- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মালয়েশিয়াঃ হ্যাকটিভিস্ট গ্রুপ সরকারী ওয়েব সাইটে হামলা চালিয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা
[1]

এনোনিমাস গ্রুপের অপারেশন মালয়েশিয়া নামক হামলা

বিশ্বের অনেক বিখ্যাত ওয়েবসাইটে উপর হামলার পিছনে আন্তর্জাতিক একটি দল এ্যানোনিমাস নামের হ্যাকটিভিস্ট (হ্যাকটিভিস্ট-যারা ওয়েব সাইটে ঢূকে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার কাজ সক্রিয়ভাবে করে থাকে সেই সমস্ত হ্যাকাররা) নামের গ্রুপকে দায়ী করা হয়, এখন এই গ্রুপটি তার প্রদান করা হুমকি [2] পালন করল মালয়েশিয়ান সরকারে প্রধান ওয়েবসাইট-এর [3] উপর হামলা চালিয়ে [4]। সরকার বেশ কিছু ফাইল শেয়ারিং সাইট, যেমন পাইরেট বে এবং মেগাআপলোড-এর উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল।

কয়েকদিন আগে, এই গ্রুপটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩.৩০ মিনিটে হামলার ইচ্ছা প্রকাশ করে একটি ইউটিউব ভিডিও পোস্ট করে [5]

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=6BHYPqmDyyM [5]

অনন্ত সরকারের অন্য আরো ৫০ টি ওয়েবসাইটের উপর হালকা হামলা চালানো হয়েছে, যার মধ্যে সাবাহ প্রদেশের পর্যটন [6] ওয়েবসাইট, এবং টুরিজম মালয়েশিয়া [7] নামক ওয়েবসাইটি রয়েছে। এছাড়াও রাজকীয় মালয়েশিয়ান পুলিশ [8], মালয়েশীয় সংসদ [9], অর্থ মন্ত্রণালয় [10] এবং একই সাথে সংস্কৃতি, শিল্প এবং পর্যটন মন্ত্রণালয়ের [11] ওয়েবসাইট এই আক্রমণের শিকার হয়, যা সকাল ৯ টার আগে (স্থানীয় সময়) ঠিক করে ফেলা হয়।

এই ঘটনায় টুইটার [12] আলোচনার গুঞ্জনে ভরে যায়, অনেকের কাছে এই ঘটনাকে বেশ আমোদ জনক মনে হয়েছে। আদি আদজাফর [13] টুইট করেছে:

অপারেশন মালয়েশিয়া; তারা আসলেই হামলা চালালো! হ্যাকাররা দারুণ।

সাওয়ান লুং [14] টুইট করেছে:

অপারেশন মালয়েশিয়া- আপনার পপকর্ন (ভুট্টা ভাজা নিয়ে প্রস্তুত থাকুন)! রাত ৩.৩ মিনিটে সরাসরি দেখতে পাবেন।

এ্যানোনিমাসকে ধরার ব্যপারে সরকারের ধরার ব্যাপারে সরকারের দক্ষতার বিষয়ে আইদা গাফার [15] সংশয় প্রকাশ করেছে যে সরকার, সে সম্প্রতি এসিড ছুঁড়ে মারা [16] অপরাধীর সাথে এর তুলনা করে এই সংশয় প্রকাশ করেন। সরকার উক্ত অপরাধীকে এখনো ধরতে সক্ষম হয়নি:

এ্যানোনিমাস কারা, পুলিশ তা চিহ্নিত করতে চায়? কিন্তু তারা এমনকি একজন এসিড নিক্ষেপকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়নি!

জারুল সাহরিন [17] তার সতর্কতা ব্যক্ত করেছে:

আমি আশা করি যে যে সমস্ত মালয়েশিয়া অপারেশন মালয়েশিয়ার সাথে যুক্ত ছিল, তারা জানে তারা কি করেছে-আশা করি উত্তেজনার শেষে তাদের যেন জেলে যেতে না হয়

খামুনও [18], এই আক্রমণের উদ্দেশ্য নিয়ে তার সংশয় প্রকাশ করেছে:

অপারেশন মালয়েশিয়ার নামটা বেশ সাধু শোনাচ্ছে, কিন্তু তাদের কাজের ফলাফল কি আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনবে?

এই আক্রমণের পুর্বে, ক্রাঙ্কস্টার এই বলে ব্লগ করেছিল [19] যে সে আশা করছে এই আক্রমণ যেন সফল হয়:

আমি এ্যানোনিমাসের সরকারী সাইট হ্যাক করার প্রচেষ্টাকে সমর্থন করি এবং তাদের কর্মকাণ্ড যেন বন্ধ হয়ে যায় (মানে সাইটগূলোতে কেউ যেন আর ঢুকতে না পারে)।

তবে, আমি মনে করি না এটা খুব বড় কোন কাজ। আমি মনে করি না খুব বেশী লোক সে সব সাইটে প্রবেশ করে!

অনলাইন সংবাদ পোর্টাল মালয়শিয়াকিনি যথারীতি সংবাদ প্রদান করেছে [20] যে সাবাহ টুরিজম ওয়েবসাইটের কিছু প্রয়োজনীয় তথ্য প্রকাশ হয়ে পড়েছে (ডাটা কম্প্রোমাইজ-ওয়েব সাইটের নিরাপত্তা মূলক তথ্য চুরি হয়ে যাওয়া এবং প্রকাশ হয়ে পড়া):

যদিও পুলিশ আশ্বস্ত করছে যে গতরাতে সরকারী ওয়েবসাইটগুলোর উপর চালানো এই হামলায় কোন তথ্য চুরি যায়নি, তার পরেও অভিযোগ এসেছে যে সাবাহ টুরিজম ওয়েবসাইটের নিজস্ব ওয়েবসাইট থেকে এক গুচ্ছ তথ্য অন্যের হাতে চলে গেছে যা পরে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে

ছদ্মনামে পরিচালিত হওয়া এক ওয়েব পোর্টালে সাবাহ টুরিজম ওয়েবসাইট ব্যবহারকারী ৩৯২ জনের ব্যক্তিগত তথ্য প্রকাশ পাচ্ছে। এখানে বিস্তারিতভাবে তাদের ই-মেইল, ইউজার নেম, নামের প্রথম এবং শেষ অংশ এবং একই সাথে তাদের পাসওয়ার্ডের সঙ্কেত তুলে ধরা হয়েছে।

উক্ত পোর্টাল দাবী করছে যে ৩৪৫৬ জনের বেশী ব্যবহারকারীর একাউন্ট ঝুঁকির মুখে রয়েছে, যার মধ্যে তারা কেবল ৩৯২ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

আক্রান্ত ওয়েবসাইটগুলোর তালিকা এখানে [21] পাওয়া যাবে।