাঁপছে।

ইউটিউবে অনেক ভিডিও ডাউনলোড করা হয়েছে যেখানে দেখা যায় রাজ্যের অনেক জায়গায় মহিলারা তাঁদের গাড়ী চালাচ্ছেন।ধারণা করা হয় ২০ থেকে ৫০ জন মহিলা গাড়ী চালানোর বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে গাড়ী চালনা করেন। সংবাদটি সামাজিক নেটওয়ার্কে প্রচারিত হয় যাতে দেখা যায় স্বামীরা তাঁদের স্ত্রীদের গাড়ী চালনার দক্ষতা দেখে মুগ্ধ।

আজিজা১৩৪-এর শেয়ার করা এ ভিডিওতে একজন মহিলাকে গাড়ী চালাতে দেখা যায়:

সৌদীতে মহিলাদের গাড়ী চালানোর বিষয়ে টুইটারে জানানো প্রতিক্রিয়াগুলোকে স্টোরিফাইয়ে পল টুওয়েন সংকলিত করেছেন এখানে

টুইটারে আরও প্রতিক্রিয়া জানার জন্য এ হ্যাসট্যাগটি অনুসরণ করুন উয়োমেন২ড্রাইভ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .